31/10/2025
আবারও প্রমান হলো মদিনা শরীফ যেতে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন মদিনা ওয়ালার প্রতি প্রেম ও মহব্বত। প্রতিযোগীতা থেকে বাদ পড়ে কান্নায় ভেংগে পড়েছিলেন আমাদের এই প্রতিযোগী মুহাম্মাদ ইকবাল হোসাইন, আজ তিনি পিএইচপি সত্যের সন্ধানের ২৬তম মুসাফির হিসেবে রওনা হচ্ছেন পবিত্র কাবার পানে।
একজন দর্শক উনার এই সফরের যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমাদের কাছে অনুরোধ করেছেন উনার নাম যেন প্রচার করা না হয়। আল্লাহ ইকবাল হোসাইনের পবিত্র উমরাহ ও যিয়ারত কবুল করুক এবং নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই ভাইয়ের এই খেদমত কবুক করুক।
📌বিস্তারিত কমেন্টে