Nila's Own Pleasure

Nila's Own Pleasure Little life happy family, love my family

16/06/2025

কাউকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না,,, সব কিছু বিচার আল্লাহ ঠিক করেন শুধু সময়ের অপেক্ষা,, 🥲😔

16/06/2025

বাবাকে নিয়ে স্ট্যাটাস লেখার কিছু নেই...সন্তানের জীবনে বাবার অবদান কেউ লিখে শেষ করতে পারবে না...

( রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা) 🤲

16/06/2025

চারদিকে সব আপন মানুষ,,তবে প্রত্যেকে
নিজ স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ..!!

15/06/2025

মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু,,
মুহূর্ত আসে, যা খুব ক্ষণস্থায়ী কিন্তু,সে গুলোর,
-ব্যাথা হয় খুব দীর্ঘস্থায়ী...!!

15/06/2025

মানুষকে ঠকানো সহজ
কিন্তু ঠকিয়ে যা পাবেন
তা হজম করা কিন্তু
কঠিন।নিজের মানুষ ঠকিয়ে কোটিপতি হওয়া এত সহজ না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না।

14/06/2025

একজন অকৃতজ্ঞ প্রিয় মানুষ তোমার মনের যা ক্ষ*তি করে, হাজার শ*ত্রু মিলেও তা করতে পারে না।

13/06/2025

—হাসির পেছনে “কান্না" রাগের পেছনে ”ভালোবাসা" আর চুপ থাকার পেছনে “কারণ" খুব কম মানুষই বোঝে..............!! 🥀

13/06/2025

দাদির মোবাইল সাইলেন্ট হয়ে গেছে!
রিংটোন কেনার জন্য 100টাকা নিলাম দাদীর থেকে এমবি কিনতে যাচ্ছি!
এই কাজ গুলো কে কে করেন?

13/06/2025

কেউ জানে না কাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন ভূখণ্ডে সে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং সব বিষয়ে অবগত।"
📖 (সূরা লুকমান, আয়াত ৩৪)

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় —

আমরা কখন মরব তা কেউ জানি না।

আমাদের ভবিষ্যতও অজানা।

11/06/2025

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ধেয্যগুলো অসহায় হয়ে পড়ে।

11/06/2025

রাসুলে পাক (ﷺ) বলেছেন, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি।

- (সহীহ্ আল বুখারী: ৫৬৪৫)

10/06/2025

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষা
একটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি।
মনে হতো, যার সঙ্গে সম্পর্ক—বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা—তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা।তাই চুপ করে সহ্য করতাম, গুরুত্ব না পেলেও পাশে থাকতাম, বুঝেও না বোঝার ভান করতাম।
ভাবতাম, হয়তো একদিন বুঝবে—আমার দেওয়া সময়, ভালোবাসা, উপস্থিতির মূল্য।

কিন্তু সময় শিখিয়েছে, কেউ যদি তোমাকে সত্যিই চায়, তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে।যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না।

আমি আজকাল বুঝি, চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা।
সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না, অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
কারণ, গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই,
ভুল হলো—নিজেকে এমন জায়গায় ধরে রাখা, যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না।

অনেক সম্পর্কেই আমরা শুধু “অভ্যস্ত” হয়ে পড়ি।তাদের সঙ্গে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল।তারা ভুলে যায়—তুমি কতটা সময় দিয়েছো, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো,
আর তুমিও একসময় ভুলে যাও—তুমি নিজেও গুরুত্বপূর্ণ।আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না।বরং নীরবে সরে আসি।কারণ, মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা!আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে।

কেউ কেউ ভাবে—চলে আসা মানে দূর্বলতা।কিন্তু তারা বোঝে না, এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা,
কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে।এখন আমি যদি কাউকে ছেড়ে আসি, সেটা অপমান নয়,বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না।
কারণ তখন তুমি জানো, কে তোমার জন্য, আর কার জন্য তুমি শুধু অপশন।
এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া—এটা কোনো নাটক নয়।এটা অনেক অভিজ্ঞতার ফল, অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি,
যার নাম নিজেকে ভালোবাসা 🌸😊

Address

Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Nila's Own Pleasure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nila's Own Pleasure:

Share