22/08/2025
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের আট নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা বলছেন, তারা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় পদ ছেড়েছেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন।
তবে উপজেলা আওয়ামী লীগ এই পদত্যাগকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলছেন, পদত্যাগের নিয়মানুসারে কোনো চিঠি জমা দেওয়া হয়নি, শুধুমাত্র সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছে। তারা আরও জানান, পদত্যাগকারী নেতারা দলের গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না এবং এর ফলে দলের কোনো ক্ষতি হবে না।