ImaaN-ঈমান

ImaaN-ঈমান What Is Islam? To Know More About Islam Stay With Us🤲

17/05/2025

❝আস্তাগফিরুল্লাহ❞ছোট্ট একটা বাক্য অথচ বান্দা যতবার 'আস্তাগফিরুল্লাহ' পড়বে,
আল্লাহ তত পাপ মুছতে থাকবেন আলহামদুলিল্লাহ।🤲🤍

09/04/2025

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।

অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।

অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

الرَّحْمَٰنِ الرَّحِيمِ

উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।

অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

مَالِكِ يَوْمِ الدِّينِ

উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।

অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন

অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম

অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।

অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

12/11/2024

নিউজ ফিড দেখে ভাবতেছি, নবীজি (সাঃ) সেই ভবিষ্যৎ বাণী মিলে যাচ্ছে।

মহানবী (সাঃ) বলেছিলেন , কেয়ামতের আগে হ'ত্যা বেড়ে যাবে। এতটাই বাড়বে যে, হ'ত্যাকারী জানবে না কেন হ'ত্যা করেছে আর নি'হত ব্যক্তিও জানবে না কেন নি'হত হয়েছে।😓

03/11/2024

তাবিজ ব্যবহার শিরক!
শিরক করলে চিরস্থায়ী জাহান্নামি,
সব আমল বাতিল।

12/09/2024

আজ এক মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়ল।
তিনি বলেছিলেন, কখনো খেয়াল করেছেন, "লা ইলাহা ইল্লাল্লাহ" হলো সবচেয়ে সহজ জিকির? এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াইতে হয়না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে। শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়।

মুরব্বির কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলেই তো। শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না।
আমাদের বিস্মিত মুখ দেখে মুরুব্বী বললেন, আচ্ছা বলো তো, আল্লাহ তাআলা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন?

আমরা মুরুব্বীকে জিজ্ঞেস করলাম, কেন?

তিনি বললেন, মৃত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনোরকম কষ্ট ছাড়াই অনায়াসে 'লা-ইলাহা-ইল্লাল্লাহ' বলতে পারে। এটাই হয়তো কারণ। আর কিচ্ছু না।


||সুবহানাল্লাহ||

07/09/2024
20/08/2024

রাসুল (সাঃ) বলেছেনঃ
"লোভ-লালসা দ্বারা জাহান্নাম কে ঢেকে রাখা হয়েছে,
আর দুঃখ কষ্ট দ্বারা জান্নাত কে ঢেকে রাখা হয়েছে"।
[বুখারিঃ৬৪৮৭]

15/08/2024

✅গীবত থেকে বাঁচার কিছু উপায়ঃ➖

১✅হুটহাট করে কিছু বলে ফেলবেন না কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন"

২✅কথা বলার ক্ষেত্রে সর্বদা নিজের মন ও কথার দিকে খেয়াল করবেন। মন যদি ন্যাগেটিভ কিছু বলতেও বেশী আগ্রহী হয় সাথে সাথে বোবা বোবা বানিয়ে ফেলবেন নিজেকে, পারলে সেই স্থান ত্যাগ করে নিবেন

৩✅অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয়।

৪✅আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন। কারণ গীবত করা ও গীবত শোনা দুই টাই হারাম।
৫✅অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না,অমুক মোটা,অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে।

৬✅এর পরেও যদি গীবত হয়ে যায়, তাহলে সাথে সাথে ১০০-২০০ বার আস্তাগফিরুল্লহ্ অথবা দুই রাকাত নফল নামাজ পরে ফেলুন।

✅মনে রাখবেন গীবত আমাদের সব নেক আমল গুলো ধ্বংস করে দিবে। হাজার ভালো কাজ করলেও কিয়ামতের দিন আমাদের আমলনামা শূন্য থাকবে।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে গীবতের হাত থেকে রক্ষা করুন,,✅আমিন

10/07/2024

দান-খয়রাত আল্লাহ তায়ালার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং

অপমানজনক মৃত্যু রোধ করে।

(তিরমিযী:৬৬৪)

09/07/2024

মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয়..!!
যত বার সে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে।

আলহামদুলিল্লাহ ♥️

Address

Sithakond
Chittagong
4313

Website

Alerts

Be the first to know and let us send you an email when ImaaN-ঈমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share