Amir-আমির

Amir-আমির "জন্মকে স্বার্থক করার প্রচেষ্টায়,
আমার ভালো কাজগুলোকে অনুসরণ করুন,
আমাকে নয়"এ সময় ফুরিয়ে যাবে"!!

চরম লজ্জার ..
18/09/2025

চরম লজ্জার ..

আলহামদুলিল্লাহ,  গতদিন একজন আলেম ভাইয়ের জন্য আমাদের নিয়মিত দাতা ও শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের নিকট ৫,০০০ টাকা কর্জে হাসানার ...
17/09/2025

আলহামদুলিল্লাহ, গতদিন একজন আলেম ভাইয়ের জন্য আমাদের নিয়মিত দাতা ও শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের নিকট ৫,০০০ টাকা কর্জে হাসানার আবেদন জানানো হয়েছিল।

আল্লাহর অসীম কৃপায় ও আপনাদের আন্তরিক সহযোগিতায় কয়েকজন দাতা ভাই-বোন এগিয়ে এসেছেন। তাদের সহযোগিতার ধারাবাহিকতায় আজ আবারও একজন আলেম ভাইকে সম্পূর্ণ বিশ্বাস ও আস্থার সহিত কর্জে হাসানা প্রদান করা হয়েছে।

📌 এই উদ্যোগটি আমাদের #প্রজেক্ট_৬০৫ হিসেবে সংরক্ষিত হলো।

আল্লাহ তায়ালা সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের দান ও সহযোগিতাকে কবুল করুন, দুনিয়া ও আখেরাতে এর উত্তম প্রতিদান দিন এবং যিনি সহায়তা পেয়েছেন তার জন্য সহজি ও কল্যাণের দরজা উন্মুক্ত করে দিন। আমীন।

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৬০৩ » চিকিৎসা সহায়তা « কাশফিয়ার বাবার দেয়া আমানত থেকে খুলনার একজন বোনকে চিকিৎসার জন্য ২,৫০০ টাকা সহায়তা করা হ...
17/09/2025

#প্রজেক্ট_৬০৩ » চিকিৎসা সহায়তা «
কাশফিয়ার বাবার দেয়া আমানত থেকে খুলনার একজন বোনকে চিকিৎসার জন্য ২,৫০০ টাকা সহায়তা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশার আলো (LH)

আল্লাহ তায়ালা দাতার দানকে কবুল করুন এবং সেই বোনকে দ্রুত আরোগ্য দান করুন।


#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৯৭   #সেপ্টেম্বর_২০২৫  এ আমাদের তত্ত্বাবধানে থাকা ১০ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর পড়াশোনার খরচ বাবদ ৬৭০০ টাকা...
17/09/2025

#প্রজেক্ট_৫৯৭ #সেপ্টেম্বর_২০২৫ এ আমাদের তত্ত্বাবধানে থাকা ১০ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর পড়াশোনার খরচ বাবদ ৬৭০০ টাকা পরিশোধ করা হয়েছে,আলহামদুলিল্লাহ আশার আলো (Ashar Alo)

এই মহৎ কাজে যারা আর্থিক সহযোগিতা করেছেন, আল্লাহ্‌ তাদের দানকে কবুল করুন, তাদের রিজিক ও জীবনে অফুরন্ত বরকত দান করুন।
🤲

শুভাকাঙ্ক্ষী সকল দাতা ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।


#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৯১ | ২৩তম টিউবওয়েল স্থাপন |📍অবস্থান: রায়পুর উপজেলা, চরইন্দুরিয়া। 📍উপকারভোগী :প্রায় ৩৫/৪০টি পরিবার।সমস্যা: রা...
16/09/2025

#প্রজেক্ট_৫৯১ | ২৩তম টিউবওয়েল স্থাপন |
📍অবস্থান: রায়পুর উপজেলা, চরইন্দুরিয়া।
📍উপকারভোগী :প্রায় ৩৫/৪০টি পরিবার।

সমস্যা: রায়পুর উপজেলার চরইন্দুরিয়ার অসহায় মানুষ গুলো দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে চরম কষ্ট ভোগ করে আসছে। ঘরের মা-বোনদের প্রতিদিন সকাল-সন্ধ্যা দূর-দূরান্ত থেকে ভারি কলসিতে করে পানি বহন করে আনতে হয়। এই কষ্টের কথা জানতে পেরে আমাদের হৃদয় গভীরভাবে স্পর্শিত হয়। তাদের এই কঠিন বাস্তবতা থেকে মুক্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আমাদের উদ্যোগ: এই দুঃখ-দুর্দশার কথা জানার পর আমরা সম্প্রতি সেখানে একটি স্থায়ী ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, একজন দানশীল প্রবাসী ভাই চরবাসীর এই কষ্ট দেখে আগ্রহের সহিত পুরো প্রজেক্টের funding দিতে এগিয়ে আসেন,সেই সাথে একজন আপুও শরীক হয়েছিলেন ।

খরচের বিস্তারিত বিবরণ:
· মোট সংগ্রহ: ৫৯,৯৬৫ টাকা
· মোট খরচ: ৫২,৩০০ টাকা
· অবশিষ্ট জমা: ৭,৬৬৫ টাকা
(রয়ে যাওয়া আমানত আরেকটি টিউবওয়েল স্থাপনে নীলফামারি পাঠানো হয়েছে)

ধন্যবাদ ও কৃতজ্ঞতা: এই প্রজেক্টটি সফলভাবে বাস্তবায়নের জন্য আমরা প্রবাসী ভাই ও আপুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের অসীম উদারতা ও সহযোগিতা ছাড়া এই টি বাস্তবায়ন করা সম্ভব হতো না।

দোয়া চাই: এই টিউবওয়েলটি যেন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করে এবং তাদের কষ্ট লাঘব হয়। দোয়া করবেন, যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলমান থাকে এবং আরো অসহায়, সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হতে পারে।


িউবওয়েল_স্থাপন
#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৬০২ ❝ সাপ্তাহিক খাবার প্রজেক্ট সম্পন্ন ❞ আলহামদুলিল্লাহ, ১৪।০৯।২৫ তারিখ এর  #সাপ্তাহিক_খাবার_প্রজেক্ট সফলভাবে...
15/09/2025

#প্রজেক্ট_৬০২ ❝ সাপ্তাহিক খাবার প্রজেক্ট সম্পন্ন ❞
আলহামদুলিল্লাহ, ১৪।০৯।২৫ তারিখ এর #সাপ্তাহিক_খাবার_প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে প্রায় ৭০+ জন অসহায় মানুষের হাতে একবেলা খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে।

এই আয়োজনের পেছনে যারা শ্রম, সময় ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন—
তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ❤️

৬ষ্ঠ সপ্তাহের খাবার প্রজেক্টের সর্বশেষ আপডেট
🟢 আগত অর্থ
বিভিন্ন সহযোগীর কাছ থেকে মোট সংগ্রহ হয়েছে
(০৭→১১০৳, ০৪→১০০৳, ১৫→১০০৳,
৭৪→২০৩৳, ৫৩→১০০৳, ৬১→১০০৳,
১৮→১০০, ০৫→১০৯, ২২→১০১,
০৩→১০০ রকেট, ০৫→১০০, ০০→১০০০,
৯৮→১০০, ০৭→১০০, ১৬→১০০,
৪৭→১০১, ৪০→১০০, ১৮→২০০,
৬২→১৫০, ৫৩→৫০০, MIT→৮৪,
১৬→১০০, ৪৭→১০০, ২৪→১০০,
২২→১০০, ৭১→১০০, ৫৬→১০০,
৫৬→১০০, ৭০→৫০ নগদে →আদনান ভাই ৩০০০)
= ৭,৪০৮/-।

🔴 খরচের হিসাব
১) মুদি দোকানে → ৩,৩৪০/-
২) মুরগী → ২,১১০/-
৩) লাউ → ১৭০/-
৪) কাঁচা মরিচ → ২০/-
৫) শসা → ১০০/-
৬) গাড়ি ভাড়া → ১৫৫+১৩৫
৭) বিকাশ চার্জ → ১০০/-
📌 মোট খরচ = ৬,১৩০/-

⚖️ সারসংক্ষেপ
➡️ মোট সংগ্রহ: ৭৪০৮/-
➡️ মোট খরচ: ৬,১৩০/-
➡️ ঘাটতি/জমা : ১২৭৮-



#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৬০২ খাবার প্রজেক্ট সম্পন্ন আলহামদুলিল্লাহ, আজকের খাবার প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।৭০+ মানুষের হাতে একবেলা...
14/09/2025

#প্রজেক্ট_৬০২ খাবার প্রজেক্ট সম্পন্ন

আলহামদুলিল্লাহ, আজকের খাবার প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
৭০+ মানুষের হাতে একবেলা খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে।

এই আয়োজনের পেছনে যারা শ্রম, সময় ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন—
তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ❤️



#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৫৯৪ পূর্বের একটি পোস্টে চট্টগ্রাম ফাসিয়াখালীর একটি মাদ্রাসার জন্য ৩০ পিচ কোরআন চেয়ে যে সহায়তা পোস্ট করেছিলাম,...
14/09/2025

#প্রজেক্ট_৫৯৪ পূর্বের একটি পোস্টে চট্টগ্রাম ফাসিয়াখালীর একটি মাদ্রাসার জন্য ৩০ পিচ কোরআন চেয়ে যে সহায়তা পোস্ট করেছিলাম, তা পৌছে দেয়া হলো, আলহামদুলিল্লাহ 💗
এভাবেই আপনাদের পাঠানো আমানত সঠিকভাবে পৌছে দিতে সর্বোচ্ছ চেস্টা করছে Team DSC

#প্রজেক্টটি_বাস্তবায়নের_বিস্তারিত_বিবরণঃ
অনুদান সংগ্রহ
[ ( সাব্বির ভাই -৯০০)(৬২ থেকে ২০০)(০০-৩০০)
(০৭-৩০৫)(৩৫ থেকে ২০)(১৪ থেকে ৫০)( শাওন ভাই -৩০০০)(৫৩ থেকে -৬০০)(৮১থেকে ৩০৫)
(৭৮ -থেকে ৬১০)(৭১-থেকে ৬১১)(৯৬-থেকে ৩০০)(ব্যাংক ৯৬০)(৭৮-থেকে ৩০০)(ন/৭০ -১৫০)( ব্যাংক থেকে ৩০৬০)(৫৫-থেকে ৫০০)(২৬-থেকে ২০৩)( মিজবাহ -৫০০)(ইফতেখার -১০০০)= ১৩,৮৭৪

- খরচ বিবরণী নিম্নরুপ.....
১। কুরআন ৩০ পিস (২৭০*৩০) = ৮,১০০
২। ভাড়া = ৪০০
৩। চার্জ = ১৭২
৪। আনুষঙ্গিক -২৮
মোট খরচ : ৮৭০০ টাকা

▪️মোট সংগ্রহ =১৩,৮৭৪
▪️মোট খরচ = ৮৭০০
▪️মোট = ৫,১৭৪
ভুলত্রুটি চোখে পড়লে মেহেরবানী করে অবগত করুন🙏

*** রযে যাওয়া আমানত পরবর্তী কোরআন প্রজেক্টে উপহার দেয়া হবে ইনশাআল্লাহ ( পোস্ট করার কিছুক্ষণের মধ্যে টাকা আসতে থাকায় অতিরিক্ত জমা রয়ে গেছে, তবে নিশ্চিত থাকুন আপনার টাকা কোরআন ফান্ডে খরচ হবে)

আশার আলো (LH)

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি
Seeking Chittagong DSC

 #প্রজেক্ট_৬০২ বৃদ্ধাশ্রমে খাবার প্রজেক্ট আপডেট 🍲আলহামদুলিল্লাহ, আজকের খাবার প্রজেক্টের রান্না শুরু হয়েছে। প্রায় ৭০+ মান...
14/09/2025

#প্রজেক্ট_৬০২ বৃদ্ধাশ্রমে খাবার প্রজেক্ট আপডেট 🍲
আলহামদুলিল্লাহ, আজকের খাবার প্রজেক্টের রান্না শুরু হয়েছে। প্রায় ৭০+ মানুষের জন্য খাবারের আয়োজন চলছে বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে।

পরবর্তী আপডেট শীঘ্রই আসছে...


#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

আগামীকালের  একবেলা ভালো  খাবারের  আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করলো Team DSC , আলহামদুলিল্লাহ।চাইলে আপনিও অংশগ্রহণ করতে প...
13/09/2025

আগামীকালের একবেলা ভালো খাবারের আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করলো Team DSC , আলহামদুলিল্লাহ।

চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন।

#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

 #প্রজেক্ট_৬০১ ❝একসেট বই প্রজেক্ট আপডেট❞ গতদিন   তে একটি পোস্ট করা হয়, একজন অসহায় ভাইয়ের জন্য বই চেয়ে।আলহামদুলিল্লাহ, শি...
13/09/2025

#প্রজেক্ট_৬০১ ❝একসেট বই প্রজেক্ট আপডেট❞
গতদিন তে একটি পোস্ট করা হয়, একজন অসহায় ভাইয়ের জন্য বই চেয়ে।
আলহামদুলিল্লাহ, শিক্ষার্থী ভাইকে একাদশ শ্রেণীর পুরো নতুন এক সেট বিজ্ঞান বিভাগের বই কিনে দিয়েছেন চট্টগ্রামের এক বোন। স্বেচ্ছাসেবক
ভাই বোনরা দুপুরেই ছুটে যান ছেলেটির পাশে দাড়াতে

- মোট প্রাপ্তি : ৪১৭৫ টাকা

- বইয়ের দাম : ৩৪০০ টাকা

- বিকাশ চার্জ : ৩০ টাকা

- মোট খরচ : ৩৪০০ + ৩০ = ৩৪৩০ টাকা

- বাকী : ৪১৭৫ – ৩৪৩০ = ৭৪৫ টাকা জমা
ভুল-ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে।

গতকাল রাতে পোস্টটি গ্রুপে করা হয়,সেখান থেকে একজন সহৃদয়বান এগিয়ে আসেন ছেলেটির পাশে দাড়াতে। ছেলেটি একটি এটিএম বুথের চাকরি করে।


Team DSC
#অসহায়দের_হাসি__আমাদের_খুশি

আলহামদুলিল্লাহ, আপডেট আসছে...
13/09/2025

আলহামদুলিল্লাহ, আপডেট আসছে...

Address

Chittagong
4330

Telephone

+8801778438490

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amir-আমির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share