The Key To Jannat

The Key To Jannat Assalamu alaikum

28/02/2025
02/06/2022

কি কি কাজ করলে শিরক হয়?
শিরক সম্পর্কে জানলেন না...তো আপনার এ জীবনই বৃথা! নামাজ, রোজা,হজ্জ,দানের মতো বড় বড় ইবাদতকে এটা ধ্বংস করে দেয়। আর শেষ ফলাফল হলো স্থায়ী ভাবে জাহান্নামে অবস্থান।
🔘আল্লাহ্ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক।
__(আবু দাউদ:৩২৩৬(ইফা)
🔘কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক।
__(বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০)
🔘মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক।
__(সুর জীন: ২০, মুসলিম:১০৭৭,আবু দাউদ, মুত্তাফাকুন আলাই)
🔘আল্লাহ্ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া কিংবা
মাজারের নামে মানত করা শিরক।
__(সহিহ বুখারি: অধ্যায় : তাকদির)
🔘কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক।
__(বুখারি, আবু দাউদ:৩৯১০)
🔘কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি বলে এইরকম গায়েবি ডাকা শিরক।
বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়।
__(সুরা বাকারাহঃ ১৫৬)
🔘তোর ভবিষ্যত অন্ধকার', 'তর কপালে বহুত কষ্ট আছে',
এই ধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক।
__(সুরা নমল:৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯)
🔘হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এই
ধারনা শিরক
__(সুরা আনাম:১৭, ইউনুস:১০৭)
🔘রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরীরে
পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্তু লটকানো শিরক।
__(তির্মিযি, আবু দাউদ ও হাকেম)
🔘সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমঙ্গল হয় এই ধারনা করা শিরক!।
__(আবু দাউদঃ৩৯১০)
🔘সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যবহার করা শিরক।
__(সুরা আনাম:১৭, ইউনুস :১০৭)
🔘যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক
যেমন: পতাকা, স্মৃতিসৌধ, শহিদ মিনার কিংবা মাজার ইত্যাদি।
__(সুরা বাকারাহ:২৩৮, আহকাফ:৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ:৪০৩৩)
🔘আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরক।
__(সুরা আনাম:১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ:১১০,ইমরান:৬৪, ইবনে মাজাহ হা নং৫২০৪)
🔘আল্লাহ্ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক
__(সুরা নমল:৬৫, আল জিন:২৬, আনাম:৫৯)
🔘পায়রা/ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক,
কারণ শান্তিদাতা একমাত্র আল্লাহ্
__(সুরা হাশরঃ ২৩)
🔘আল্লাহর ছাড়া কোন পির-আওলিয়া এবং কোন মাজারের নিকট দুয়া করা বা কোন কিছু চাওয়া শিরক।
__(সুরা ফাতিহা:৪, আশ শোআরা:২১৩, গাফির:৬০, তির্মিযি)
🔘“আপনি চাইলে এবং আল্লাহ্ চাইলে এই কাজটি হবে" এই কথা বলা শিরক
__(নাসাঈ শরিফ) এখানে শুধু অাল্লাহ্ চাইলে হবে, বলা যেতে পারে।
এইরকম আরো অসংখ্য শিরক সমাজে বিদ্যামান।
আল্লাহ্ বলেন, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে শিরকও করে।
__(সুরা ইউসুফঃ ১০৬)
মনে রাখবেন,,
শিরক এমন একটি গুণাহ যা করলে ঈমান এবং পূর্বের সমস্ত আমল সম্পুর্ন নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ্ যেকোন গুণাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুণাহ ক্ষমা করবেন না।
আল্লাহ্ বলেন,,
নিসন্দেহে আল্লাহ্ ইচ্ছা করলে যেকোন গুণাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুণাহ কখনো ক্ষমা করবেন না।
__(সুরা নিসা :৪৮,১১৬)
নিশ্চয় যে ব্যাক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ্ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন।
__(সুরা মায়িদাহ:৭২)
রাসুল্লাহ্ (সাঃ) বলেছেন,,
“আমার সামনে জিব্রাঈল আবির্ভূত হলেন। তিনি বললেন, আপনি আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যাক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি করে থাকে? তিনি বললেন: যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি করে থাকে।
__(সহিহ বুখারি :১২৩৭,মুসলিম:৯৪)
শিরক হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসত্মাক বিষয়। শত পাপ করলে ও কিয়ামতের দিন তা ক্ষমার সম্ভবনা আছে কিন্তু শিরকের পাপ ক্ষমার কোন সম্ভবনাই নেই এবং তা নিসন্দেহে জাহান্নামে নিয়ে যাবে।
আল্লাহ্ সবাইকে বুঝার তৌফিক দান করুক।
_আমিন!

18/02/2022
30/01/2022

যদি আপনি আল্লাহর প্রতি অনুগত থাকা সত্ত্বেও চারপাশ থেকে অসহনীয় যন্ত্রনা আষ্টেপিষ্টে আপনাকে আঁকড়ে ধরে থাকে তবে হতাশ হবেননা।
নবী রাসূলদের জীবনী পড়ে দেখুন তাঁরা কিভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে।
♦ ইব্রাহিম (আলাইহিস সালাম) নিজ গৃহ থেকে বিতাড়িত হয়েছেন, তাঁর জনগন কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন।
♦ মূসা (আলাইহিস সালাম) এর মাকে আদেশ দেওয়া হয়েছিল তাঁর সদ্যজাত শিশুকে নদীতে ফেলে দেওয়ার জন্য।
♦ ইয়াকুব (আলাইহিস সালাম) তাঁর ছেলে ইউসুফ (আলাইহিস সালাম) থেকে অনেক বছরধরে বিচ্ছিন্ন ছিলেন।
♦ মারইয়াম (আলাইহিস সালাম) স্বামী ছাড়া একটি শিশু জন্ম দিয়ে [ ঈসা (আলাইহিস সালাম) ] মানুষের অপবাদের ভয়ে পেরেশান ছিলেন।
উপরোক্ত সব ভীতিপ্রদ পরিস্থিতি সবচে' উত্তম অবস্থা তৈরী করেছিল।
♥ আল্লাহ ইব্রাহিম (আলাইহিস সালাম)কে মুক্ত করে দুই জাতির পিতা বানিয়েছেন।
♥ মূসা (আলাইহিস সালাম) জালিম ফেরআউনের ঘরে থেকে ভবিষ্যত পরিকল্পনা শিখে নিজ মায়ের কাছে পুনরায় গিয়েছিলেন।
♥ ইউসুফ (আলাইহিস সালাম) গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েই নিজ বাবার কাছে পুনরায় গিয়েছিলেন।
♥ মারইয়াম (আলাইহিস সালাম) ইতিহাসে স্বর্ণাক্ষরে রয়ে আছেন এবং তাঁর শিশুটির মাধ্যমেই নিরাপত্তা পেয়েছেন।
আপনার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই বাহ্যিকতার মত ভয়ঙ্কর কিছু না। অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন। আপনার জন্যও আল্লাহর একটা প্ল্যান আছে ইন শা আল্লাহ।
আল্লাহ বলেছেন,
"হতে পারে যে তোমরা যা অপছন্দ করছ, বস্তুতঃ তারই মধ্যে আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন।।"
(সূরা নিসা, আয়াত নং ১৯)

Beautiful View of
28/01/2022

Beautiful View of

Address

Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Key To Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Key To Jannat:

Share

Category