The Chakma Couple

The Chakma Couple পাহাড়ি সংস্কৃতি,খাদ্যাভ্যাস,জীবনধারা ও ঐতিহ্যকে বাংলায় তুলে ধরি।
(6)

বন্দুকের গুলি আর মুখের বুলি একবার ছুটে গেলে নাকি আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মুখের বুলিও ফ...
29/09/2025

বন্দুকের গুলি আর মুখের বুলি একবার ছুটে গেলে নাকি আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মুখের বুলিও ফিরিয়ে আনা যায়। যখন বেফাঁস কথাবার্তা বলে ফেলেন সেটা আপনাদের মূল ইন্টেনশন থাকেনা। আবার উনি নাকি বিব্রত, অথচ বিব্রত হয়েছি আমরা। ধর্ষণ হলো, পাবলিক খুন হলো, বাড়িঘর পুড়লো আপনাদের সেদিকে কোন দৃষ্টিপাত নেই, কিছু একটা হলে লাগাও ইন্ডিয়ার ট্যাগ, আওয়ামী লীগের ট্যাগ। যে ট্যাগ আগে আওয়ামী লীগ লাগাতো, সেটা এখন আপনারা লাগাচ্ছেন, পরিবর্তন আর হলো কই। আপনারা নতুন রাজনৈতিক শক্তি, কোথায় জনগণের আস্থাভাজন হওয়ার চেষ্টা করবেন, দল গঠনের পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন। ধর্ষণের মত অপরাধকে আপনি বলেন ভূয়া, জনগণ আপনার কাছ থাকে কি আশা করতে পারে আর কি পেতে পারে সেটা আগাম ক্লিয়ার করার জন্য ধন্যবাদ।

প্রতিবছর শুধু শোকই পালন করে যাচ্ছে পাহাড়বাসী
28/09/2025

প্রতিবছর শুধু শোকই পালন করে যাচ্ছে পাহাড়বাসী

১৯৭১ নয়, ২০২৫ এর ২৮শে সেপ্টেম্বররক্তাক্ত গুইমারা, ব্রাশফায়ারে একজন স্পট ডেড গুলিবিদ্ধ অনেক। অপরাধ তারা ধর্ষণের বিচার চাই...
28/09/2025

১৯৭১ নয়, ২০২৫ এর ২৮শে সেপ্টেম্বর
রক্তাক্ত গুইমারা, ব্রাশফায়ারে একজন স্পট ডেড গুলিবিদ্ধ অনেক। অপরাধ তারা ধর্ষণের বিচার চাইতে গেছিলো, রাষ্ট্র তোমার মুখে থু থু।

গুইমারা রামসু বাজারে পাহাড়ি দোকানপাট ঘরবাড়ির উপর চলছে অগ্নিসন্ত্রাস। কিছু বাঙালি আবার দাবি করেন পাহাড়িরা নিজেদের ব্যবসা ...
28/09/2025

গুইমারা রামসু বাজারে পাহাড়ি দোকানপাট ঘরবাড়ির উপর চলছে অগ্নিসন্ত্রাস। কিছু বাঙালি আবার দাবি করেন পাহাড়িরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে নিজেরাই কান্নাকাটি করে। পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ তোমাদের মত ধনী অর্থশালী নয় যে আজকে ২ লক্ষ টাকার ক্ষতি আগামীকাল পুষিয়ে নেবে 😔
পাহাড়িরা নাকি আক্রমণ করে কিন্তু রক্তাক্ত আবার তারাই হয়, পাহাড়িরা দোকান ভাংচুর করে কিন্তু দিনশেষে তাদেরই দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। এত জটিল হিসাব মিলাও কেমনে?

মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা...
27/09/2025

মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জুম্ম ছাত্র জনতার শান্তিপূর্ণ অবরোধকে বানচাল করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা হতে পারে। গত বছরও এই সময় ১৪৪ ধারা বলবৎ অবস্থায় পাহাড়িদের দোকানপাট ও বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিলো। আমরা আশা করবো ১৪৪ ধারা সবার জন্য প্রযোজ্য হবে।

26/09/2025

পাহাড়ি নারী-শিশুদের উপর সকল নিপীড়ন পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও এর মূলে থাকে পাহাড়ি বাঙালি গ্যানজাম লাগানোর ষড়যন্ত্র। ঘটনাগুলো পরপর সাজালে হাজার টা প্রমাণ পাবেন।
(১) আমাদের বোনকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে, আমরা বিচার চাইবো না? গত কয়েক দশকে পাহাড়ি নারীদের উপর যে সহিংসতা হয়েছে ১ টার বিচার আজ অবধি কেন হয়নি? প্রতি ৫০০ টা রেপ কেসের মধ্যে ১ টারও বিচার না হওয়াটা স্বাভাবিক লাগে? তা লাগারই কথা, আজ সমাবেশে একজন সেনা সদস্যকে যখন প্রশ্ন করা হলো আপনারা থাকতে পাহাড়ের ধর্ষণ হয় কেন? হাসিমূখে ওনার উত্তর ছিলো, এটা তো স্বাভাবিক। গতকাল ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার বলেছিলেন এ জেলায় প্রায় ধর্ষণ হয়। হবে না কেন যখন ধর্ষক বিচারের মুখোমুখি হওয়ার বদলে নিরাপদ শেল্টার পায়। লংগদুতে ২০১২ সালের সুজাতা ধর্ষণ ও হত্যার কথা কয়জন জানেন? ২০১১ সালে এক সপ্তম শ্রেণীর ছাত্রী বিশাখা চাকমাকে ধর্ষণের দায়ে জেলে যায় ইব্রাহিম নামক ধর্ষক। মাত্র ৮ মাস জেল খেটে জামিনে বের হয়ে বিশাখা চাকমার মামাতো বোনকে ধর্ষণ ও গলা কেটে খুন করে একই নরপশু। ভিক্টিম সুজাতা চাকমা ছিলো চতুর্থ শ্রেণির ছাত্রী। একই ধর্ষক কিভাবে ২য় বার নৃশংসতা ঘটালো, প্রথমবার যদি বিচার নিশ্চিত করে কমপক্ষে ১০ বছর জেলে রাখা হতো, সে ৮ মাসে থেকে বের হত্যাকান্ড ঘটাতে পারতো?
(২) শুধু সুজাতা বা বিশাখা চাকমা নয়, এমন শত শত ধর্ষণের বিচার একটাও হয়নি যে রাষ্ট্রীয় বাহিনী উদাহরণ দিয়ে বলতে পারবে আমরা অমুক ধর্ষণের বিচার করেছি। প্রতিবারই ভিক্টিম হয় কোন পাহাড়ি নারী বা শিশু আর অপরাধী যথারীতি বাঙালিরাই। প্রশ্ন উঠতে পারে ধর্ষক তো ধর্ষকই, বাঙালি বলা হচ্ছে কেন? আজ অবধি কোন পাহাড়ি নারী ধর্ষণের বিচার চাইতে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা মাঠে নেমেছেন নাকি আন্দোলন কারীদের সাথে সংহতি প্রকাশ করেছেন? আজকের ঘটনাই ধরুন, সেনাবাহিনী যখন আন্দোলনে বাঁধা দিচ্ছিলো তখন বিক্ষোভকারীদের ইটের আঘাতে সেনাবাহিনীর গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সেই ইস্যুকে কেন্দ্র করে আগামীকাল ছাত্রজনতার নামে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই ছাত্রজনতা কোথায় ছিলো যখন ধর্ষিত হয়ে আমাদের বোন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, পাহাড়ে যদি সম্প্রীতিই চান তাহলে আপনাদের উচিত ছিলো না পাহাড়ি বোনের প্রতি অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামা? জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রজনতা সেনাবাহিনীর গাড়িতে হামলা করলো তখন সেটা নিয়ে সচেতন নাগরিকরা রাস্তায় নামেন নি কেন, অন্যায় বলপ্রয়োগ শুধু পাহাড়িদের উপর?
(৩) ইতোমধ্যে বিভিন্ন নিউজে দেখানো হয়েছে সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলা, মানে বিচারের দাবিতে যারা মাঠে নেমেছেন সবাইকে অলরেডি সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে। রাষ্ট্র যখন একপাক্ষিক আচরণ করে তখন প্রতিরোধ কেন হবে না? কাল রাতে প্রতিবাদ সমাবেশ থেকে উক্যনু মারমাকে তুলে নেওয়া হলো কেন? প্রতিবাদকারীকেই যদি ধরে নিয়ে যান, ক্যাম্পে ডাকেন তাহলে আমরা আপনাদের উপর আস্থা রাখি কি করে।

পরপর তিনদিন তিনটা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা।ভিক্টিম সবাই পাহাড়ি কিশোরী, অপরাধী রা বাঙালি। গত একবছরে তিন পার্বত্য জেলায় ১...
25/09/2025

পরপর তিনদিন তিনটা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা।
ভিক্টিম সবাই পাহাড়ি কিশোরী, অপরাধী রা বাঙালি। গত একবছরে তিন পার্বত্য জেলায় ১০ জনের অধিক পাহাড়ি নারী দলবদ্ধ ধর্ষণ বা শ্লীলতাহানির শিকার, এ যেন রুটিনমাফিক কাজ, আর সবগুলো অপরাধ স্থানীয় বাঙালিদের দ্বারাই সংঘটিত হয়েছে। ঘটনাগুলো কি শুধুই বিচ্ছিন্ন নাকি পরিকল্পিতভাবে আদিবাসী নারীরাই সিরিয়াল টার্গেট? বিচারহীনতার কারণে বাঙালি দিনদিন ধর্ষণপ্রিয় জাতিতে পরিণত হচ্ছে, আর পাহাড়ি নারীরা যেন সহজ টার্গেট।

আজকে রান্না হয়েছে পেঁপে দিয়ে হাঁসের মাংস 😋😋
25/09/2025

আজকে রান্না হয়েছে পেঁপে দিয়ে হাঁসের মাংস 😋😋

আজকে নানার বাড়িতে রান্না হয়েছে বরবটি সেদ্ধ আর মরিচ ভর্তা 😋
24/09/2025

আজকে নানার বাড়িতে রান্না হয়েছে বরবটি সেদ্ধ আর মরিচ ভর্তা 😋

প্রায় এক বছর পরে নানার সাথে বাজারে যাচ্ছি😊
24/09/2025

প্রায় এক বছর পরে নানার সাথে বাজারে যাচ্ছি😊

বেগুন দিয়ে  কাঁচা হাঙর মাছের তরকারি😋
23/09/2025

বেগুন দিয়ে কাঁচা হাঙর মাছের তরকারি😋

Address

Khagrachaari
Chittagong
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Chakma Couple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share