29/05/2025
আগামীকাল(৩০ মে) সন্ধ্যা ৭ টায়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এর বিভাগীয় শিল্পকলায় একযোগে প্রদর্শিত হবে "অ দৃষ্ট"৷
"চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫" - এর এই আয়োজনে আপনাদের সকলকে দেখবার আমন্ত্রণ রইল।
আমাদের সমাজের বাস্তবতা এখনো প্রগাঢ় বুড়ো আঙুল দেখায় মানব হয়ে উঠার সত্ত্বাকে। সমাজের মধ্যকার নিঙড়ে পিষে নেওয়া ঘটনা গুলোকে রূপ দেওয়া হয়েছে পরাবাস্তবিক উথ্যানে৷ কৃতকর্মের দহনে পরিবেশ ও পরা লৌকিক বাস্তবতায় একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক জগৎ, তার মধ্যকার পশুত্ব যেখানে মুখোমুখি হয় তার ভিতরের মানব সত্তার। তারপর থেকেই বাস্তবতা ও ঘোর সব মিলেমিশে একাকার হতে থাকে। একটা ছোট্ট মৃত মুখ তার মনজগত থেকে বেরিয়ে হৃদপিণ্ড ছিড়ে নিতেও যেন প্রস্তুত হয়ে সামনে উপস্থিত হয়।
অ দৃষ্ট | A Drishta.
A Mysterious film project.
In associated with Aaturghar Productions.
Starring: Rafiul Quader Rubel, অরুণা দত্ত & Prema Dutta.
Produced By Muhiuddin Arif.
Direction of Photography: Pankaj Chowdhury Rony
Directed By Mohammad Shahid.
Story by Muhiuddin Arif
Screenplay & Dialauge: Mohammad shahid, Kaify Khan.
Art Direction & Costume Design: Safiya Sharif.
Make up: Tabassum Siddiquey.
Chief Assistant Director: Kaify Khan
Assistant Director: Muhiuddin Arif
Edit Pankaj Chowdhury Rony
Music & Sound Mixing Kamruzzaman Nayon
Color Mohammad Shahid.
Vfx: Gopal k Rudra, Shusmoy Babu
Typography: Partho Roy
Financial manager: Mohammad Jafor
Supporting Cast: Rimi Akter, Samiya Moni, Aklima Akter
Nuri, Borsha Aktar Mim, Miftahul Jannat Tahi, Jannatul
Ferdous Rimu, Sabina Akter
Production Manager: Mohammad Tarek Hossain
Light: Imtiaz Uddin Arafat, Mohammad Emon
Crew Member: Mohammad Reon, Mohammad Parvez