Hashimukh - Marketing Agency

Hashimukh - Marketing Agency Our goal is to "successfully work on" or "achieve success in" the organic level of analytics and dig

✎ ANALYTICS & INSIGHTS

Conversion Funnel Optimization
ROI Tracking
Behavioral Tracking
Audience Insights
Customer Aquisition Insights
Customer Feedback Acceleration
Insights & Recommendations.

✎PAY-PER-CLICK ADS

Keyword Research & Analysis
Campaign Management
ROAS Tracking
Competitor Ad Tracking
Insights & Recommendations
Remarketing
Attribution Modeling.

✎SEARCH ENGINE OPTIMIZATION

Content M

arketing
Keyword Management
Off-Page Optimization
On-Page Optimization
Site-link Optimizations
Social Optimizations
Insights & Recommendations
Competitor Tracking

✎WEB DEVELOPMENT

Responsive Web Design
User Experience Optimization
Search Engine Optimization
Conversion Optimization
Ecommerce Management
Maintenance.

✎TRACKING & OPTIMIZATIONS

User Experience Optimization
User Tracking
Usability Testing
Sales Funnel Optimization
Conversion Funnel Optimization
ROI Tracking
Insights & Recommendations

products: Sharee
09/02/2022

products: Sharee

ব্রান্ডিং কি? এটা কি শুধু বড় কোম্পানির জন্য?ব্রান্ডিং বলতে আমরা কি বুঝি? একটা ভালো লোগো, ওয়েবসাইট, ব্যানার, বিলবোর্ড, লো...
28/01/2022

ব্রান্ডিং কি? এটা কি শুধু বড় কোম্পানির জন্য?

ব্রান্ডিং বলতে আমরা কি বুঝি? একটা ভালো লোগো, ওয়েবসাইট, ব্যানার, বিলবোর্ড, লোগো সম্বলিত মগ অথবা টি শার্ট?

মোটেই এগুলা ব্রান্ডিং না, এগুলা শুধু মাত্র আপনার কোম্পানিকে ব্র্যান্ড হতে সহযোগিতা করবে মাত্র, যেটাকে বলা হয় ব্র্যান্ড আইডেন্টিটি।

তাহলে ব্র্যান্ডিং এর ব্যাপারটা কেমন

আমার কাছে ব্র্যান্ডিং এর ব্যাপারটা কোন ফিজিক্যাল ব্যাপার মনে হয় না, এটা সম্পূর্ণভাবেই মানুষের মনের ভিতর বসবাস করে, একটা অনুভুতি, একটা বিশ্বাস, বিশ্বাস না বলে আত্মবিশ্বাস বললে আরো ভালোভাবে বুঝা যায়, আমি একটা কোম্পানি থেকে একটা প্রডাক্ট কিনবো অথবা সার্ভিস আর কেনার আগেই আমি জানি, আমার মন বলে, আমি আত্মবিশ্বাসী থাকি যে, যে প্রোডাক্ট অথবা সার্ভিস আমি নিচ্ছি এটা অবশ্যই ভালো হবে।

নাম বলবো না, শুধু উদাহারন হিসেবে বুঝানোর জন্য আমার যখন কম্পিউটারের জন্য কোন কিছু কিনতে প্রয়োজন হয় তখন আমি বেশিরভাগ সময় ই একটা নির্দিষ্ট দোকানে যাই, কারন উপরে উল্লেখ করেছি। এর থেকে যা হয় তাতে আমার মন প্রশান্তি পায় যে আমি যেটা কিনেছি সেটা ভালো হবে, এরা মানুষকে ঠকায় না, এদের কাস্টোমার সার্ভিস ভালো ইত্যাদি। ক্রেতার মনে এরকম একটা ফিলিংস তৈরি হওয়াকেই আমি ব্র্যান্ডিং বলতে চাই। অনেকেই আমার সাথে একমত না ই হতে পারেন তবে আমার এটা ধারনা।

এটা গেলো ক্রেতা হিসেবে আমার মনভাব একটা কোম্পানি সম্পর্কে কি রকম সেটা, এখন ক্রেতা হিসেবে এই যে আমার মনভাবগুলো তৈরি হলো সেটা কিন্তু এমনি এমনিই হয় নাই, তার ফলে সব অবদান ছিলো সেই কোম্পানির, সেই কোম্পানি শুরু থেকেই কাস্টোমারকে ভালো প্রোডাক্ট দিয়েছে, ভালো কাস্টোমার কেয়ার দিয়েছে, ক্রেতার মনে বিশ্বাসের জায়গাটা করে নিয়েছে, সেটাই জরুরি, এখানে আপনাকে কোটি কোটি টাকা দিয়ে ব্রান্ডিং করতে হবে সেটা কিন্তু না, আপনি অনেক অল্প বাজেট দিয়েও আপনার ছোট বিজনেস নিয়ে মানুষের বিশ্বাসেরে জায়গাটা করে নিতে পারবেন।

কিভাবে হতে পারে এই বিশ্বাসের জায়গাগুলো তৈরি? কিছু পয়েন্ট নোট আকারে দিচ্ছি

একদম শুরু থেকেই ভালো প্রডাক্ট অথবা সার্ভিস দেন
হতে পারে তাহলে প্রথম দিকে লাভ একটু কম হবে তবে ভালো প্রডাক্ট দিবেন। তবে প্রোডাক্টের মানের সাথে যেহেতু আবার দামের একটা কানেকশন আছে তাই আপনি ক্রেতার অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে বিভিন্ন মানের প্রোডাক্ট দিতে পারেন, তবে এখানে খেয়াল রাখতে হবে ঠিক জায়গায় ঠিক মানুষ যেন আপনার প্রডাক্ট দেখতে পায়, অথবা আপনি ইচ্ছা করলে কিছু নির্দিষ্ট মানুষের কথা চিন্তা করে প্রোডাক্ট দিতে পারেন, সার্ভিসের খেত্রেও ব্যাপার টা অনেকটা এরকম ই।

কাস্টোমারের লাইফ স্টাইলে সম্পর্কে জানুন
যদি অনলাইনে বিজনেস করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার কাস্টোমারের লাইফস্টাইল সম্পর্কে জানা থাকা লাগবে এবং সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে, সব সময়ই বলে থাকি প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করছেন এগুলার বাইরেও বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করতে আপনাকে, সে জন্য যাদের জন্য কন্টেন্ট তৈরি করছেন তাদের লাইফ স্টাইলে জানা প্রয়োজন।

মার্কেটে আমার দ্বিতীয় বইটি পাওয়া যাচ্ছে "মার্কেটিং ও ব্র্যান্ডিং" সেখানে ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয় সেটার সাথে অন্য মার্কেটপ্লেসে কিভাবে মার্কেটিং করা যায় সেটা জানতে পারবেন, জানতে পারবেন ব্র্যান্ডিং নিয়েও অনেক কিছু। নিতে আগ্রহী হলে ইনবক্স করতে পারেন।

কাস্টমা সার্ভিস অবশ্যই ভালো হতে হবে
কাস্টমার সার্ভিস অবশ্যই ভালো হতে হবে, আমি ধরে নিচ্ছি আপনি ফেসবুকের মাধ্যমে ক্রেতাকে সার্ভিস দিচ্ছেন তাহলে লক্ষ্য রাখতে হবে তাদের কমেন্ট এবং ম্যাসেজের উত্তর যতটা দ্রুত দেয়া যায়, চ্যাটিং করার সময় লেখাতে রবোটিক ভাব আসাটা মোটেও ভালো নয়, মনে করতে হবে আপনি তার সাথে সামনা সামনি কথা বলছেন আন্তরিকতার সাথে।

অনেক কাস্টোমার থাকবে তারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে অসন্তুষ্ট হতেই পারে আর সে জন্য তারা আপনার মেসেঞ্জারে অভিযোগ করে ম্যাসেজ করতেই পারে, এটাকে খারাপ ভাবে না নিয়ে বরং ভালোভাবে নিতে হবে কারন তাদের অভিযোগ থেকেই আপনি নিজেদের ভুলগুলো ঠিক করার সুযোগ পাবেন। কেউ অভিযোগ করলে সেটা যদি আপনাদের কাছে সত্যিও না মনে হয় তাহলে বিনয়ের সাথে তাকে বুঝিয়ে বলুন, কোনভাবেই তাদের সাথে রুক্ষ ব্যবহার করা যাবে না।

রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি রাখুন
অনেকেই রাখছেন এগুলি সেটা আমি জানি তবে এ ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে এগুলার শর্ত আরো সহজ করা যায় কিনা সেটা চিন্তা করুন, মনে রাখবেন কাস্টোমার যত সহজে আপনার সার্ভিসটি পাবে সে তত আপনার উপর নির্ভরশীল হবে।

আলাদা করে কিছু করার চেস্টা করুন
আপনি লাইভ করছেন ঠিক আছে, তবে চেস্টা করুন সেখানে অন্যকিছু করা যায় কিনা, সবাই যেরকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে সেটা না করে নিজের মত অন্যরকম কিছু করা যায় কিনা, অথবা সবাই যেমন ফটোগ্রাফি করছে সেখানে আলাদা ভাবে কিছু করা যায় কিনা, বলতে চাচ্ছি এমন ভাবে আগানোর চেস্টা করুন যেন কাস্টোমার আপনাকে অনেক ভিড়ের মধ্যেও আলাদা করে চিনতে পারে, অনেক দূর থেকেও বুঝতে পারে এটা আপনার কোম্পানি, চিন্তা করুন ১ লক্ষ লাল ছাতার মাঝে যদি ১০-১২ টা হলুদ ছাতা থাকে তাহলে কিন্তু সেগুলা আগে মানুষের চোখে পরবে।

শেষে যেটা বলতে চাই, আমার কাছে একটা কোম্পানিকে ব্র্যান্ড করতে যাওয়াই মানে টাকা আর টাকা না। আপনি লাখ লাখ টাকা খরচ করে যদি ভুল উপায়ে কাজ করেন আপনার কোম্পানি ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে না কিন্তু আপনি যদি সঠিক প্ল্যান করে এগুতে পারেন তাহলে আপনার খরচও কম হবে আবার আপনার বিজনেস মানুষের মনের ভিতর জায়গা তৈরি করে নিবে।

মার্কেটিং এ রেজাল্ট এক দিনে আসে না। ধীরে ধীরে আসে - তাই ধৈর্য্য নিয়ে পরিকল্পনা অনুযায়ী মার্কেটিং করলে ভালো রেজাল্ট আসবেই...
27/01/2022

মার্কেটিং এ রেজাল্ট এক দিনে আসে না।
ধীরে ধীরে আসে - তাই ধৈর্য্য নিয়ে পরিকল্পনা অনুযায়ী মার্কেটিং করলে ভালো রেজাল্ট আসবেই ইনশাল্লাহ।
যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন এবং এখনও আগের মতই নরমাল ভাবে কোন প্লান ছাড়া মার্কেটিং করে থাকেন তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন - আপনার কম্পিটিটর আপনার থেকে এগিয়ে যাবে
হাসিমুখ দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সকল সেবা।

বিস্তারিত জানতে কল করুন : 01307884693
অথবা ইনবক্সে আপনার নাম এবং ফোন নাম্বার লিখুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।

Alhamdulillah!!
26/01/2022

Alhamdulillah!!



ফেইসবুক মার্কেটিং ২ প্রকার -              অরগানিক মার্কেটিং               পেইড মার্কেটিং  অরগানিক মার্কেটিংআপনি যখন আপনা...
17/01/2022

ফেইসবুক মার্কেটিং ২ প্রকার -
অরগানিক মার্কেটিং
পেইড মার্কেটিং
অরগানিক মার্কেটিং
আপনি যখন আপনার টাইম লাইন, ফেইসবুক পেজ বা ফেইসবুক গ্রুপ এ আপনার কোম্পানির বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করা করা বা প্রচার করার উদ্দেশে পোস্ট করলেন, সেখান থেকে অনেক লাইক হলো, কমেন্ট হলো শেয়ার হলো কিন্তু আপনাকে কোনো টাকা খরচ করতে হলোনা এটাই হলো ফেইসবুক ফ্রি মার্কেটিং।
Facebook Marketing করার জন্য আপনি আপনার পণ্য বা ব্যবসায়ের নাম এ বিভিন্ন পেইজ তৈরী করে, গ্রুপ এবং কমিউনিটির মাধ্যমে ফ্রি মার্কেটিং করতে পারেন। আপনার পেইজ এ ফ্যান বেশি থাকলে আপনি খুব সহজেই ফ্রি ফেইসবুক মার্কেটিং করতে পারবেন। ফ্রি Facebook Marketing ছোট কোম্পানির জন্য অনেক সুবিধাজনক ।
পেইড মার্কেটিং
টাকার বিনিময়ে ফেইসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেইসবুক পেইড মার্কেটিং বা ফেইসবুক বুষ্ট বলা হয়। ফেইসবুক পেইড মার্কেটিং করার জন্য ফেইসবুক এ কিছু টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে এবং বিজ্ঞাপন টি বিভিন্ন পণ্যের স্পন্সরড পোস্ট হিসেবে নিউজফিডে দেখায় এবং এর ডান পাশে বিভিন্ন পণ্য বা অফারের ছবি দেখাবে। ফেইসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই আপনার একটি ফেইসবুক পেইজ থাকতে হবে। কেননা শুধু ফেইসবুক প্রোফাইল এর মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া যায়না। সেজন্য আপনাকে প্রথমে একটি বিজনেস পেইজ খুলে নিতে হবে তারপর সেই পেইজ এ আপনার প্রোডাক্ট বা সেবার বিস্তারিত বিবরন দিয়ে বিজ্ঞাপন প্রচার করতে হবে।
পেইড ফেইসবুক মার্কেটিং অত্যন্ত ফলপ্রসু মার্কেটিং। যার মাধ্যমে সহজে কাঙ্খিত কাস্টমারের পৌঁছানো সম্ভব হয়। কারণ আপনি এখানে কার কাছে পণ্য পৌঁছাতে চাচ্ছেন তা নির্দিস্ট করে দিতে পারবেন। পুরুষ, মহিলা, বয়স এবং স্থান সবকিছু আপনি নিজের ইচ্ছা মতো টার্গেট অনুযায়ী দিতে পারবেন।
ফেসবুক পেইড মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে ফেইসবুক অ্যাড ম্যানেজার সম্পর্কে আপনাকে খুব ভালো একটা ধারণা রাখতে হবে।
কেননা ফেইসবুক এড ম্যানেজার থেকেই আপনি আপনার অ্যাড টি কে অনেক বেশি টার্গেট করে রান করতে পারবেন তাহলে আপনার ROI ঠিক থাকবে।

( চলবে )

ফেইসবুক পেজে ব্যাবসা 🥳 ফেইসবুক + ওয়েবসাইট ব্যাবসা  🥳🥳🥳🥳🥳🥳
13/01/2022

ফেইসবুক পেজে ব্যাবসা 🥳
ফেইসবুক + ওয়েবসাইট ব্যাবসা 🥳🥳🥳🥳🥳🥳

Marketing level👌💯
13/01/2022

Marketing level👌💯

ফেইসবুক মার্কেটিং কেন করবেন~কেন ফেইসবুক মার্কেটিং করবেন এর উত্তর কিছুটা শুরুর দিকে আছে, তবুও কিছু স্পেশাল কারণে আপনার ফে...
13/01/2022

ফেইসবুক মার্কেটিং কেন করবেন~
কেন ফেইসবুক মার্কেটিং করবেন এর উত্তর কিছুটা শুরুর দিকে আছে, তবুও কিছু স্পেশাল কারণে আপনার ফেইসবুক মার্কেটিং করা উচিৎ। আসুন জেনে নেই কি কি কারণে ফেইসবুক মার্কেটিং কেন করা উচিৎ~
১. স্বাভাবিকভাবে অধিক সংখ্যক মানুষ যেখানে ঘুরাঘুরি করে সেখানে মার্কেটিং বা পণ্য প্রচার করলে বেশি মুনাফা পাওয়া যায়।
( পৃথিবীজুড়ে বর্তমানে ফেইসবুকের ভিজিটর সংখ্যা প্রায় ২.৯ বিলিয়ন অর্থাৎ ২৯০ কোটি। চিন্তা করা যায়? )
বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪,৮০০০০০০ জন (অর্থাৎ ৪ কোটি ৮০ লক্ষ )। একবার ভাবুন, কেন আপনি ফেইসবুক মার্কেটিং করবেন?
২. ফেইসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি চাইলে যে কোন দেশ, শহর, লোকাল এরিয়াকে টার্গেট করে নির্ভুলভাবে আপনার পণ্যের প্রচার প্রচারণা চালাতে পারবেন।
৩. বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৮০ লক্ষ জন। যদি প্রতিজনের কাছে গিয়ে প্রচারণা চালানো যায় তবে অনেক সময়ের ব্যপার হতে পারে তা কল্পনার বাইরে তাছাড়া কতো টাকা খরচ হতে পারে একটু চিন্তা করে দেখেন? তাই তার সময়ে অল্প টাকায় প্রচারণা করা যেতে পারে ফেইসবুক মার্কেটিং এর মাধ্যমে।
৪. অনলাইন ব্র্যান্ড প্রতিষ্ঠা করার জন্য ফেইসবুক মার্কেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
৫. ফেইসবুক মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই এবং খুব কম সময়ে পেতে পারেন অধিক সংখ্যক গ্রাহক।
( চলবে )

শুধু বুস্টিং নয়, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পণ্য বা সার্ভিস পৌঁছে দিতে অ্যাডভান্সড সেলস ফানেল ও ড্যাটা ট্র্যাকি...
08/01/2022

শুধু বুস্টিং নয়, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পণ্য বা সার্ভিস পৌঁছে দিতে অ্যাডভান্সড সেলস ফানেল ও ড্যাটা ট্র্যাকিং এর মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করবে হাসিমুখ মার্কেটিং এজেন্সির দক্ষ মিডিয়া বায়িং টিম।
আমরা আপনার প্রোডাক্ট অনুযায়ী সঠিক অডিয়েন্স, লোকেশন, প্লেসমেন্ট, বয়স এবং ডিটেইল টার্গেটিং (Interest, Demography & Behavior) নির্বাচন করে বুস্টের ফলাফল আনতে অন্যতম সহায়তা করবো।

⚠️ একটি কোম্পনীর পরিপূর্ণ মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন
যোগাযোগঃ
👇
☎️ 01307884693
📩 [email protected]
HASHIMUKH MARKETING AGENCY - WE GROW YOUR BUSINESS DIGITALLY 🤟

-matketing -digital

🚷থামুন ....নতুন বছর ২০২২ উপলক্ষে পাচ্ছেন ২২% ছাড় , চলুন জেনে নেই কিসের উপরে থাকছে ছাড়। ♻️ফেইসবুক পেইজ সঠিকভাবে সাজানো  ক...
06/01/2022

🚷থামুন ....
নতুন বছর ২০২২ উপলক্ষে পাচ্ছেন ২২% ছাড় , চলুন জেনে নেই কিসের উপরে থাকছে ছাড়।
♻️ফেইসবুক পেইজ সঠিকভাবে সাজানো কেন এত গুরুত্বপূর্ণ?
✅একটা কথা আছে " আগে দর্শনদারি পরে গুন বিচারি "
অনলাইন বিজনেস এর জন্য ফেইসবুক পেইজ মুলত একটি ভার্চুয়াল দোকান। ডেকোরেশন ছাড়া দোকানের পন্য বিক্রি যেমন বৃদ্ধি পায়না, তেমনি সাজানো পেইজ না থাকলে কাঙ্খিত ক্রেতা পাওয়া যায় না।
✅একটি আকর্ষনীয় পেইজ ব্রান্ডের মান ও সেল বাড়াতে পারে।
✅একটি প্রফেশনাল পেইজ ক্রেতাদের আকৃষ্ট করে খুব সহজে ।
✅যথাযথ নিয়মে সাজানো পেইজ ফেইসবুক এর বিভিন্ন রেস্ট্রিকশন থেকে নিরাপদ রাখে এবং সার্চ রেজাল্ট এ এগিয়ে রাখে।
✅নিম্নে থাকছে আপনার পেইজের জন্য সঠিক গাইডলাইন।যেগুলো মেনে চললে আপনার পেইজটি ধারন করবে একটি প্রফেশনাল লুক। চলুন তবে এক নজরে দেখে নেই কি কি থাকছে-
১. প্রোফাইল পিকচার/লগো ।
২. কভার ফটো ।
৩. স্টোরি কভার ফটো ।
৪. স্টোরি কন্টেন্ট ।
৫. পেজ টেমপ্লেট মডিফিকেশন ।
৬. পেজ ট্যাব রি এরেঞ্জমেন্ট ।
৭. পেজ এর এবাউট সেকশন এর সকল তথ্য পূরন ।
৮. সার্ভিস ট্যাব সকল তথ্য পূরন ।
৯. শপ ট্যাব সকল তথ্য পূরন ।
৯. ফুল পেজে অটো মেসেজ পদ্ধতি ।
১০. ইনস্টাগ্রাম একাউন্ট পেজের সাথে যুক্ত করা ।
১১. হোয়াসআপ একাউন্ট করা।
১২. কল টু একশন বাটন যুক্ত কর ।
সহ চমৎকার গ্রাফিক্স এর খেলা 🙂
ইত্যাদি :
⚠️এই বারটি ধাপে সাথে আরও কি ধাপ আছে, আপনার পেইজটিকে সাজাতে পারলেই তবে আপনার পেইজটি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।
যে কোন তথ্য অথবা ফেসবুক বিজ্ঞাপন সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
যোগাযোগঃ
👇
☎️ 01307884693
📩 [email protected]
Hashimukh Marketing Agency- WE GROW YOUR BUSINESS DIGITALLY 🤟




Tokyo 日本 New year 2022 🎆🎇🎉HAPPY NEW YEAR.📸 Tatsuto Shibata
31/12/2021

Tokyo 日本 New year 2022 🎆🎇🎉

HAPPY NEW YEAR.

📸 Tatsuto Shibata

𝐖𝐞 𝗣𝗿𝗼𝘃𝗶𝗱𝗲 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 𝘄𝗶𝘁𝗵 𝗽𝗿𝗼𝗽𝗲𝗿 𝗯𝗿𝗮𝗻𝗱𝗶𝗻𝗴 𝘀𝘁𝗿𝗮𝘁𝗲𝗴𝘆 !!! Photos are the most engaging content on the Web, with v...
30/12/2021

𝐖𝐞 𝗣𝗿𝗼𝘃𝗶𝗱𝗲 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 𝘄𝗶𝘁𝗵 𝗽𝗿𝗼𝗽𝗲𝗿 𝗯𝗿𝗮𝗻𝗱𝗶𝗻𝗴 𝘀𝘁𝗿𝗮𝘁𝗲𝗴𝘆 !!!

Photos are the most engaging content on the Web, with visual posts producing 650% higher engagement than text-only posts. It follows that Instagram is a great platform to engage your fans and keep them coming back for more.

Instagram actually has the highest average engagement rate of all the main social channels. In fact, it even has a higher brand engagement rate, which shows the audience on Instagram is more open to branded content than they are on other platforms.
Feel Free to Contact Us. We are providing any kind of Digital Marketing, Website & Software Solution.

So what are you waiting for? Take your business to the next level by the immense potential of social media marketing.

𝐖𝐞 𝐰𝐢𝐥𝐥 𝐭𝐫𝐞𝐚𝐭 𝐲𝐨𝐮 𝐚𝐬 𝐚 𝐛𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐩𝐚𝐫𝐭𝐧𝐞𝐫, 𝐧𝐨𝐭 𝐚 𝐜𝐥𝐢𝐞𝐧𝐭.
Contact us:

Mail: [email protected]

~ Hashimukh (Digital Marketing Section)

রবীন্দ্রনাথ যদি আজ বেঁচে থাকতেন, তাহলে এখন তাঁর একটি ভেরিফাইড পেজ থাকতো। প্রতিদিনই হয়তো তিনি তাঁর স্ট্যাটাস আপডেট করতেন...
30/12/2021

রবীন্দ্রনাথ যদি আজ বেঁচে থাকতেন, তাহলে এখন তাঁর একটি ভেরিফাইড পেজ থাকতো। প্রতিদিনই হয়তো তিনি তাঁর স্ট্যাটাস আপডেট করতেন। আমরা সেখানে বসন্তের দিনে বাসন্তি কবিতা পেতাম আর বৃষ্টির দিনে পেতাম বৃষ্টির কবিতা।

আর পেজটা যদি আমাদের টিম মেম্বারদের হাতে থাকতো, তাহলে বাকি সব বাদ দিয়ে ঠাশ করে বুস্টিং করে দিতাম!
তাই না?

জ্বী না! এমনটা ভুলেও করতাম না।

আগে রবীন্দ্রনাথের টার্গেটেড অডিয়েন্স কারা? তাদের লোকেশন, তাদের বিহ্যাবিওর, তাদের ইন্টারেস্টের বিষয়বস্তু ইত্যাদি বের করতাম।
এরপর একটি সুন্দর স্ট্যাটিক ইমেজ। তারপর করতাম প্রমোশন।
আর এ্যাড বিডিং-এর কথা মাথায় রেখে ফিক্সড করতাম তার বাজেট।

এটাই হলো প্রফেশনাল পদ্ধতি।
আর বিচক্ষণ ব্যাক্তিরা সবসময় প্রফেশনালদেরই পছন্দ করেন।
এহেম! এহেম!!

কেনো জানেন?
কারণ, এটাই নিয়ম, এটাই আদর্শ!

দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানই এখন ফেসবুক-প্রমোশনের পিছনে খরচ করছে।
যার ফলে এখানেও সৃষ্টি হয়েছে প্রতিযোগিতা।

যেমন ধরুন, আপনি আপনার একটি এ্যাডের জন্য ৫ ডলার বুস্টিং করলেন, আর আমি করলাম ১০ ডলার।
তখন, ফেসবুক তার ব্যবহারকারীদের মাঝে কোন এ্যাডটি আগে দেখাবে?
আপনিই বলুন? অবশ্যই ১০ ডলারের এ্যাডটি।

বাজেট যদি না বাড়ান, পেজের রিচ কমতে থাকবে।
আর রিচ কমা মানেই হলো আপনার পেজের এংগেজমেন্ট কমা।
তখন আপনাকে লসের মুখ দেখতে হবে।

এই যে আপনি এখন জেনে গেলেন! এবার সিদ্ধান্ত নিন এবং শুরু করুন।

ফেসবুক পেমেন্ট এর জন্য আমরা ব্যবহার করছি 'অথরাইজড ডলার' (অফিসিয়াল ও প্রদত্ত ভ্যাট যোগে)

অফিসঃ কিউম্যাক্স হেলথ কেয়ার, সেকেন্ড ফ্লোর, ৩০৪, নয়াবাজার বিশ্বরোড, হালিশহর, চট্টগ্রাম
হটলাইনঃ +8801815633221, 01307884693

Types of Instagram ads:There are many different types of advertising formats on Instagram, including:Image adsStories ad...
30/12/2021

Types of Instagram ads:
There are many different types of advertising formats on Instagram, including:
Image ads
Stories ads
Video ads
Carousel ads
Collection ads
Explore ads
IGTV ads
Shopping ads
Reels ads
The wide range means that you can choose the best ad type that matches your specific business goal. Each ad format has its own selection of call-to-action options, which are listed below.

30/12/2021

➤যাত্রা শুরুর আগে ইন্সটাগ্রাম এর নাম ছিলো Codename! কিন্তু প্রকাশ এর সময় এর নাম ইন্সটাগ্রাম।
➤instant camera ও telegram এই দুই মিলে হয় Instagram !
➤ Instagram এর প্রথম ছবি আপলোড করে এর কো ফাউন্ডার, ১০ জুলায় ২০১০
➤ Instagram এ সবচেয়ে বেশি যে খাবারের ছবি দেওয়া হয়েছে সেটা হলো Pizza.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hashimukh - Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hashimukh - Marketing Agency:

Share