cb24news.bd

cb24news.bd This is a Bd News based page.

বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৩ টি নিস্পত্তিকৃত মামলার আলামত আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস ঃ- অদ্য ১২ ডিসেম...
12/12/2024

বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৩ টি নিস্পত্তিকৃত মামলার আলামত আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস ঃ- অদ্য ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ বেলা আনুমানিক ০২.০০ ঘটিকায় বান্দরবানের আদালত চত্বরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সামছুদ্দিন এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এইসব আলামত ধ্বংস করা হয়।৷ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় জব্দকৃত আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত ১০৩ টি মামলার আলামত বিধি মোতাবেক আইনী প্রক্রিয়া শেষে পানিতে গুলিয়ে ও আগুনে পুড়িয়ে চুড়ান্ত ধ্বংস করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মজুমদার, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, সিএসআই/প্রিয়েল পালিত, ভারপ্রাপ্ত মালখানা ইনচার্জ, সিএসআই/সুজন তালুককদার, জিআরও বিশ্বজিৎ, পুলিশ সদস্য মনি কুমার ত্রিপুরা, আরিফুর রহমান ও উপস্থিত সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।

বান্দরবানে আইনি প্রক্রিয়া শেষে ০২টি পৃথক মামলার প্রায় পঁচিশ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধ্বংস।
13/11/2023

বান্দরবানে আইনি প্রক্রিয়া শেষে ০২টি পৃথক মামলার প্রায় পঁচিশ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধ্বংস।

মোহাম্মদ নাসির উদ্দিন তিজো, বান্দরবান প্রতিনিধিঃবান্দরবানের আদালত চত্বরে ১৩ নভেম্বর ২০২৩ইং রোজ সোমবার দুপুর আন...

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত : নির্দলীয় নিরপেক্ষ প্যানেল জয়ীএম.নাসিরউদ্দিন, বান্দরবান জেলা প্রতি...
05/02/2023

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত : নির্দলীয় নিরপেক্ষ প্যানেল জয়ী

এম.নাসিরউদ্দিন, বান্দরবান জেলা প্রতিনিধি : আজ ০৫ ফেব্রুয়ারী রবিবার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা জজ কোর্ট প্রাঙ্গনস্থ আইনজীবী ভবনে স্বত্বস্ফুর্তভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে মোট ৮৬ জন ভোটারের মধ্যে ৮৩ জন আইনজীবী ভোটে অংশগ্রহণ করে। আর এতে ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইলিয়াছুর রহমান এবং ৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ খলিল। ৪৭ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ কাজী সালাউদ্দিন কাদের প্রিন্স। ৪৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন দিপংকর দাশ গুপ্ত। ৫৭ ভোট পেয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হন মাধবী মার্মা।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন পাঠাগার সম্পাদক মোঃ আমিন উল্লাহ বিপ্লব, আইটি সম্পাদক উম্যাসিং মার্মা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও নির্বাহী সদস্য মুহাং শাহনেওয়াজ চৌধুরী, শাকিল মাহমুদ খান সবুজ ও ন্যথ্যাই মং মার্মা ।

নির্বাচনের মূখ্য নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট স্বপন কুমার চৌধুরী, নির্বাচন কর্মকর্তা-০১ হিসাবে দায়িত্ব পালান করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজান ও নির্বাচন কর্মকর্তা-০২ হিসাবে দায়িত্ব পালন করেন এডভোকেট মেনুসাং মার্মা। তাঁরা নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেন।

18/09/2022

মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি(সিবি টুয়েন্টিফোর নিউজ):

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ব‌লেন, ‌‘সীমা‌ন্তের প‌রি‌স্থি‌তি ভালো না। মিয়ানমারের অভ্যন্তরীণ গোলোযো‌গের কারণে ঘুমধুমের তমব্রু সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত এলাকার বাসিন্দারা যাতে আতঙ্কিত না হয়, সে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে নজরদারি করছে প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘চলমান প‌রি‌স্থি‌তি‌তে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের আজ কক্সবাজারের উখিয়া উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।’

এদিকে মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে কাজ না হলে জাতিসংঘকে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বার বার সতর্ক করা হলেও তারা কথা দিয়ে কথা রাখেনি। তাদের দেশের কনফ্লিক্ট, গুলি তাদের সীমানায় থাকা উচিত। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। মিয়ানমার ভবিষ্যতে সংযত থাকবে আশা করছি।
(সুত্রঃ বিবিসি বাংলা)

17/07/2022

বর্ষাকালে আবাদি জমি ফেটে চৌচির:

টানা কয়েক সপ্তাহ ধরে তীব্র রোদে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশের কৃষিখাত।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কৃষক মো. রেজওয়ানের আবাদি জমি এরইমধ্যে ফেটে চৌচির হয়ে গেছে।

অন্যান্য বছর এ সময়ে জলমগ্ন জমিতে আমনের চারা বুনলেও এবারে বৃষ্টির অভাবে জমিতে পানি নেই।
আমন চারার বয়স পেরিয়ে যাচ্ছে, ইতোমধ্যে অনেক চারা নষ্ট হয়ে গিয়েছে। যে কটা সবজি চাষ করেছেন সেগুলোও তীব্র গরমে নষ্ট হওয়ার পথে।

সামনের ক'দিন বৃষ্টি না হলে অতিরিক্ত টাকা গুনে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান।

মি. রেজওয়ান বলছিলেন, "আমরা তো কৃষিকাজ করি। কিন্তু সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঠে থাকতে পারি না। রোদে গা জ্বলে।মাঠে তো এক ছটাক বৃষ্টি নাই। আমন বোনার কোন পানিও নাই। আমনের চারাও নষ্ট হয়ে যাচ্ছে। সবজি চাষ করছি। সেগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে তো সেচ দিতে হবে। তখন দাম বেড়ে যাবে।"

গ্রামের মতো শহরাঞ্চলেও রোদের তাপ ও গরমে খোলা আকাশের নীচে কাজ করা মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। এমনকি ঘরের জানালা দরজা খুললেও ভেসে আসছে গরম বাতাসের হলকা।

ভারী বৃষ্টি এই গরম কমার সম্ভাবনা নেই বলছেন আবহাওয়াবিদরা।

সূত্রঃ বিবিসি।

05/06/2022
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের নিয়মিত শতবর্ষী মুসল্লি মোঃ আলতাফ হোসেনের পাশে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ব...
24/11/2021

বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের নিয়মিত শতবর্ষী মুসল্লি মোঃ আলতাফ হোসেনের পাশে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা মাস্টার। এই প্রবীণ মুসল্লিদের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।
ছবি- মোঃ নাসিরউদ্দিন তিজো, বান্দরবান, ২৪ নভেম্বর ২০২১ইং।

30/07/2021
11/07/2021

মাঝে মাঝে একটু আসে,
চলে যায় একটু হেসে।
আবার এসে চলে যায়,
লুকোচুরির শেষ নাই।

নিউ গুলশান- ক্যাচিংঘাটায়,
বনরূপা-কালাঘাটায়,
বাসস্টেশন-হাফেজঘোনায়,
আর্মিপাডা-বালাঘাটায়।
কে সে জানেন কাকী?
সে আমাদের বিদ্যুৎ চাচী ।

লোডশেডিং যুক্ত বান্দরবানবাসী।

26/07/2020

বালঘাটায় বিদ্যুৎ মাঝে মাঝে আসে?!!
রবিবার, ২৬শে জুলাই ২০২০
….......................................
স্টাফ রিপোর্টার : বান্দরবান সদরের বালাঘাটা বাজার সহ আশেপাশের এলাকায় লোডশেডিং এর অসহনীয় যন্ত্রণায় অতিষ্ট মানুষ । কোন ধরনের ঝড়-বৃষ্টি না থাকলেও লোডশেডিং যেন বালাঘাটাবাসীর নিত্যদিনের সংগী। বালাঘাটাবাসীকে অসহনীয় লোডশেডিং থেকে বাচাতে মাননীয় ডিসি মহোদয়, মাননীয় পুলিশ সুপার মহোদয়, বান্দরবান বিদ্যুৎ বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সকলের সুদৃষ্টি কামনা করছি ।

29/06/2020

হযরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৪০টি হাদীস..

28/06/2020

Address

Chittagong

Telephone

+8801912162188

Website

Alerts

Be the first to know and let us send you an email when cb24news.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to cb24news.bd:

Share