26/09/2025
পাহাড়ি নারী-শিশুদের উপর সকল নিপীড়ন পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও এর মূলে থাকে পাহাড়ি বাঙালি গ্যানজাম লাগানোর ষড়যন্ত্র। ঘটনাগুলো পরপর সাজালে হাজার টা প্রমাণ পাবেন।
(১) আমাদের বোনকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে, আমরা বিচার চাইবো না? গত কয়েক দশকে পাহাড়ি নারীদের উপর যে সহিংসতা হয়েছে ১ টার বিচার আজ অবধি কেন হয়নি? প্রতি ৫০০ টা রেপ কেসের মধ্যে ১ টারও বিচার না হওয়াটা স্বাভাবিক লাগে? তা লাগারই কথা, আজ সমাবেশে একজন সেনা সদস্যকে যখন প্রশ্ন করা হলো আপনারা থাকতে পাহাড়ের ধর্ষণ হয় কেন? হাসিমূখে ওনার উত্তর ছিলো, এটা তো স্বাভাবিক। গতকাল ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার বলেছিলেন এ জেলায় প্রায় ধর্ষণ হয়। হবে না কেন যখন ধর্ষক বিচারের মুখোমুখি হওয়ার বদলে নিরাপদ শেল্টার পায়। লংগদুতে ২০১২ সালের সুজাতা ধর্ষণ ও হত্যার কথা কয়জন জানেন? ২০১১ সালে এক সপ্তম শ্রেণীর ছাত্রী বিশাখা চাকমাকে ধর্ষণের দায়ে জেলে যায় ইব্রাহিম নামক ধর্ষক। মাত্র ৮ মাস জেল খেটে জামিনে বের হয়ে বিশাখা চাকমার মামাতো বোনকে ধর্ষণ ও গলা কেটে খুন করে একই নরপশু। ভিক্টিম সুজাতা চাকমা ছিলো চতুর্থ শ্রেণির ছাত্রী। একই ধর্ষক কিভাবে ২য় বার নৃশংসতা ঘটালো, প্রথমবার যদি বিচার নিশ্চিত করে কমপক্ষে ১০ বছর জেলে রাখা হতো, সে ৮ মাসে থেকে বের হত্যাকান্ড ঘটাতে পারতো?
(২) শুধু সুজাতা বা বিশাখা চাকমা নয়, এমন শত শত ধর্ষণের বিচার একটাও হয়নি যে রাষ্ট্রীয় বাহিনী উদাহরণ দিয়ে বলতে পারবে আমরা অমুক ধর্ষণের বিচার করেছি। প্রতিবারই ভিক্টিম হয় কোন পাহাড়ি নারী বা শিশু আর অপরাধী যথারীতি বাঙালিরাই। প্রশ্ন উঠতে পারে ধর্ষক তো ধর্ষকই, বাঙালি বলা হচ্ছে কেন? আজ অবধি কোন পাহাড়ি নারী ধর্ষণের বিচার চাইতে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা মাঠে নেমেছেন নাকি আন্দোলন কারীদের সাথে সংহতি প্রকাশ করেছেন? আজকের ঘটনাই ধরুন, সেনাবাহিনী যখন আন্দোলনে বাঁধা দিচ্ছিলো তখন বিক্ষোভকারীদের ইটের আঘাতে সেনাবাহিনীর গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সেই ইস্যুকে কেন্দ্র করে আগামীকাল ছাত্রজনতার নামে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই ছাত্রজনতা কোথায় ছিলো যখন ধর্ষিত হয়ে আমাদের বোন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, পাহাড়ে যদি সম্প্রীতিই চান তাহলে আপনাদের উচিত ছিলো না পাহাড়ি বোনের প্রতি অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামা? জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রজনতা সেনাবাহিনীর গাড়িতে হামলা করলো তখন সেটা নিয়ে সচেতন নাগরিকরা রাস্তায় নামেন নি কেন, অন্যায় বলপ্রয়োগ শুধু পাহাড়িদের উপর?
(৩) ইতোমধ্যে বিভিন্ন নিউজে দেখানো হয়েছে সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলা, মানে বিচারের দাবিতে যারা মাঠে নেমেছেন সবাইকে অলরেডি সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে। রাষ্ট্র যখন একপাক্ষিক আচরণ করে তখন প্রতিরোধ কেন হবে না? কাল রাতে প্রতিবাদ সমাবেশ থেকে উক্যনু মারমাকে তুলে নেওয়া হলো কেন? প্রতিবাদকারীকেই যদি ধরে নিয়ে যান, ক্যাম্পে ডাকেন তাহলে আমরা আপনাদের উপর আস্থা রাখি কি করে।