asad tv

asad tv this page about the general page. which is creat for help the man.

17/07/2025

জীবন মানে সমস্যা, সমস্যা সমাধান তো জীবনেই করতে হবে । হেরে গেলেও জেতার অভিনয় করে ,জেতার জন্য লড়তে হবে।

17/07/2025

"যার চরিত্রে নৈতিকতা, আর মনে সৎ সাহস—তার পথ কঠিন হলেও গন্তব্য হয় উজ্জ্বল।"

17/07/2025

মহৎ কাজ শক্তিতে নয় ধৈর্য্যে সম্পন্ন হয় ।

16/07/2025

🌟 নিজেকে গড়ো উঁচুতে 🌟
তুমি নিজেকে সময় দাও।
নিজেকে এমনভাবে গড়ে তোলো,
যেন একদিন পেছনে ফিরে তাকিয়ে
বলতে পারো —
"আমি পেরেছি!"
তোমার অগ্রগতি হোক তোমার গর্ব।
সফলতা যেন হোক তোমার স্বাক্ষর।

16/07/2025

ন্যায়কে বল ন্যায়,
সত্যে রেখো মায়।
ভয় নয়, হোক সাহস—
জীবন হোক ইতিহাস।
মাজলুমের পাশে দাঁড়াও,
অন্যায়কে রুখে যাও।

15/07/2025

লাইট আলো দেওয়ার পূর্বে নিজে আলোকিত হয় ।
ঙ্গানের রাজ্যে প্রবেশ করুন নিজে আলোকিত হোন , সমাজকে আলোকিত করুন।

15/07/2025

ভাতিজা ।

14/07/2025

কখনো কখনো মোনতায় সর্বোত্তম পন্থা, নিরবতায় রিয়েকশন ।

কিছু কিছু action এর reaction না থাকাই শ্রেয়।
স্বাভাবিকভাবে reaction থাকবে । কিন্তু reaction কে inactive করতে পারা একটি বিশেষ গুণ।

সময় এবং প্রেক্ষাপট অনুযায়ী এই reaction বর্তমানের তুলনায় দ্ধিগুণ হারে ফিরে পাবেন । তবে তার জন্য ধৈর্য্য কে প্রাধান্য দিয়ে ময়দানে এমন ভাবে কাজ করতে হবে যেন আপনি নয় ময়দান কথা বলে ।

এই ময়দান এমন কাউকে খুঁজে নিবে যে ময়দানকে নিজের মতো করে নয় ,ময়দানের চাহিদানুসারে তাকে সাজাবে।

এখানে আবেগ , বিবেকহীনতা,ইতরামি , অরুচিকর ভাষা , একগুঁয়েমি পরিপূর্ণভাবে পরিহার করতে হবে ।

বরং উদারতা , ভালোবাসা, স্নেহ,মায়া ,আদর -যত্ন, ন্যায় পরায়ণতা , একনিষ্ঠতা সহীত্ জনপদের সাথে স্বীয় মতাদর্শ দিয়ে একাকার হয়ে যেতে হবে ।

ইতরের সাথে ইতরামি করা যাবে না। যাই হোক না কেন এড়িয়ে চলতে হবে । Reaction দেখাতে গেলেই আপনার স্বকীয়তা হারাবেন ।

সময়কে কাজে লাগিয়ে প্রেক্ষাপটকে উপলব্ধি করে জনপদকে মতাদর্শ দিয়ে তৈরি করুন । আপনি নয় জনপদ ই কথা বলবে , ইনশাআল্লাহ।

27/06/2025

আলহামদুলিল্লাহ আমাকে খেতে হয়নি !

19/08/2024

পরীক্ষায় সব ভুলের কথা অনায়াসেই মনে পড়ে যায়।

13/08/2024

মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে। আমার আল্লামা কে জান্নাতুল ফেরদাউস দান করুন।

আজকের চট্টগ্রামে কোর্ট বিল্ডিং এর সামনে আটক হওয়া নূর হোসেন এর পোস্ট ।
31/07/2024

আজকের চট্টগ্রামে কোর্ট বিল্ডিং এর সামনে আটক হওয়া নূর হোসেন এর পোস্ট ।

Address


Telephone

+8801632629996

Website

Alerts

Be the first to know and let us send you an email when asad tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to asad tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share