22/07/2023
৬০ যাত্রীসহ ঢাকার বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি, ৩ জনের মরদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার, চলছে উদ্ধার অভিযান! update on 17.07.2023 evening.
৬০ জন যাত্রীসহ ঢাকার শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেঘাটের বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বাংলাদেশ নৌ পুলিশের। ওয়াটার বাসডুবির ঘটনায় নৌ পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
গত রাত (16.07.2023) ৮ টার পর একটি বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবির ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানের ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, উদ্ধার অভিযান চলছে। ওয়াটার বাসটিকে পানি থেকে ওঠানোর চেষ্টা করছেন তারা । ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঠিক কতোজন নিখোঁজ হয়েছেন তা এ মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।
- বাগদাদ চৌধুরী, ঢাকা