11/10/2025
সবাইকে'ই শুভেচ্ছা।
প্রকাশিত হলো ' নারীকন্ঠ' ❤️
বর্ষ ১৩। সংখ্যা ৭৪। ২০২৫।
প্রচ্ছদ চিত্র: শাহরিয়ার ফারজানা ( Shahriar Farzana )
প্রচ্ছদমুখ: পারভিন জালাল
সমাজসেবী ও সংগঠক।
সম্পাদকীয়
এই বছর আকস্মিকভাবে আমরা মহান এক গুণিজন ও মানবহিতৈষীকে হারিয়েছি যাঁর শূন্যস্থান পূরণ হবে না হয়তো কখনও। তিনি আমাদের নারীকণ্ঠ-র অন্যতম উপদেষ্টা ছিলেন, সুখেদুঃখে সবসময় তাঁকে কাছে পেয়েছি একান্ত আপনজন হিসেবে। লেখা দিয়ে, সুপরামর্শ দিয়ে, দুঃসময়ে উৎসাহ ও সাহস দিয়ে তিনি নারীকণ্ঠ-র চলার পথকে সুগম করে তুলেছিলেন অনেকটাই। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত—যিনি আনুষ্ঠানিকতাকে আন্তরিকতায় রূপান্তরিত করতে জানতেন। সুপ্রিয় পাঠক, চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রাক্তন সভানেত্রী ও রম্যসাহিত্যিক জিনাত আজমের (১৯৫২-২০২৫) কথা বলছি।
নারীকণ্ঠ-র চলতি সংখ্যায় প্রয়াত জিনাত আজমের স্মরণে প্রকাশ করা হলো তেইশটি স্মৃতিচারণমূলক গদ্য; লিখেছেন চট্টগ্রামের নবীন-প্রবীণ লেখকগণ: পারভিন চৌধুরী, খালেদা আউয়াল, এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা, মহুয়া চৌধুরী, তহুরীন সবুর ডালিয়া, পারভিন জালাল, বিচিত্রা সেন, সুলতানা নুরজাহান রোজী, সাহানা আখতার বীথি, আখতারী ইসলাম, রোকসানা বন্যা, বদরুননেসা সাজু, আবুল কালাম বেলাল, আতিক উল আজম খান, আহমেদ মনসুর, মৃণালিনী চক্রবর্ত্তী, সৈয়দা সেলিমা আক্তার, শামিমা ফাতেমা মুন্নী, আয়েশা পারভীন চৌধুরী, মারজিয়া খানম সিদ্দি, তাহেরা বেগম, কুসুম আকতার মাইজভাণ্ডারী ও শাহরিয়ার ফারজানা। এছাড়া জিনাত আজমের স্মরণে কবিতা লিখেছেন ফরিদা ফরহাদ, মেহেরুননেসা রশিদ, কামরুন ঋজু ও কোহিনুর শাকি। এসব ব্যক্তিগত গদ্যে ও কবিতায় জিনাত আজমকে গভীরভাবে অনুভব করা যায়।
সম্প্রতি মৃত্যুবরণ করেছেন দেশের আরও দুই খ্যাতিমান ব্যক্তি: লেখক-গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর (১৯৩১-২০২৫) এবং সংগীতশিল্পী ফরিদা পারভীন (১৯৫৪-২০২৫)। আমরা প্রয়াত সকল গুণিজনের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।
নারীকণ্ঠ-র ‘প্রচ্ছদমুখ’ বিভাগে এবার আছেন বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক পারভিন জালাল। ‘সাক্ষাৎকার’ বিভাগে মুদ্রিত হলো চট্টগ্রামের ছয়জন নারী কলেজশিক্ষক—শাহানা পারভীন, সৈয়দা নুসরাত জাহান, বিচিত্রা সেন, রোকসানা বেগম, সুরাইয়া শারমীন ও ফারহানা ইসলাম রুহীর সাক্ষাৎকার। মনোজ্ঞ স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষাঙ্গনের পরিবেশ, শিক্ষানীতি, পাঠ্যসূচি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মূল্যবান মতামত ব্যক্ত করেছেন তাঁরা। তাঁদের অভিজ্ঞতাসঞ্জাত পরামর্শ ও দিকনির্দেশনা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ শিক্ষক-অভিভাবক, শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হবে, আশা করি। এ-সংখ্যায় রইল অমৃতা নন্দিনীর একগুচ্ছ কবিতাও।
নারীকণ্ঠ-র সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর প্রতি বিনম্র শুভেচ্ছা ও ভালোবাসা।
শাহরিয়ার ফারজানা
সম্পাদক - নারীকন্ঠ
১০/১১/২০২৫