TAREQ VLOG

TAREQ VLOG জন্ম-মরণ,সৃজন-পালন
ভাণ্ডারীর হুকুমে হয়
ভাণ্ডারেতে ভাণ্ডারীর উদয়
মরণের আর নাইরে ভয়

আবারও প্রমান হলো মদিনা শরীফ যেতে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন মদিনা ওয়ালার প্রতি প্রেম ও মহব্বত। প্রতিযোগীতা থেকে বাদ পড়...
31/10/2025

আবারও প্রমান হলো মদিনা শরীফ যেতে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন মদিনা ওয়ালার প্রতি প্রেম ও মহব্বত। প্রতিযোগীতা থেকে বাদ পড়ে কান্নায় ভেংগে পড়েছিলেন আমাদের এই প্রতিযোগী মুহাম্মাদ ইকবাল হোসাইন, আজ তিনি পিএইচপি সত্যের সন্ধানের ২৬তম মুসাফির হিসেবে রওনা হচ্ছেন পবিত্র কাবার পানে।

একজন দর্শক উনার এই সফরের যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমাদের কাছে অনুরোধ করেছেন উনার নাম যেন প্রচার করা না হয়। আল্লাহ ইকবাল হোসাইনের পবিত্র উমরাহ ও যিয়ারত কবুল করুক এবং নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই ভাইয়ের এই খেদমত কবুক করুক।

📌বিস্তারিত কমেন্টে

দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সফল হোক।অত্র অধিবেশনে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য
29/10/2025

দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সফল হোক।অত্র অধিবেশনে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য

আমি এসেছি এ ত্বরিকায় এটা আমার নীতিগত জায়গা থেকে। আদর্শগত জায়গা থেকে আমি খাদেম আর আমি রক্তগত জায়াগা থেকে যিনি এ ত্বরিকার ...
27/10/2025

আমি এসেছি এ ত্বরিকায় এটা আমার নীতিগত জায়গা থেকে।
আদর্শগত জায়গা থেকে আমি খাদেম আর আমি রক্তগত জায়াগা থেকে যিনি এ ত্বরিকার ফাউন্ডার সেই ফাউন্ডারের আমি হচ্ছি ডিসেন্ডেন্ট অধস্তন পুরুষ।
আমার পিতা উনাকে আল্লাহ রাব্বুল আলামীন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী নামে পরিচয় করে দিয়েছেন।
শাহানশাহ অর্থাৎ শাহ্ গণের শাহ।
অর্থাৎ আল্লাহর যারা পেয়ারা বান্দা তাদেরকে আমরা শাহ্ বলি।
অর্থাৎ তাদের মধ্যে যিনি সর্বোচ্চ পদাধিকারী, আধ্যাত্মিক পদাধিকারী ব্যক্তিত্ব ওনাকে শাহানশাহ বলে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামীন উনাকে মশহুর করেছেন।

কালাম এ আওলাদে রাসূল (ﷺ),রাহবারে আলম,জিল্লে বারী গাউসুল আযম, সানিয়ে অসিয়ে গাউসুল আযম , আউলিয়া জগতের রোল মডেল, মুজাদ্দিদে জামান রাহবারে আলম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) প্রকাশ মওলা হুজুর মাইজভান্ডারী বাবাজান কেবলা কাবা,,

হযরত সাইয়্যেদ আবু শাহমা সালেহ লাহোরী (রা:)'র সুযোগ্য খলিফা।গাউসুল আযম মাইজভাণ্ডারী (রা:) ও আশেকে ইলাহি,হযরত শাহ আবদুন্নব...
26/10/2025

হযরত সাইয়্যেদ আবু শাহমা সালেহ লাহোরী (রা:)'র সুযোগ্য খলিফা।
গাউসুল আযম মাইজভাণ্ডারী (রা:) ও আশেকে ইলাহি,
হযরত শাহ আবদুন্নবী (রা:)'র পীর ভাই
"হযরত মাওলানা সৈয়দ রহিম উল্লাহ (রা:)'র রওজা মোবারক।

উনার রওজা শরীফ, মাইজভাণ্ডার দরবার শরীফ প্রবেশের পথেই,
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (র.)'র মাজারের পরে ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (র.)'র মাজারের আগে অর্থাৎ রোডের মধ্যস্থানে হাতের ডান পাশে।

যাদের মাইজভাণ্ডার দরবার শরীফ জেয়ারতের নসীব হলে,
সুযোগ হলে উনার রওজা শরীফও জিয়ারত করার তৌফিক নসীব হতে পারে!

বি:দ্র: তিনি গাউসে ভান্ডারীর সম্মানার্থে মাজার নির্মাণ করতে নিষেধ করেছিলেন।
তাই উনার রওজা পাক অতি সাধারণভাবে রাখা হয়েছে।


#প্রচারে_প্রসার

একটি বিশেষ ঘোষণা,,,তারিখঃ আগামী ২৮ অক্টোবর, রোজ মঙ্গলবার ২০২৫.ইঃ  কুমিল্লার জমিনে তশরিফ আনবেন আওলাদে রাসুল, নায়েবে সাজ্জ...
26/10/2025

একটি বিশেষ ঘোষণা,,,
তারিখঃ আগামী ২৮ অক্টোবর, রোজ মঙ্গলবার ২০২৫.ইঃ কুমিল্লার জমিনে তশরিফ আনবেন
আওলাদে রাসুল, নায়েবে সাজ্জাদানশীন ,হযরত সৈয়দ আহমদ হোসাইন মোহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারী ( মাঃজিঃ আঃ) মুর্শিদ কেবলা।

゚ ゚viralシviralシfypシ゚viralシalシ

পীরের প্রতি আদব!একদা পীর কুতুবুদ্দীন হায়দারের এক মুরীদ  হযরত শাহাব উদ্দীন সরওয়ারদী ( রঃ) এর দরবারে এসে তার পীর কুতুবুদ্দ...
23/10/2025

পীরের প্রতি আদব!

একদা পীর কুতুবুদ্দীন হায়দারের এক মুরীদ হযরত শাহাব উদ্দীন সরওয়ারদী ( রঃ) এর দরবারে এসে তার পীর কুতুবুদ্দীন হায়দারের দরবারের দিকে মুখ করে বললেন,-
يا قطب الدين حيدر شيا لله
অর্থঃ "হে কুতুবুদ্দীন হায়দার! আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করুন। "
হযরত শেখ শাহাব উদ্দীন সরওয়ার্দী ইহা শুনে তাঁর খাদেম কে বললেন, "আগন্তুককে তাড়াতাড়ি আহার করায়ে দাও। "
খাদেম তাঁকে আহার করার পর লোকটি আবার তাঁর পীরের দরবারের দিকে ফিরে পীরের শোকরিয়া আদায় করলেন।
ইহা দেখে হযরত শাহাব উদ্দীন সোহরাওয়ার্দীর খাদেম তাঁর পীরকে বললেন, "হুজুর! এই আগন্তুকের মত অকৃতজ্ঞ লোক আমি আর দেখিনি।
তাকে খানা খাওয়াইলাম আমার পীরের, আর সে শোকরিয়া করতেছে তার পীরের।
তখন হযরত শাহাব উদ্দীন সোহরাওয়ার্দী তাঁর খাদেমকে বললেন,
"লোকটি ছিল ফেরেশতা,তোমাদেরকে শিক্ষা দেয়ার জন্যে এসেছিল। "
অতএব, কোন মুরীদ যদি কারো কাছ থেকে বা কোন উপায়ে কোন নেয়ামত প্রাপ্ত হয়,
তখন তাকে মনে করতে হবে এটা তার পীর সাহেব কেবলার উছিলায় প্রাপ্ত হয়েছে।
এ জন্যে পীরের শোকরিয়া আদায় করতে হবে। এরই নাম ---"পীরের প্রতি আদব।"

#প্রচারে_প্রসার

শাহানশাহ বাবার অন্তিমকালে মাওলা হুজুরের আর্জি─────পিতার অন্তিম অবস্থা টের পেয়ে ১৯ বছর বয়সী একমাত্র শাহজাদা সৈয়দ মোহাম্মদ...
16/10/2025

শাহানশাহ বাবার অন্তিমকালে মাওলা হুজুরের আর্জি─────

পিতার অন্তিম অবস্থা টের পেয়ে ১৯ বছর বয়সী একমাত্র শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাসান (প্রকাশ মওলা হুজুর মাইজভান্ডারী) পিতার কাছে আর্জি করেছিলেন—“আমার প্রয়োজনে হলেও আরও কিছুকাল দুনিয়াতে অবস্থান করুন”

এর উত্তরে শাহানশাহ বাবা উপরের দিকে অঙ্গুলি ইঙ্গিত করেন— অর্থাৎ, “আপনার জন্য মহামহিম আল্লাহ আছেন।”

এর আগেই ভক্তকুলের মাঝে মাওলা হুজুরকে পরিচয় করিয়ে দিয়েছেন শাহানশাহ বাবা নিজেই। বলেছেন— “আমার হাসান মিয়া আল্লাহর মস্তবড় অলি।”

সূত্র: জীবনীগ্রন্থ, পৃষ্ঠা ৩২০.

14/10/2025
14/10/2025

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক:)'র চাহারাম শরীফ উপলক্ষে আয়োজিত জিকিরে ছেমা মাহফিলে

11/10/2025

মহান ২৬ আশ্বিন ওরশ শরিফ বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)র,উপলক্ষে সকালে গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)র,মাজার শরিফ জেয়ারত করেন রাহবারে আলম মাওলা হুজুর হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)

#প্রচারে_প্রসার
#২৬শে_আশ্বিন
#ওরশ #শরীফ

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAREQ VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share