
14/03/2025
জুইফুল_
বাড়িতে বসে ফোন ঘাটছি হঠাৎ একটা জিনিসে আমার চোখ আটকে যায়।জিনিস বলতে একটা মানুষ 😁সেইটা হলো আমার চাচাতো ভাই জিহান বড় বিজনেস ম্যান।
সে দেখতেও পুরো মাশাল্লাহ যেকোনো মেয়ে দেখেই ক্রাশ খাবে।কালো শার্ট কালো প্যান্ট চুলগুলো উপর করা।মুখে খোচা খোচা দাড়ি ফর্সা চেহারা সব মিলিয়ে দারুণ লাগছে তাকে আজ।এতো সুন্দর কেন এই লোকটা এসব ভাবছি তার মাঝে হঠাৎ,,,,
জিয়া এসে বসে আমার পাশে।
জিয়া–কি করছিস এখানে বসে?
আমি–কিছুই না বসে আছি।
জিয়া–বসে আছিস না আমার ভাইকে দেখছিস😒
আমি–তোর ভাই কি হিরো যে আমি তাকে দেখবো😑
জিয়া–হিরোর থেকেও সুন্দর আমার ভাই।
দুজনে এভাবে সবসময় ঝগড়া করতে থাকি ছোট ছোট বিষয় নিয়ে।জিয়া জিহান ভাইয়ের একমাএ বোন। আমার চাচাতো বোন আমি আর জিয়া সমবয়সী।
আমার পরিচয়টা দিয়ে দি আমি জেরিন ইয়াসমিন জুঁই।সবাই আমাকে ভালোবেসে জুঁই বলে ডাকে।আমার বাবা আফজাল চৌধুরী আর আমার বড় চাচ্চু আফসান চৌধুরী মানে জিহান ভাইয়ার বাবা দেশের বাইরে থাকে।বাড়িতে আমি আমার মা জিহান ভাই জিহান ভাইয়ের মা মানে আমার বড় চাচি আর জিয়া থাকি।আমাদের পরিবারটা অনেক সুন্দর।
আজ আমার আর জিয়ার প্রথম কলেজ তাই রেডি হয়ে নিচে নামছি হঠাৎ চাচি বলে-
চাচি–জুঁই জিয়া আজ তোদের প্রথম কলেজ জিহান তোদের ছেড়ে দিবে কলেজের সামনে ওর সাথে যা।
আমি বললাম পাগল নাকি তোমার ছেলে যদি রেগে মাঝরাস্তায় আমাদের ছেড়ে দেয় এমনিও রাস্তা চিনি না তখন কি হবে চাচি।
চাচি–কিছু হবে না আমি ওকে বলে দিছি যা তোরা ও বাইরে ওয়েট করছে।
আমি আর জিয়া ভয়ে ভয়ে যাচ্ছি।গাড়ির কাছে গিয়ে আমরা দুজনে পিছনের ছিটে উঠে বসলাম।
জিহান ভাই –আমাকে কি তোদের ড্রাইভার মনে হয় একজন সামনে আয় আমি জিয়াকে বললাম-
আমি–জিয়া তুই যা
জিয়া–না তুই যা
জিহান ভাইয়া–জুঁই সামনে আয়।
আমি–কিন্তু ভাইয়া আমি কিভাবে
ভাইয়া আমায় একটা ধমক দিয়ে বললো
জিহান ভাইয়া–আমি তোকে আসতে বলছি সামনে।(রেগে)😡
আমি উপায় না পেয়ে ভয়ে ভয়ে সামনে গিয়ে বসলাম।কলিজাটা মনে হয় এখনই বেরিয়ে আসবে।ভাইয়ার পাশে বসে অনেক ভয় করছে যদি কিছু বলে।নিজেকে একটু শান্ত করে ফোন ঘাটছি হঠাৎ দেখি আমায় আমার একটা ফ্রেন্ড এসএমএস করেছে।
ওর সাথে আমার পরিচয় ফেসবুক থেকে ও অনেক ফানি ওর এসএমএস দেখে মুচকি হাসি দিলাম আমায় হাসতে দেখে জিহান ভাইয়া আমার দিকে রাগি চোখে তাকায়।
আমি মনে মনে-
মুচকি হাসি ভালো কিন্তু সেটা ফোন দেখে হাসলে বিপদ🥹
আমি–ভাইয়া সরি