Amir-আমির

  • Home
  • Amir-আমির

Amir-আমির "জন্মকে স্বার্থক করার প্রচেষ্টায়,
আমার ভালো কাজগুলোকে অনুসরণ করুন,
আমাকে নয়"এ সময় ফুরিয়ে যাবে"!!

 #প্রজেক্ট_৫৭৯ ❝একজন বয়োবৃদ্ধ বিধবার স্বাবলম্বিতার সংগ্রাম ❞লক্ষীপুর জেলার  #রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের এক প্রান্তে ...
22/07/2025

#প্রজেক্ট_৫৭৯ ❝একজন বয়োবৃদ্ধ বিধবার স্বাবলম্বিতার সংগ্রাম ❞

লক্ষীপুর জেলার #রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের এক প্রান্তে এক বৃদ্ধা মা—বয়স ৭০ এরও বেশি, বিধবা, চোখের একটিতে ঝাপসা দৃষ্টি, আর জীবন যেন ধীরে ধীরে নিভে যাওয়ার অপেক্ষায়। নেই কোনো ছেলে সন্তান, নেই নির্ভর করার মতো কাউকে।

এক কোণায় ছোট্ট একটি কুঁড়েঘর, যেটির একাংশকে দোকান বানিয়ে দিন গুজরানের ক্ষুদ্র চেষ্টা করেন তিনি। দিনে আয় মাত্র ২০০-৩০০ টাকা। এই অল্প টাকায় একবেলা খাওয়া, ওষুধ, আর শত কষ্ট নিয়ে বেঁচে থাকা—এই তো তার জীবনের গল্প।

প্লাটফর্মের মাধ্যমে আমরা
" #যাকাত_স্বাবলম্বী_প্রজেক্ট " থেকে তাকে সামান্য সহায়তা করার চেষ্টা করেছি। তার জন্য ১৫ হাজার টাকার বাজার বাবদ দোকানের মালামাল তুলে দিয়েছি যেন তিনি আরেকটু ভালোভাবে বাঁচতে পারেন, যেন চোখে একটু আলোর রেখা ফুটে ওঠে, যেন কুঁড়েঘরটা হয় তার সাহসের আশ্রয়। বাজারকৃত মালামালের বিস্তারিত হিসাব নিম্ন দেয়া হলো।

আমরা চাই না আরেকটা মা হেরে যাক অভাবের কাছে।
আমরা চাই, সমাজের এই নিভে যাওয়া আলোগুলো আবার জ্বলে উঠুক।

আপনার দোয়া, ভালোবাসা ও পাশে দাঁড়ানোই পারে এমন আরও অনেক গল্পকে বদলে দিতে।
আপনার সহানুভূতি, আমাদের শক্তি।


#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৮০ এর কাজ আবার শুরু হওয়ার পথে আলহামদুলিল্লাহ!  আশার আলো (LH) গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে মাদ্রাসার মেরামতে...
16/07/2025

#প্রজেক্ট_৫৮০ এর কাজ আবার শুরু হওয়ার পথে
আলহামদুলিল্লাহ! আশার আলো (LH)

গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে মাদ্রাসার মেরামতের কাজ বন্ধ ছিলো। আজ আল্লাহর রহমতে চালের জন্য কাঠ কেনা হয়েছে, যা পরবর্তী ধাপের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু হবে। স্থান - লক্ষীপুর জেলার #রায়পুর উপজেলা।

📌 আপনাদের দোয়ায় এখন পর্যন্ত যা হয়েছে:
✅ ১,২০০ ইট
✅ ২০ বস্তা সিমেন্ট
✅ ২৫ কেজি রড
✅ ১০ ফুট কনা
✅ ১,০০০ ইটের অর্থ জমা
✅ আজ কাঠ কেনা সম্পন্ন

🤲 দোয়া করবেন—আল্লাহ যেন কাজটি সহজ করে দেন এবং সকল সহযোগীকে উত্তম প্রতিদান দান করেন।
আপনাদের পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

#মাদ্রাসা_নির্মান
#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৬০ গাইবান্ধার একটি মাদ্রাসা পুন মেরমাত করার খরচের  আপডেট আশার আলো (LH) আমাদের তরফ থেকে মাদ্রাসার জন্য মোট খর...
10/07/2025

#প্রজেক্ট_৫৬০ গাইবান্ধার একটি মাদ্রাসা পুন মেরমাত করার খরচের আপডেট আশার আলো (LH)

আমাদের তরফ থেকে মাদ্রাসার জন্য মোট খরচ: ৫৫,৮৫০/-
এই অর্থে মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনীয় খরচ পূরণ করা হয়েছে, যেমন:
✔️ ইট
✔️ বালি
✔️সিমেন্ট ও
✔️ মাদ্রাসার রক্ষণাবেক্ষণ

🔸মোট সংগ্রহ = ৫৫,০০০
🔸মোট খরচ = ৫৫,৮৫০
🔸মোট জমা/ঘাটতি=৮৫০

যারা সহযোগিতা করেছেন ( চট্টগ্রামের এক বোন ৫০ হাজার ও আরেক প্রবাসী ভাই ৫ হাজার) তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
দোয়া করবেন যেন এই খেদমত আমরা সুন্দরভাবে চালু থাকে।

এর মধ্য দিয়ে আপাতত প্রজেক্টি ক্লোজ করা হলো।আর কোনো ফান্ড সংগ্রহ করা হচ্ছে না।

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৭৬ কয়েকদিন আগে গ্রামের একটি মসজিদের ব্যাটারির জন্য সহযোগিতা চেয়ে পোস্ট করেছিলাম, কয়েকজন দাতার সহযোগিতায় মোট ...
10/07/2025

#প্রজেক্ট_৫৭৬ কয়েকদিন আগে গ্রামের একটি মসজিদের ব্যাটারির জন্য সহযোগিতা চেয়ে পোস্ট করেছিলাম, কয়েকজন দাতার সহযোগিতায় মোট ১০,২৩০ টাকা সংগ্রহ হয়েছিলো, যা দিয়ে মসজিদে একটি ব্যাটারি ও চার্জার ক্রয় করে বুঝিয়ে দেয়া হয়েছে।মহল্লা থেকে ২ হাজার টাকা সহায়তা পেয়েছি, আলহামদুলিল্লাহ!

* মোট সংগ্রহ = ১০,২৩০/-
( ৮০০-২০০৳)(৭৯৩-১০০৳)(৬৭২-৫০০৳)
( মহল্লা থেকে -২,০০০)(রেমি-৫৮৪ ৳)
( #কাশফিয়ার_আব্বু -৬৭৯৬ )(২০১-৫০)

* মোট খরচ = ১০,২৩০/-
- ব্যাটারি বদলানোর পর -৮৮৮০
- চার্জার-১২০০
-চার্জ =১৫০

▪️মোট সংগ্রহ -১০,২৩০
▪️মোট খরচ = ১০,১৩০/-
▪️বাড়তি/ঘাটতি =
( কাশফিয়ার আব্বুর দান থেকে ঘাটতি পুরন করা হয়েছে)

মানবিক কাজে আপনার দোয়া, সাহায্য, উৎসাহ—সবকিছুই দরকার।
#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৭২ থেকে  #প্রজেক্ট_৫৮০ মাদ্রাসা পুনঃমেরামতের কাজে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা এতদূর আসতে পেরেছি।📌 এখন ...
08/07/2025

#প্রজেক্ট_৫৭২ থেকে #প্রজেক্ট_৫৮০ মাদ্রাসা পুনঃমেরামতের কাজে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা এতদূর আসতে পেরেছি।

📌 এখন পর্যন্ত যা যা দেওয়া হয়েছে:
✅ ১,২০০ ইট
✅ ২০ বস্তা সিমেন্ট
✅ ২৫ কেজি রড
✅ আরও ১ হাজার ইটও আনুষঙ্গিক কিছু অর্থ জমা আছে,আলহামদুলিল্লাহ!

তবে বৃষ্টির কারণে বর্তমানে কাজ কিছুটা ধীর হয়ে গেছে।
ইনশাআল্লাহ, বৃষ্টি থামলেই পুনরায় কাজ শুরু করা হবে।

এই কাজ যেন সফলভাবে শেষ করতে পারি, সেই দোয়া সবার কাছে চাচ্ছি। যাঁরা পাশে ছিলেন, আছেন বা হবেন—সবার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা।

আল্লাহ তাআলা আপনাদের এই নেক আমল কবুল করুন। আমিন।

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

04/07/2025

#প্রজেক্ট_৫৬৭ #বৃক্ষরোপণ_প্রজেক্ট 🌳
প্রকৃতিকে সবুজ রাখার প্রত্যয়ে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম কয়েকটি উপজেলায় চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়া প্রদান, ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। নিচের ফুটেজ টি (মেহেরুননেসা জামে মসজিদ, বাশখালী,চট্টগ্রাম) বৃক্ষ রোপন সম্পন্ন ❣️

✅ প্রতিটি এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের নিয়ে গাছ লাগানো হচ্ছে
✅ প্রতিটি গাছের পরিচর্যার ব্যবস্থাও করা হচ্ছে।

আমাদের এই উদ্যোগে অংশ নিতে বা সহযোগিতা করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সবুজ ও প্রাণবন্ত বাংলাদেশ!

বৃক্ষরোপণ প্রজেক্টটি বাস্তবায়নে সহযোগিতা করছেন পরিবার।তাদের এমন সহযোগিতায় আমরা আগাতে পারছি।

উক্ত প্রতিষ্ঠান আমাদের ভালো কাজগুলোতে ওতোপ্রোতো ভাবে সবসময় জড়িত থাকছেন।

#বৃক্ষরোপণ
আশার আলো (LH)

 #জুন_২০২৫ এর শেষ পর্যন্ত আপনাদের দেয়া অনুদান অসহায়দের মাঝে পৌঁছে দেয়ার সংক্ষিপ্ত হিসাব বিবরণী আজ (০২ জুলাই ২০২৫) এ তুলো...
03/07/2025

#জুন_২০২৫ এর শেষ পর্যন্ত আপনাদের দেয়া অনুদান অসহায়দের মাঝে পৌঁছে দেয়ার সংক্ষিপ্ত হিসাব বিবরণী আজ (০২ জুলাই ২০২৫) এ তুলো ধরা হলো।
-গতমাসে মোট অনুদান খরচ হয় -২,২৪,৮৫৭/-
(দুই লক্ষ চব্বিশ হাজার আট শত সাতান্ন টাকা)
-গতমাসে মোট সহায়তা সংগ্রহ হয় -২,২৪,৬৮০/-
(দুই লক্ষ চব্বিশ হাজার ছয়শত আশি টাকা)

জুন মাসে খরচকৃত অনুদানঃ
#প্রজেক্ট_৫৫৫
নির্ধারিত মাদ্রাসায় সহায়তা, লক্ষীপুর -১,০১৮/-
#প্রজেক্ট_৫৫৬
ফ্যান সহায়তা, লক্ষীপুর -১৫,৫৫০/-
#প্রজেক্ট_৫৫৭
এতিম শিক্ষার্থীর শিক্ষা সরঞ্জাম, চট্টগ্রাম -৫,০১০/-
#প্রজেক্ট_৫৫৮
এতিম শিশুর জন্যে দুধ সহায়তা, ফরিদপুর -১,৭০০/-
#প্রজেক্ট_৫৫৯
২১ তম টিউবওয়েল স্থাপন, মহিমাগঞ্জ, গাইবান্ধা -৬,৩৪০/-
#প্রজেক্ট_৫৬০
মাদ্রাসা পুনঃ নির্মাণ, গাইবান্ধা -৫৫,০০০/-
#প্রজেক্ট_৫৬১
কুরবানি প্রজেক্ট -২০২৫ ইং, লক্ষীপুর -১,২২,৬৫২/-
#প্রজেক্ট_৫৬২
অসহায় পরিবারকে বাজার সহায়তা, লক্ষীপুর -২,৫৫০/-
#প্রজেক্ট_৫৬৩
ফ্যান বাবদ সহায়তা, গাইবান্ধা, লক্ষীপুর -৯,৯৭৭/-
#প্রজেক্ট_৫৬৪
দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বেতন পরিশোধ, লক্ষীপুর -৫,০৬০/-
----------------------------------------------------
মোট খরচ = ২,২৪,৮৫৭ টাকা

জুন মাসের আগত অনুদানঃ
#প্রজেক্ট_৫৫৫
নির্ধারিত মাদ্রাসায় সহায়তায় আগত, লক্ষীপুর -১,০১৮/-
#প্রজেক্ট_৫৫৬
ফ্যান সহায়তায় আগত, লক্ষীপুর -১৫,২৫০/-
#প্রজেক্ট_৫৫৭
এতিম শিক্ষার্থীর শিক্ষা সরঞ্জামে আগত, চট্টগ্রাম -৫,০০০/-
#প্রজেক্ট_৫৫৮
এতিম শিশুর জন্যে দুধ সহায়তায় আগত, ফরিদপুর -১,৭০০/-
#প্রজেক্ট_৫৫৯
২১ তম টিউবওয়েল স্থাপনে আগত, মহিমাগঞ্জ, গাইবান্ধা -৬,৩৪০/-
#প্রজেক্ট_৫৬০
মাদ্রাসা পুনঃ নির্মানে আগত, গাইবান্ধা -৫৫,০০০/-
#প্রজেক্ট_৫৬১
কুরবানি প্রজেক্ট -২০২৫ ইং এ আগত, লক্ষীপুর -১,২২,১৭২/-
#প্রজেক্ট_৫৬২
অসহায় পরিবারকে বাজার সহায়তায় আগত, লক্ষীপুর -২,৫৫০/-
#প্রজেক্ট_৫৬৩
ফ্যান বাবদ সহায়তায় আগত, গাইবান্ধা, লক্ষীপুর -১০,৬৫০/-
#প্রজেক্ট_৫৬৪
দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বেতন পরিশোধে আগত, লক্ষীপুর -৫,০০০/-
---------------------------------------------------------
মোট আগত = ২,২৪,৬৮০ টাকা

জুন-২৫ এ আগত অুনদান = ২,২৪,৬৮০ টাকা
জুন-২৫ মাসে মাসিক অনুদান = ০ টাকা
---------------------------------------
জুন-২৫ মাসে মোট অনুদান = ২,২৪,৬৮০ টাকা
জুন-২৫ মাসে মোট খরচকৃত = ২,২৪,৮৫৭ টাকা
---------------------------------------
মোট = (-) ১৭৭ টাকা

মে-২০২৫ ফান্ডে মোট জমা ছিল = (-) ৯০৪ টাকা
জুন-২০২৫ এ জমা হলো = (-) ১৭৭ টাকা

বর্তমানে ফান্ডে মোট জমা রইল = (-) ১,০৮১ টাকা

আল্লাহ্ তায়ালা আপনাদের দানকে কবুল করুক,
আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। সমাজের প্রকৃত অসহায়দের পাশে দাড়াতে আমাদের ক্ষুদ্র প্রচেস্টা চলছে...

আশার আলো (LH)
#অসহায়দের_হাসি_আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৬০ |  মাদ্রাসা নির্মান আপডেট  |গাইবান্ধা সাঘাটার একটি মাদ্রাসা নির্মানে আরো ১০ বস্তা সিমেন্ট পৌছে দেয়া হয়েছে...
02/07/2025

#প্রজেক্ট_৫৬০ | মাদ্রাসা নির্মান আপডেট |
গাইবান্ধা সাঘাটার একটি মাদ্রাসা নির্মানে আরো ১০ বস্তা সিমেন্ট পৌছে দেয়া হয়েছে,আলহামদুলিল্লাহ।

নির্মাণ কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে সবার সহযোগিতায়। এবার সহযোগিতা করেছেন #প্রবাসী_এক ভাই ৫হাজার টাকা পাঠিয়েছেন । আপনাদের দোয়া ও সমর্থন আমাদের পথচলার অনুপ্রেরণা।

শীঘ্রই আরও আপডেট আসছে। পাশে থাকুন!

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

আলহামদুলিল্লাহ! ১,০০০ ইট সংগ্রহ সম্পন্ন! 🧱সকলের আন্তরিক সহযোগিতায়  মাদ্রাসার জন্য প্রয়োজনীয় ১ হাজার ইট সম্পূর্ণভাবে সংগ্...
01/07/2025

আলহামদুলিল্লাহ! ১,০০০ ইট সংগ্রহ সম্পন্ন! 🧱
সকলের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসার জন্য প্রয়োজনীয় ১ হাজার ইট সম্পূর্ণভাবে সংগ্রহ হয়েছে। ❤️

যারা দান করেছেন, আল্লাহ আপনাদের দান কবুল করুন এবং এর বদলে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

📌 এখন আর কোনো ফান্ড সংগ্রহের প্রয়োজন নেই — ফান্ড সংগ্রহ বন্ধ ঘোষণা করা হলো।

আল্লাহ যেন আমাদের সবাইকে নেক কাজে যুক্ত রাখেন। আমিন।

#মাদ্রাসা_নির্মাণ
#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৬৯ কিছুদিন আগে মাদ্রাসা পুনঃ মেরামতের জন্য ২০ বস্তা সিমেন্ট প্রয়োজন বলে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরেছিলাম।ছ...
30/06/2025

#প্রজেক্ট_৫৬৯ কিছুদিন আগে মাদ্রাসা পুনঃ মেরামতের জন্য ২০ বস্তা সিমেন্ট প্রয়োজন বলে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরেছিলাম।
ছোট এই চাহিদাকে অনেকেই বড় করে দেখেছে, ঈমানি দায়িত্ববোধ থেকে কেউ কেউ নিজের সামর্থ্য অনুযায়ী অংশ নিয়েছেন এই দীনি প্রজেক্টে।

সেই মসজিদে ২০ বস্তা সিমেন্ট পৌঁছে দিতে পেরেছি,আলহামদুলিল্লাহ !

এই সিমেন্ট শুধু একটি ভবন গঠনের উপাদান নয়—এগুলো হল দীনের এক ছোট পাঠশালা গড়ে তোলার ভিত।
যেখানে শিশু-কিশোররা কুরআন শিক্ষা পাবে, নামাজ শিখবে, আদব শিখবে, একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে—সেই স্বপ্নের প্রথম ধাপ।

* মোট সংগ্রহ -১৩,৩২০
(ব্যাংক -৬০০)(৬৮০-৫০০৳)(৭২০-৫০০)
(ব্যাংক -৫০০৳)+(৩৬৮-৫০০)+(৭৬১-১০২০)
( ব্যাংক থেকে -৫০০৳)(ব্যাংক-৯২০০)
=১৩,৩২০

* মোট খরচ = ১১,০৫০/-
-সিমেন্ট ২০ বস্তা - ১০,৬০০
-সম্মানী -১০০
-চার্জ =১৮০
মোট =১০,৮৮০/-

▪️মোট সংগ্রহ -১৩,৩২০
▪️মোট খরচ = ১০,৮৮০/-
▪️ঘাটতি = ২৪৪০/-( যা পরবর্তী কাজে খরচ করা হবে)

প্রতিটি ধাপের আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে।
বিশেষ কৃতজ্ঞতা:
যাঁরা অর্থ দিয়ে, দোয়া দিয়ে কিংবা পাশে দাঁড়িয়ে এই কাজে সহায়তা করেছেন—আপনারাই এই মাদ্রাসার নীরব কারিগর।
আল্লাহ তাআলা আপনাদের এই খেদমত কবুল করুন এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

সবশেষে একটাই কথা—আপনারা পাশে থাকলে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা শুধু মেরামতই হবে না, একদিন আলোর কেন্দ্র হয়ে উঠবে।

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৭৫ | সহায়তা পোস্ট আপডেট |আমার গত পোস্টে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি এক অসহায় মা’র জন্য সহায়তা চাওয়া হয়েছিল, যিন...
29/06/2025

#প্রজেক্ট_৫৭৫ | সহায়তা পোস্ট আপডেট |
আমার গত পোস্টে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি এক অসহায় মা’র জন্য সহায়তা চাওয়া হয়েছিল, যিনি সড়ক দু'র্ঘট'নায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

আলহামদুলিল্লাহ! আপনাদের সহযোগিতায় আজ তার হাতে ২৫,০০০ টাকা ও বিকাশে ৪৯৭০ টাকা পৌঁছে দেওয়া হয়েছে।চার্জসহ মোট ৩০,৪৩২/- টাকা।
এই অর্থ দিয়ে আসন্ন জরুরি সার্জারির কিছু খরচ মেটানো সম্ভব হবে ইনশাআল্লাহ।

▪️মোট সংগ্রহ - ২৯,১৬৪ /-
▪️মোট খরচ -৩০,৪৩২/-
▪️মোট ঘাটতি- ১২৬৮
( যা #কাশফিয়ার'র বাবার তরপ থেকে প্রদান করা হয়)

যারা পাশে দাঁড়িয়েছেন—তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের সহানুভূতি ও ভালোবাসায়ই এই মা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।

সার্জারি এখনও বাকি, প্রয়োজন আরও সহযোগিতা।
📄 রিপোর্ট ও প্রমাণাদি সংরক্ষিত রয়েছে, চাইলে ইনবক্সে শেয়ার করা যাবে। ফান্ড সংগ্রহের বিস্তারিত তথ্য ছবি আকারে উপস্থাপন করা হলো।

Team DSC পরিবারের পক্ষ থেকে আবারও বিনয়ের সাথে অনুরোধ—
এই মায়ের পাশে দাঁড়াই, যার যা সম্ভব তা দিয়েই সহায়তা করি।

আশার আলো (LH)
#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

29/06/2025

#প্রজেক্ট_৫৭২ আলহামদুলিল্লাহ! আজ শুরু হলো সেই মাদ্রাসা নির্মানের কাজ

যে মাদ্রাসাটি পুনঃমেরামতের জন্য আমরা সহায়তা চেয়েছিলাম, ১হাজার ইট ও ২০ বস্তার সিমেন্টের জন্য সহায়তা সংগ্রহও করেছিলাম।

এই কাজ শুধু একটি ভবনের নয়—এটা একটি প্রজন্ম গড়ার কাজ।
একটি মাদ্রাসা মানে কয়েকটা দেয়াল নয়—এটা মানে ‍আলো ছড়ানো, চরিত্র গড়া, কুরআনের ছায়া তলায় শিশুদের আশ্রয় দেয়া।

📌 তবে এখনো প্রয়োজন রয়েছে কিছু সহায়তার—
🔹 আরও ১হাজার ইট (১০,০০০/-)
🔹 ১০০ ফিট বালু (২৫০০)
🔹 উপরের টিনশেডে ( ১০,০০০)
🔹 দরজা-জানালা ও রঙের খরচ(৫,০০০)

আমরা জানি সময়টা সবার জন্যই চ্যালেঞ্জের, তবুও কেউ যদি এই নেকির স্রোতে অংশ নিতে চান—এটাই সময়।
অল্প দিয়ে শুরু হলেও, এই কাজের প্রতিটি অংশে সাওয়াবের ভাগ আপনার থাকবে ইনশাআল্লাহ।

আপনার একটি সহায়তা হতে পারে কারো হিফজের প্রথম পাঠ, কারো নেক পথে চলার যাত্রা।

যাঁরা আগেও পাশে ছিলেন, আবারও পাশে চাই। যাঁরা ভাবছেন—এখনই এগিয়ে আসার সময়।
দোয়া, সাহায্য, উৎসাহ—সবকিছুই দরকার।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই খেদমতে কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন। আমিন।

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

Address


Telephone

+8801778438490

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amir-আমির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share