Ummay Habiba

Ummay Habiba "Opportunities Don't Happen,,
You Creat Them"

06/10/2022

সরকারি চাকরি যদি সোনার হরিণ হয়,,তাহলে ফ্রিল্যান্সিং হলো সোনার বাঘ...।
ফ্রিল্যান্সিং করতে কোনো নির্দিষ্ট বয়স লাগে না।
অতিরিক্ত মেধাবী হওয়া লাগে না।
প্রয়োজন শুধু নিজের দক্ষতা,, নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম।।



একটা নোট খাতাএকটা কলমএকটা স্মার্ট ফোন  লেপটপএবং ইন্টারনেট কানেকশন ও প্রচুর পরিমাণ আত্নাবিশ্বাস, পরিশ্রম, আপনার জীবনের মা...
04/10/2022

একটা নোট খাতা
একটা কলম
একটা স্মার্ট ফোন
লেপটপ
এবং ইন্টারনেট কানেকশন
ও প্রচুর পরিমাণ আত্নাবিশ্বাস, পরিশ্রম, আপনার জীবনের মান পরিবর্তন করে দিতে পারে।

04/10/2022

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি বলেছেন, “আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানররা কলা বেছে নেবে কারণ বানররা জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।

𝐈𝐧 𝐟𝐚𝐜𝐭, 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐖𝐎𝐑𝐊 𝐚𝐧𝐝 𝐚𝐧𝐝 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 𝐭𝐨 𝐩𝐞𝐨𝐩

দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্ররা উদ্যোক্তাদের সুযোগ চিনতে প্রশিক্ষিত নয়।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।

মজুরির চেয়ে লাভ ভালো কারণ মজুরি আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু লাভ আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।

02/10/2022

ডিজিটাল মার্কেটিং কী ? কেন শিখবেন ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং বিশাল একটি সেক্টর যেখানে চাইলে আপনি নিজের ক্যারিয়ারকে গড়তে পারেন। ডিজিটাল মার্কেটিং করতে হলে মার্কেটিং জিনিসটা কি সেটা আগে জানতে হবে

মার্কেটিং কি?
কোন পণ্য বা সার্ভিস এর প্রচার প্রচারণা করাকে মার্কেটিং বলে। মার্কেটিং এর মাধ্যমে আপনার কোম্পানি আছে, কোন কোন সার্ভিস আছে সেটা সম্পর্কে মানুষ জানতে পারবে।

মার্কেটিং কে দুইভাবে ভাগ করা যায়
ক্লাসিক বা এনালগ মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং
ক্লাসিক বা এনালগ মার্কেটিং কি?
শুরু থেকেই প্রত্যেকটা কম্পানি প্রচার করার জন্য মার্কেটিং করে আসছে। যেমন মাইকিং করে, টিভি, রেডিও চ্যানেল এ বিজ্ঞাপন ইত্যাদি হচ্ছে ক্লাসিক বা এনালগ মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া। এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন পণ্য বা সার্ভিস এর মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা। ইন্টারনেটের উপর ভিত্তি করে কোন পণ্য বা সার্ভিস এর প্রচার প্রচারণা করাকে ডিজিটাল মার্কেটিং বলে।

আর যত ধরনের অনলাইন মার্কেটিং আছে সবগুলোই একসাথে হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। বর্তমানে কাস্টমাররা ক্লাসিক মার্কেটিং এর চেয়ে ডিজিটাল মার্কেটিং পণ্য কিনতে বেশি পছন্দ করে। ডিজিটাল মার্কেটিং কে ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বলা হয়।
ডিজিটাল মার্কেটিং এ যে বিষয়গুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (SEO)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা (SMM)
ইমেইল মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং
CPA মার্কেটিং
অনলাইন এডভারটাইজিং
সার্চ ইঞ্জিন মার্কেটিং বা (SEM)
মোবাইল SMS মার্কেটিং
কনটেন্ট মার্কেটিং
অনলাইন পি আর
ইনবাউন্ড মার্কেটিং
ব্লগ পোস্ট
ওয়েব এনালাইটিক্স
ডিজিটাল মার্কেটিং কেন করব?
বর্তমানে এন্ড্রয়েড ফোনের ব্যবহার অনেক বেশি। ইউটিউব, গুগল, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশি। তাই চাহিদামত সবকিছুই দেখতে পান এই ছোট্ট ডিভাইসটির মাধ্যমে। কোম্পানিরা ডিজিটাল মার্কেটিং করে অনেক বেশি লাভবান হচ্ছে। এক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ ভিউ হয়। এবং টার্গেটেড কাস্টমারের কাছে পণ্যটি পৌছাতে পারে।

যেখানে কাস্টমাররা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই যে কোন পণ্য পেতে পারে। এবং সেখানে খুব কম সময়ে এবং স্বল্প খরচে বেশি গ্রাহক পাওয়া যায় ফলে ডি

28/09/2022

ফ্রিল্যান্সিং করে মা ও মেয়ের সফলতার গল্প

মা বেশি পড়াশোনা করতে পারেননি বলেই চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক। মেয়েও তা-ই চেয়েছিলেন। আর চেয়েছিলেন বলেই সব বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি করে যাচ্ছেন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে আউটসোর্সিংয়ের কাজ। শুধু যে নিজে করছেন তা-ই না, মাকেও শিখিয়েছেন।

এখন মা-মেয়ে কাজ করেন একসঙ্গে। এই গল্প মেয়ে আফরোজা সিদ্দিকা এবং মা মোহছেনা বেগমের। আফরোজা সিদ্দিকার সঙ্গে কথা শুরু হয় তাঁর পড়াশোনা নিয়ে। তিনি বললেন, ‘ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। পরে ভর্তি হয়েছি তেজগাঁও কলেজে।

তবে মনে একটা জিদ ছিল কিছু করার। ভাবতাম নিজে কিছু করতে পারলে ভালো হতো। পরে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কথা জানতে পারি বন্ধু হাবিবের কাছে।’ তথ্যপ্রযুক্তিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শেখার আগ্রহের কথা মাকে জানান আফরোজা। মা সমর্থন দেন। প্রথমে বাড়ির কাছেই ঢাকার যাত্রাবাড়ীর একটি আউটসোর্সিং প্রশিক্ষণ কেন্দ্রে এবং পরে ধানমন্ডির আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় আফরোজার গ্রাফিক ডিজাইনের কাজ শেখা।

তিনি বলেন, ‘আমার মা গ্রাফিক ডিজাইনের একটা কোর্সে আমাকে ভর্তি করে দিল। এরপর থেকেই আমার ফ্রিল্যান্সিংয়ের কাজের শুরু।’ আফরোজা পড়াশোনা করছেন তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে। একই সঙ্গে চলছে গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ। এ জন্য তাঁকে নিয়মিত যাত্রাবাড়ী থেকে ধানমন্ডি যেতে হয়।

প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আফরোজা বুঝতে পারেন শুধু শিখলেই চলবে না, নিয়মিত অনুশীলন করতে হবে। এর সবচেয়ে ভালো উপায় হলো ক্লাসে শিখে তা অন্য কাউকে শেখানো। এতে অনুশীলনও হবে, অন্য কেউ তা শিখতেও পারবে। আফরোজা তা করেছিলেন। প্রশিক্ষণ কেন্দ্রে যা শিখতেন, বাড়িতে এসে মাকে তা-ই শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এভাবেই চলতে থাকে মা-মেয়ের গ্রাফিক ডিজাইনের দীক্ষা।

আফরোজা প্রথম সাফল্য পান চলতি বছরের এপ্রিলে। ‘ডিজাইন ক্রাউড’ নামের ওয়েবসাইটে লোগো নকশার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ১৫০ ডলার পান। পরের দিনই ফ্রিল্যান্সার ডটকমের একটি প্রকল্পে তাঁর আরেকটি লোগোর নকশা নির্বাচিত হওয়ায় পান ৭০ ব্রিটিশ পাউন্ড।

এভাবেই শুরু। আফরোজা বললেন, ‘এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত আমার মোট আয় প্রায় ৩ হাজার ডলার। এখন আমি বাসায় আমার মায়ের সঙ্গে আরও তিনজন মেয়েকে কাজ শেখাচ্ছি।’

28/09/2022



"মানুষ সফল হয়ে জন্ম নেয় না। সফল মানুষ সাফল্যের জন্য কাজের কিছু নির্দিষ্ট ধরন ও কিছু অভ্যাস আত্মস্থ করেন। যা অসফল মানুষ করে না। ""
""সফল মানুষেরও অনেক কাজ থাকে যা তাদের পছন্দ নয় ; কিন্তু তবুও তারা সেটা শুরু করেন এবং শেষ করে। ""
""কারো জীবনমান নির্ভর করে তারা অভ্যাসের মানের উপর। অভ্যাসের ওপর সাফল্য নির্ভর করে।
✔️ তাই এখনি সময় কিছু করার যারা অনলাইন বিজনেস কিংবা উদ্যোক্তা হতে চান, কাল থেকে নয় আজকে থেকেই শুরু করে দিন।

28/09/2022

"Assalamualaikum everyone...

Welcome to my
page"

Address

Chittagong

Telephone

+8801826418000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummay Habiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummay Habiba:

Share