
05/05/2025
ধানের দেশে
সবুজের ঢেউ ধানক্ষেতে,
হাঁটে এক যুবক নিঃশব্দ পাতে।
নরম বাতাসে খেলে তার চুল,
প্রকৃতির ডাকে মন তার ভুল।
আকাশে মেঘ, সূর্য ঢেকে,
আলো ছড়ায় নরম মেখে।
চোখে সানগ্লাস, মুখে নেই ভাষা,
তবুও চোখে পড়ে শান্তির আশা।
শহরের কোলাহল দূরের কথা,
এখানে শুধু নিঃশব্দ ব্যথা।
প্রকৃতির কোলে একাকী দাঁড়িয়ে,
খুঁজে পায় সে মন হারিয়ে।
ধানের মাঠে সে যেন কবি,
চুপিচুপি বলে হৃদয়ের গতি।
সবুজ সে বলে, “থেমে যা ভাই,
জীবনের মানে এখানেই পাই।”