03/08/2025
অফিসের এক সিনিয়র বড় ভাই একদিন তার পরিবারের কথা বলছিলো,তখন সে তার স্ত্রীর বিষয়ে বলে, আমি সকাল ৬ টা থেকে রাত ৮ অবদি সারাদিন পরিশ্রম করে যখন বাসায় যাই তখন আমার স্ত্রী দেখে একটা হাসি দিয়ে কথা বলি।তখন স্ত্রী এক গ্লাস পানি এনে হাতে দিয়ে বলে সারাদিন এতো পরিশ্রম করো তাও কিভাবে এতো মিষ্টি হাসি দাও। ক্লান্ত লাগে না তোমার।তখন সেই ভাই বলে তুমিও তো সকাল থেকে ঘুমাতে যাওয়া অবদি একটা কাজ করো।আমাদের সবার খাবার টাইম টু টাইম রেডি করো।বাচচাদের সকুলের সব একা সামলাও।তাদের পড়াশুনার খেয়াল রাখো।ঘরের সব কাজ একা করো।তাও তো তোমার মুখে হাসি লেগে থাকে।আমি তো একদিন ছুটি পাই তুমি তো সেটাও পাও না।আমার চাইতে তুমি বেশি ক্লান্ত হও কিনতু তবুও তুমি করে যাও সব কাজ।তাই তোমাকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়।এই যে নিজের স্ত্রীর প্রতি তার যে সম্মান এটা কি সবাই দিতে পারে।পারেনা।যারা দিতে পারে তাদের সংসারে অশান্তি ও একটু কম।যারা পারে না তারা আসলে তাদের পরিবার থেকেই এই শিক্ষা পায়।স্ত্রী কে Dominate করে রাখা তারা হয়তো তার বাবার কাছ থেকেই শিখে।এজন্যই বলে আপনার বাচচাদের সামনে আপনি আপনার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করবেন সে তাই শিখবে।আর সবার উপরে কথা একটাই বলবো মনুষ্যত্বহীন লোক পশুর সমান।