Rupa's fashion

Rupa's fashion চোখ জুরানো কালেকশন ��� Rupa's fashion.

অফিসের এক সিনিয়র বড় ভাই একদিন তার পরিবারের কথা বলছিলো,তখন সে তার স্ত্রীর  বিষয়ে বলে, আমি সকাল ৬ টা থেকে রাত ৮ অবদি সারাদ...
03/08/2025

অফিসের এক সিনিয়র বড় ভাই একদিন তার পরিবারের কথা বলছিলো,তখন সে তার স্ত্রীর বিষয়ে বলে, আমি সকাল ৬ টা থেকে রাত ৮ অবদি সারাদিন পরিশ্রম করে যখন বাসায় যাই তখন আমার স্ত্রী দেখে একটা হাসি দিয়ে কথা বলি।তখন স্ত্রী এক গ্লাস পানি এনে হাতে দিয়ে বলে সারাদিন এতো পরিশ্রম করো তাও কিভাবে এতো মিষ্টি হাসি দাও। ক্লান্ত লাগে না তোমার।তখন সেই ভাই বলে তুমিও তো সকাল থেকে ঘুমাতে যাওয়া অবদি একটা কাজ করো।আমাদের সবার খাবার টাইম টু টাইম রেডি করো।বাচচাদের সকুলের সব একা সামলাও।তাদের পড়াশুনার খেয়াল রাখো।ঘরের সব কাজ একা করো।তাও তো তোমার মুখে হাসি লেগে থাকে।আমি তো একদিন ছুটি পাই তুমি তো সেটাও পাও না।আমার চাইতে তুমি বেশি ক্লান্ত হও কিনতু তবুও তুমি করে যাও সব কাজ।তাই তোমাকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়।এই যে নিজের স্ত্রীর প্রতি তার যে সম্মান এটা কি সবাই দিতে পারে।পারেনা।যারা দিতে পারে তাদের সংসারে অশান্তি ও একটু কম।যারা পারে না তারা আসলে তাদের পরিবার থেকেই এই শিক্ষা পায়।স্ত্রী কে Dominate করে রাখা তারা হয়তো তার বাবার কাছ থেকেই শিখে।এজন্যই বলে আপনার বাচচাদের সামনে আপনি আপনার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করবেন সে তাই শিখবে।আর সবার উপরে কথা একটাই বলবো মনুষ্যত্বহীন লোক পশুর সমান।

প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত।তাতে সমাজ বলুক না,এতো দেরিতে বিয়ে করছিস?বিয়েটাই জীবনের শেষ পরিণতি ...
31/07/2025

প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত।তাতে সমাজ বলুক না,এতো দেরিতে বিয়ে করছিস?

বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয়।২০-২১ বছর বয়সে জীবনটা শুরু হয়। জীবনের কিছুটা বছর শুধু নিজের ওপর ইনভেস্ট করা উচিত।নাহলে,১০বছর পর এসে কেউ খোঁচা দিতেই পারে দুপয়সা ইনকাম করে দেখাও!

তখন আফসোস থাকবে,রাগ আসবে,সম্পর্কে বিভেদ আসবে,কিন্তু সময় ফিরে আসেনি কখনও,আর ফিরবেও নাহ!🖤নিজের ইনকামে নিজের খরচ চালানো সত্যি অনেক আনন্দের।সেই টাকা দিয়ে কাউকে কিছু দিতে পারাটা ও আনন্দের❤️❤️🧡💛💚💙💜🤎

23/07/2025

ফেইজবুকে ঢুকলেই সুধু কান্না আর আহাজারি। মন টা কে কোন ভাবেই মানাতে পারছি না।নিজের সন্তান গুলোরে একা ছাড়তেও ইচছা করে না।কেমনে সইবে ওই বাবা মা তাদের সন্তান হারানোর বেদনা।যেই মা সন্তান এর মুখে খাবার দেয়ার আগে নিজের মুখে আগে দিয়ে দেখে সইবে কিনা🥲সনতানে মুখে খাবার দেওয়ার পর তার যদি গরম লাগে, মুখের ভেতর ফু দিতে থাকে,সেই মা নিজের চোখে দেখলো তার সন্তান পুরে ছাই হয়ে গেছে,সেই মা দেখলো সন্তানের চামড়া খসে পড়ছে🥲সেই পরিবার দেখলো চোখের সামনে সনতানের দম বন্ধ হয়ে যাচ্ছে 🥲আললাহ ওই পরিবার গুলোকে এত বড় শোক সইবার তৌফিক দান করুন🤲

ভুল মানুষের সাথে চলার চাইতে,নিঃসংগ থাকা ভালো😊😊Rupa's fashion
19/07/2025

ভুল মানুষের সাথে চলার চাইতে,নিঃসংগ থাকা ভালো😊😊
Rupa's fashion

একটা পুরুষ ১০ বা ১২ বা তারো অধিক সময় ধরে একটা নারীর সাথে একই ছাদের নিচে বসবাস করে।তখন  ও সে যানে না তার বৌ  এতো খারাপ।তা...
09/07/2025

একটা পুরুষ ১০ বা ১২ বা তারো অধিক সময় ধরে একটা নারীর সাথে একই ছাদের নিচে বসবাস করে।তখন ও সে যানে না তার বৌ এতো খারাপ।তাকে কখনো শুনবেন ও না এই কথা বলতে কারো কাছে।অথচ যখন দেখবেন সে লোক অন্য বেটির ফাঁদে পড়ে যায় তখন থেকে শুরু হয় তার স্ত্রীর প্রতি হাজারো অভিযোগ। যাকে তাকে স্ত্রীর বদনাম করবে,এবং কি নিজের পরিবারের কাছে ও স্ত্রী বদনাম করবে।কেনো রে ভাই।এতোই যদি জালাইতো তাহলে তো অনেক আগেই ছেড়ে চলে যাইতেন।বুড়া বয়সে এতো নাটক না করলে হয় না আপনার😊মাফ করেন।তাও যেদিকে যেতে চান চলে যান।অন্তত বো ভালো না বইলেন না।একজন স্ত্রী যা সইছে তা আরেকজন এসে সইবে না।কোন দিনও😊

07/01/2024

ভাইরে দেশটা নাকি ডিজিটাল কিন্তু ভোট দেয়ার সিস্টেম টা কেনো পুরাতন।সরকার তার দেশ ডিজিটাল করার আগে ভোট দেয়ার পদ্ধতি ডিজিটাল করা উচিত।

13/12/2023

পাকনা বুড়ি💋💋

06/12/2023
 তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সে নিজেও আমেরিকার গ্রিন কার্ড ধারী, এবং তার সন্তানদের জন্মসূত্রে বাংলাদেশী না বানা...
06/12/2023


তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সে নিজেও আমেরিকার গ্রিন কার্ড ধারী, এবং তার সন্তানদের জন্মসূত্রে বাংলাদেশী না বানানোর জন্য আমেরিকাতেই জন্ম দিয়েছেন,

এটাতেই স্পষ্টভাবে বোঝা যায় যে নিজ দেশের প্রতি তার আস্থা কতটুক,

এখন তিনি চাচ্ছেন এই দেশের রাজনৈতিক নেতা হতে, তিনি কি আসলেই নেতা হতে চান ,নো নেভার অর্থ উপার্জনের একটা লাইসেন্স ধারী ফ্যাক্টরি খুলতে চান, নিজের দেশটাকে শুধু ব্যবসায়ীক কারখানাই পরিণত করবে এটা জাতির কাছে স্পষ্ট,

এই ধরনের দেশপ্রেমিকের হাতে বার বার দেশটাকে তুলে দেওয়া খুবই দুঃখজনক, এসব ভন্ড দেশ প্রেমিককে দিয়ে কোন মঙ্গল হতে পারেনা অসম্ভব..

মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান দুইটা ভিন্ন জিনিস ব্যক্তিত্বের দিক থেকে আকাশ আর পাতাল ব্যবধান..

ব্যক্তি সাকিবকে আমার কোনদিনও ভালো লাগেনি ...
©️ ,Universal Boss🙂

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক ...
15/11/2023

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক বছর ধরে থাকি। তাই ধারণা হচ্ছে, এটা সুস্পষ্ট বয়কটের প্রভাব।

আমাদের কাজ যতো ছোটই মনে হোক না কেন আমাদের দৃষ্টিতে, এর একটা প্রভাব পড়েই। হয়তো অনেক ক্ষেত্রে কতো বড় প্রভাব পড়ে তা আমাদের কল্পনার উর্ধ্বে। আপনি একজন ব্যক্তি ই***য়েলের প্রোডাক্ট বর্জন করুন, না পারলে অন্তত এই সময়টা কোক পেপসি এসব না খেয়ে থাকুন, এটা বৃথা যাবে না ইনশা আল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদেরকে যে যার যার জায়গা থেকে যতোটুক করা সম্ভব তা করতে অবহেলা না করার তৌফিক দান করুন।

স্থান: ২ নম্বর গেইট, চট্টগ্রাম।

কপি

লুবাবা একটা বাচচা মেয়ে।আর ভুল তো বুড়াদেরও হয়,আর বাচচার ভুল হতেই পারে।সব কিছুকে নেগেটিভ ভাবে দেখানোটা কি ঠিক,একটা বাচচা স...
02/11/2023

লুবাবা একটা বাচচা মেয়ে।আর ভুল তো বুড়াদেরও হয়,আর বাচচার ভুল হতেই পারে।সব কিছুকে নেগেটিভ ভাবে দেখানোটা কি ঠিক,একটা বাচচা সে বলেছে আমি
কেঁন্দে দিয়েছি।এখানে আমরা বুজলাম যে, সে মুজিব সিনেমা টি দেখে হয়তো বিস্মিত হয়েছে,তাই এমনটি বলেছে,এটা তো আপনার বা আমার বাচচার ক্ষেত্রেও হতে পারে।তাই বলে কি আপনার বাচ্চাকেও এরকম হয়রানির শিকার হতে হবে।খুবই দঃখজনক কথা 😌

Address

Chittagong
1993

Telephone

+8801994129035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupa's fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupa's fashion:

Share