
17/07/2025
ধর্ষকের মূখে বিজয়ের হাসি, কারণ আজ পর্যন্ত কোন পাহাড়ি নারী-শিশু ধর্ষণের একটা বিচারও হয়নি। এখানে ধর্ষক যদি বাঙালি হয় তাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রীয় শেল্টার দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়।
আর প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ?
ভিক্টিম পাহাড়ি হলে সোজা কথায় বিচার দাবি করা যাবে না, গ্রেপ্তারের দাবি করলেও সেনাবাহিনীর লাঠিচার্জ প্রাপ্য হতে হবে। বিচার বলতে দু'চার পাঁচ দিন জেলে রেখে রাষ্ট্রীয় বাহিনী নিজ দায়িত্বেই বাসায় পৌঁছে দিয়ে আসবে। এ জাতির শিরায় শিরায় অপরাধ প্রবাহিত হচ্ছে, অভিশাপ নেমে আসবে একদিন।