Shahila Nisha

Shahila Nisha keep it simple

“পৃথিবীর সেই একমাত্র জায়গা যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই! সত্যি?”সকাল, বিকেল, রাত—আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে সম...
23/07/2025

“পৃথিবীর সেই একমাত্র জায়গা যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই! সত্যি?”

সকাল, বিকেল, রাত—আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে সময়ের ছাপ স্পষ্ট। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি স্থান আছে, যেখানে সময় বলে কিছু নেই? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন! সেখানে ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, কোনো সময়জোনই সেখানে কার্যকর নয়।
এই জায়গাটি কোথায়? কেন সেখানে সময়ের অস্তিত্ব নেই? চলুন, আজ আমরা জানব সেই অদ্ভুত জায়গার রহস্য…

নিচ্শয়ই ভাবছেন সেই জায়গাটি কোথায়?
এই বিস্ময়কর স্থানটি হলো উত্তর মেরু বা North Pole।
পৃথিবীর উত্তর দিকের কেন্দ্রবিন্দু—যেখানে সব লংটিউড বা দ্রাঘিমাংশ এসে একত্রিত হয়।
এমন একটি স্থানে দাঁড়িয়ে আপনি চাইলে একই সঙ্গে পৃথিবীর সবটাইমজোনে থাকেন!

বিজ্ঞান অনুযায়ী, পুরো পৃথিবী ২৪টি টাইমজোনে বিভক্ত। প্রতিটি অঞ্চল তার নিজস্ব সময় অনুযায়ী চলে। কিন্তু উত্তর মেরুতে কোনো নির্দিষ্ট টাইমজোন নেই।

সময়ের অস্তিত্ব নেই—মানে কী?
যেহেতু সব টাইমজোন এখানে একত্রিত, আপনি চাইলে যেকোনো দেশের সময় বেছে নিতে পারেন।
সুতরাং, উত্তর মেরুতে সময় নির্ধারণ করা যায় না—কারণ সেখানে কোনো "স্থানীয় সময়" নেই।

উত্তর মেরুতে ৬ মাস দিন, আর ৬ মাস রাত—মানে সেখানে সূর্য ওঠা বা অস্ত যাওয়ার নিয়মটাও আলাদা।
এটাই সময়ের অস্তিত্বহীনতার বৈজ্ঞানিক ভিত্তি।

তাহলে যারা সেখানে যায় তারা কীভাবে সময় হিসাব করে?
উত্তর মেরুতে যখন বৈজ্ঞানিক মিশন বা পর্যটকরা যান, তারা সাধারণত UTC (Coordinated Universal Time) বা তাদের নিজ নিজ দেশের সময় ব্যবহার করেন।
কেউ কেউ আবার বেছে নেন সেই সাপোর্ট স্টেশন বা ক্যাম্পের সময় যেখানে থেকে তারা এসেছেন।

মানে, উত্তর মেরুতে সময়টা এক ধরনের "মানবনির্ধারিত" ধারণা—প্রাকৃতিক নয়।

সময়ের অস্তিত্ব না থাকা কি বাস্তবিক অর্থে সম্ভব?
"সময়ের অস্তিত্ব নেই" কথাটি এখানে ফিগারেটিভ বা রূপক অর্থে।
কারণ সময় আসলে একটা পরিমাপক—দিন-রাত, সূর্যোদয়-সূর্যাস্তের ওপর নির্ভর করে।
যেখানে এই জিনিসগুলো ভিন্নভাবে ঘটে—সেখানে সময়ের প্রচলিত ধারাও কাজ করে না।
এবং সেই জায়গাটি হচ্ছে উত্তর মেরু।

দক্ষিণ মেরুতে কী হয়?
দক্ষিণ মেরুতেও একই ধরনের সমস্যা দেখা দেয়, তবে যেহেতু সেখানকার গবেষণা স্টেশনগুলো সাধারণত New Zealand Time Zone অনুসরণ করে, তাই সময়ের একটা ধারা মেনে চলে।
কিন্তু উত্তর মেরুতে কোনো স্থায়ী স্টেশন না থাকায়, সময় এখানে একদমই আপেক্ষিক।

সারা পৃথিবী যখন সময়ের ঘূর্ণিপাকে বাঁধা, তখন উত্তর মেরু দাঁড়িয়ে আছে সময়ের বাইরের এক রহস্যময় জগতে।
এটি পৃথিবীর একমাত্র স্থান, যেখানে সময়ের কোনো স্থায়ী রূপ নেই।
এই স্থান আমাদের মনে করিয়ে দেয়—সময় আসলে মানুষের তৈরি এক পরিমাপক মাত্র। প্রকৃতি তার বাইরে, তার নিজস্ব নিয়মে চলে।

বন্ধুরা, এমন অজানা ও বিজ্ঞানভিত্তিক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
কমেন্টে জানাবেন—আপনি কি কখনো উত্তর মেরুতে যেতে চান? আর সময় যদি না থাকত—আপনার দিনগুলো কেমন হতো?
এই ছিল উত্তর মেরুর সেই সময়হীন গল্প। দেখা হবে পরের রহস্যে

আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক আমীন 🤲🤲🤲
22/07/2025

আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক আমীন 🤲🤲🤲

তোমাদের দেখলেই বুক ফেটে যায় 😭😭😭
22/07/2025

তোমাদের দেখলেই বুক ফেটে যায় 😭😭😭

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ", " হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে...
21/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,,,, সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)
ShebikAmit

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

(Collected)

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা।

Ⓒ Walid Bin Khaled

🤣🤣🤣
25/06/2025

🤣🤣🤣

Evening duty at medicine unit,KGHপ্রচুর রোগীর চাপ,কাজ বেশি।হঠাৎ এই বড় ভাইরা ৩-৪ জন মিলে একটা ৯/১০ বছরের মেয়েকে নিয়ে আসছে...
17/06/2025

Evening duty at medicine unit,KGH
প্রচুর রোগীর চাপ,কাজ বেশি।হঠাৎ এই বড় ভাইরা ৩-৪ জন মিলে একটা ৯/১০ বছরের মেয়েকে নিয়ে আসছে ভর্তি করাতে। এসে বললো আমাকে ইমারজেন্সি দেখতে হবে কারন মেয়ে বিষ খাইছে।আমিও দ্রুত গেলাম।

আমি: কি বিষ খাইসে?
পিচ্চি ১ : আনারস আর দুধ🙂।
আমি: কেন খাইছে?
পিচ্চি ২: বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে তার সামনে খাইছে।
আমি: বয়ফ্রেন্ড কোথায়?এটা পুলিশ কেস।
পিচ্চি ৩: আমি এখানে,আমার গার্লফ্রেন্ড 🙂

এমনিই ঈদের পর টানা মর্নিং+ইভিনিং করে মেজাজ খারাপ তারপর আবার আনারস আর দুধ খাওয়া রোগীকে রিসিভ করা লাগতেছে!
Copy
🙂

🙂🙂
14/06/2025

🙂🙂

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন...
12/06/2025

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।©

07/06/2023

Get ready to level up your style with our exclusive 'HAMBA' T-shirt in this Qurbani. Don’t miss out our exclusive designs.

▪️Printed half sleeve T-shirt(Rubber Print)
▪️100% cotton,
▪️GSM: 170-180+
▪️Cash on delivery all over Bangladesh
▪️Inbox for order and details

⚠️We guarantee premium quality fabric with best colours


Call or inbox us to order:

📞 Contact:


𝐒𝐈𝐙𝐄: M,L,XL (ASIAN MEASUREMENT)

[টিশার্টের ক্ষেত্রে পরিমাপে ০.৫-১.০ ইঞ্চি ব্যাবধান গ্রহণযোগ্য]

Delivery Charge : 70৳ All Over Bangladesh

Follow us on instagram :

Address

Chittagong

Telephone

+8801619073561

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahila Nisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahila Nisha:

Share