Design Trove

Design Trove I am a professional graphic designer at 5 years experience in the field.

05/02/2024

☞ দুনিয়া মুমিনের জন্য কারাগার

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الكَافِرِ. رواه مسلم

রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “দুনিয়া মুমিনের জন্য
জেলখানা ও কাফেরের জন্য জান্নাত৷”
[সহীহ মুসলিম হা/৭৬০৬]

রসূলুল্লাহ ﷺ উক্ত হাদিসে মুমিনের সাথে জেলখানার সম্পৃক্ততা উল্লেখ করেছেন, কিন্তু মুসলিমের সাথে করেননি ৷ কারণ মুসলিম হচ্ছে ব্যাপক শব্দ যেখানে মুসলিম দাবীদার সকল শ্রেণীই অন্তর্ভূক্ত ৷ কিন্তু মুমিন হচ্ছে এমন কোয়ালিটি সম্পন্ন গুণাবলির অধিকারী যা সকল মুসলিমের মাঝে নেই, তাই মুসলিমের সংখ্যা বেশি হলেও মুমিনের সংখ্যা সীমিত ৷

আপনি খেয়াল করুন, মুসলিম ও অমুসলিম বহুদেশেই একশ্রেণীর হক্বপন্থী আলেম উলামা যুগযুগ ধরে কারাগারে বা নজরদারীতে কিংবা দূর্বিষহ পরিচিতহীন অবস্থায় জীবনযাপন করছে ৷ ঠিক এরই বিপরীতে এক শ্রেণীর আলেম উলামা রাজকীয় স্টাইলে চলাফেরা করছে, সালাত/খুতবা প্রদানের উদ্দেশ্যে মসজিদে গমনকালে সরকারি প্রটোকল পাচ্ছে ৷ দু'শ্রেণীর আলেম উলামা-ই কুরআন ও সুন্নাহর প্রচারক কিন্তু বাস্তব ও কর্মজীবনে উভয়ের চিত্র ভিন্ন ৷

ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া (রহ) সহ বহু উলামায়ে কেরাম জেল খেটেছেন কিন্তু তাগুতের চাহিদা মাফিক ফতুয়া দেননি ৷ আমরা আজ এমন যুগে আছি যেখানে তাগুতের বাহিনী কর্তৃক আটককৃত আলেম উলামাকে নির্দ্ধিধায় গালমন্দ করছি ৷ প্রকৃতপক্ষে এরাই ছিল শয়তানের জন্য হুমকি স্বরূপ ফলে আজ তারা কারারুদ্ধ ৷

Hi.....Design Trove Page এ আপনাকে স্বাগতম।
02/07/2023

Hi.....
Design Trove Page এ আপনাকে স্বাগতম।

Unique and Creative Vintage T-shirt Design.
25/06/2023

Unique and Creative Vintage T-shirt Design.

Address

Chittagong
4386

Alerts

Be the first to know and let us send you an email when Design Trove posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share