TAREQ VLOG

TAREQ VLOG আসসালামু আলাইকুম
নবীর প্রেমই ঈমানের মূল!
নবীর প্রেম ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না...

সুন্নিয়ত প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকুন।ধন্যবাদ

24/06/2025

বন্ধুর বাসায় নাতে রাসুলের সমাহার

৯ই জিলহজ (শুক্রবার) থেকে ১৩ই জিলহজ (মঙ্গলবার) আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব। নিচে বি...
05/06/2025

৯ই জিলহজ (শুক্রবার) থেকে ১৩ই জিলহজ (মঙ্গলবার) আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন—
وَٱذۡكُرُوا۟ ٱللَّهَ فِیۤ أَیَّامࣲ مَّعۡدُودَ ٰ⁠تࣲۚ
‘‘এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর যিকর কোরো।’’ [সুরা বাকারা, আয়াত: ২০৩]
প্রখ্যাত সাহাবি আলি (রা.) আরাফার দিন (৯ই জিলহজ) ফজরের নামাজ থেকে তাকবির দিতেন এবং আইয়ামুত তাশরিকের শেষ দিন (জিলহজের ১৩ তারিখ) আসরের নামাজ পর্যন্ত তাকবির দিতেন। [ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান, আল আসার: ২০৮; বর্ণনাটির সনদ সহিহ]
এছাড়া ইবনু উমার (রা.), ইবনু আব্বাস (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকেও বর্ণিত হয়েছে যে, তাঁরা উচ্চস্বরে তাকবির দিতেন। এমনকি বাজারে যেতেও তাকবির পাঠ করতেন।
একটি সুন্নাহসম্মত তাকবির:
اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد
আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার; লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার, আল্লা-হু আকবার; ওয়া লিল্লা-হিল ‘হামদ।
(অর্থ : আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহই সবচেয়ে বড়; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।)
এটি ফকিহ সাহাবি আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত। [ইমাম দারা কুতনি, আস-সুনান: ১৭৫৬; শায়খ আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; বর্ণনাটির সনদ সহিহ]
আরেকটি সহিহ সনদের সহজ তাকবির : (এটি পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে)
প্রখ্যাত সাহাবি সালমান আল ফারসি (রা.) বলেন, ‘তোমরা তাকবির দাও (এভাবে)—
اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ كَبٍيْرًا
আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার কাবি-রা
(আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ সবচেয়ে বড়; তিনিই মহান)।’
[ইমাম বাইহাকি, ফাদ্বাইলুল আওক্বাত: ২২৭; ইমাম ইবনু হাজার, ফাতহুল বারি: ২/৪৬২; বর্ণনাটির সনদ সহিহ]
এছাড়াও আরও মাসনুন তাকবির বর্ণিত হয়েছে। তবে, এ দুটোই উত্তম ও প্রসিদ্ধ।
জিলহজের ৯ তারিখ (শুক্রবার) ফজর থেকে শুরু করে ১৩ তারিখ (মঙ্গলবার) আসর পর্যন্ত (মোট ২৩ ওয়াক্ত) প্রত্যেক ফরজ নামাজের পরপর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ—প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত যেকোনো একটি তাকবির) পাঠ করা ওয়াজিব। পুরুষদের উচ্চ আওয়াজে বলতে হবে এবং নারীরা নিচু আওয়াজে (শুধু নিজে শুনতে পেলেই হবে)। [ইমাম ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইমাম ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইমাম শামি, রাদ্দুল মুহতার: ৩/৬১; আল্লামা উসমানি, ইলাউস সুনান: ৮/১৫৬]
◉ প্রত্যেক ফরজ নামাজের সালামের পরপর কোনো কথাবার্তা বলা বা নামাজ পরিপন্থী কোনো কাজ করার আগেই তাকবিরে তাশরিক অন্তত একবার পড়তে হবে।
◉ শুধু পাঁচ ওয়াক্ত ফরজের পর পড়তে হবে। বিতরের কিংবা অন্য কোনো সুন্নাত বা নফলের পরে পড়ার প্রয়োজন নেই। তবে, কোনো কোনো পূর্বসূরি নফল নামাজ শেষেও পড়তেন। তাই, কেউ চাইলে পড়তে পারেন।
◉ তাকবিরে তাশরিক পড়তে ভুলে গেলে খুব বেশি দেরি না হলে স্মরণ হওয়া মাত্র পড়ে নিতে হবে। আর, একদম মিস হয়ে গেলে বা নামাজের পর বেশি দেরি হয়ে গেলে ইস্তিগফার করবেন।
◉ ঈদের দিনে ঈদগাহে যেতে এটি পড়া উত্তম।
◉ পিরিয়ডে থাকা নারীদের জন্য এই তাকবির পাঠ করা জরুরি নয়। কারণ এটি ফরজ নামাজের পর পাঠ করতে হয়। তবে, তাঁরা যেকোনো সময় এটি পড়তে পারেন, পড়লে নেকি পাবেন।

25/05/2025

🎙️ছোট বাচ্চা মধুর কন্ঠে মাইজভান্ডারী কালাম পড়ে।
🥀🥀আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের খনি.
#মাইজভাণ্ডার_দরবার_শরীফ
#মাইজভাণ্ডারী_কালাম

22/05/2025

খুঁজে পেতে সাহায্য করুন

 #ফিআমানিল্লাহ পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হলেন ! অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবায়ের হুজুর
16/05/2025

#ফিআমানিল্লাহ
পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হলেন ! অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবায়ের হুজুর

আল্লাহর অলীদের ক্ষমতা 🥰🥰গতকাল রাউজান গহিরার আব্দুর রহিম মুন্সির বাড়িতে এক ভয়াবহ অগ্নি কান্ড ঘঠে,এতে বেশ কয়েকটি বসতবাড়ি ...
12/05/2025

আল্লাহর অলীদের ক্ষমতা 🥰🥰
গতকাল রাউজান গহিরার আব্দুর রহিম মুন্সির বাড়িতে এক ভয়াবহ অগ্নি কান্ড ঘঠে,এতে বেশ কয়েকটি বসতবাড়ি জ্বলে ছাই হয়ে গেলো।পরিস্থিতি এমন যে গায়ের কাপড টা ছাড়া একটা চামচ ও বের করতে পারে নাই।কিন্তু হুজুর গাউছুল আজম মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের কিছুই হইনি।অক্ষত অবস্থায় রয়ে গেল।সুবহানাল্লাহ

আগামীকাল শাহেনশাহে সিরিকোট (রাঃ) এর ওরস উদযাপন হবে ইনশাআল্লাহ আগামীকাল রাত ৯টায় চট্টগ্রাম জামেয়ার সুন্নিয়া মাদ্রাসা ময়দা...
09/05/2025

আগামীকাল শাহেনশাহে সিরিকোট (রাঃ) এর ওরস উদযাপন হবে ইনশাআল্লাহ
আগামীকাল রাত ৯টায় চট্টগ্রাম জামেয়ার সুন্নিয়া মাদ্রাসা ময়দানে ভিডিও কনফারেন্সে আসবেন..
হুজুর কেবলা।

জামেয়া মেরে জান হ্যাঁয় 💚জামেয়া মেরে ঈমান হ্যাঁয় 💚 জামেয়া মেরে দো জাহান হ্যাঁয় 💚 "ওলী গড়ার কারখানা বেলায়তের হেডকো...
07/05/2025

জামেয়া মেরে জান হ্যাঁয় 💚
জামেয়া মেরে ঈমান হ্যাঁয় 💚
জামেয়া মেরে দো জাহান হ্যাঁয় 💚
"ওলী গড়ার কারখানা বেলায়তের হেডকোয়ার্টার পবিত্র মাইজভান্ডার দরবার শরীফ" 💚

⚔️সাবধান এগুলো নিয়ে লাগতে যাইছ না⚔️

#জামেয়া_আহমদিয়া_সুন্নিয়া_কামিল_মাদ্রাসা
#মাইজভাণ্ডার

জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (র.) এজন্যই বলেছেন, "নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলাম মানে ইসলাম নয়।" তা...
06/05/2025

জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (র.) এজন্যই বলেছেন, "নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলাম মানে ইসলাম নয়।" তা বারবার প্রমাণিত
মি'থ্যাবাদীর উপর আল্লাহর লানত।
মাইজভান্ডার, আমির ভান্ডার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নিয়ে মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 😡😡

GearUP Air Cooler Fan With Mist Flow – White ColorGearUP Air Cooler Fan With Mist FlowProduct parameters:1. Rated voltag...
06/07/2024

GearUP Air Cooler Fan With Mist Flow – White Color

GearUP Air Cooler Fan With Mist Flow
Product parameters:
1. Rated voltage: 5V
2. Rated current: 2A
3. Output power: 10W
4. Charging interface: TYPE – C
5. Water tank capacity: 600ML
6. Atomization amount: 45ml/H~225ml/H
7. Gear: Three speed settings
8. 21x9x26 cm (10.3*8.3*3.5 in)
9. USB cable length: 1200mm

Product features:
1. Colorful mode
2. Three wind speed options
3. Spray fan
4. Fan increases water and ice water to accelerate cooling speed
5. Quick cooling
6. 240 ° wide angle adjustment air outlet
7. Adjustable angle up and down
8. Spray: five spray ports
9. Can increase aromatherapy

আসসালামু আলাইকুম আমার মনে হই কেয়ামতের আলামতের নমুনা গুলোর মধ্যে এইটা একটা আলামত।হে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান ...
22/04/2024

আসসালামু আলাইকুম আমার মনে হই কেয়ামতের আলামতের নমুনা গুলোর মধ্যে এইটা একটা আলামত।হে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন। আমিন

Everyone

18/04/2024

মনের ইচ্ছা পূরণ করার তীব্র ইচ্ছা নিয়ে পোস্টটি করছি। একবার করে পড়ে দিবেন।

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম

পড়া শেষে আমিন লিখার অনুরোধ রইলো। আল্লাহ যেন আমার মনের ইচ্ছা পূরণ করে 🥰।যে আশা করেছি সেটা পূরণ হই ইনশাআল্লাহ।আগামী ১৮/০৪/২০২৪ইংরেজি যে কাজ হবে আমার সেটা যেন সহি সালামতে কামিয়াব হই ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ নামাজের মোনাজাতেও স্মরণ রাখবেন। দোয়া করি আমার মত যারা আছে সবার আশা পূরণ হোক। আমিন

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAREQ VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share