Safa Shop

Safa Shop পেইজের ডান পাশে লাইক দিন

21/07/2025
18/07/2025

যখন আপনার কামনা-বাসনা, নফস ও দুর্বলতা আপনাকে গ্রাস করবে, কিছুই আপনার পক্ষে হচ্ছে না তখন আল্লাহর কাছে নূহ আ'লাইহিসসালাম এর দুআটি পড়ুন;

‎رَبِّ إِنِّي مَغْلُوبٌ فَانتَصِر
‎রব্বি ইন্নি মাগলুবুন ফানতাসির

‎”হে আমার রব আমি শেষ হয়ে যাচ্ছি, হেরে যাচ্ছি তাই আমাকে বিজয় দান করুন, সাহায্য করুন।”

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !চলুন একসাথে জেনে নিই !💐 ১. কেউ কেউ পেটের উপর ...
14/07/2025

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !
চলুন একসাথে জেনে নিই !
💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।
১. পেটের উপর ঘুমানো:
এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।
৩. বাম কাত হয়ে ঘুমানো:
সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।
৪. ডান কাত হয়ে ঘুমানো:
ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।
💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।
হাদীস দ্বারা প্রমাণ:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”
📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)
প্রাচীন বাণী:
পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম
পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম
বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)
ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।
📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।
🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ !

🌺কপি পোস্ট 🌺

কলিজা গুলোর হাসি মধুর চেয়ে মিষ্টি। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
07/07/2025

কলিজা গুলোর হাসি
মধুর চেয়ে মিষ্টি। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

02/07/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন।
আলহামদুলিল্লাহ আমি ভাল আছি

বিদায় কসবা। ভালবাসা রহিল। ❤️❤️❤️❤️
28/06/2025

বিদায় কসবা।
ভালবাসা রহিল।
❤️❤️❤️❤️

এক মাত্র মা বাবা ই বুঝে সন্তান তাদের কাছে কি। দোয়া চাই মা ও বাবার জন্য।
29/12/2023

এক মাত্র মা বাবা ই বুঝে সন্তান
তাদের কাছে কি।
দোয়া চাই মা ও বাবার জন্য।

29/12/2023

আসসালামু আলাইকুম
জুমা মোবারক
সবাই কেমন আছেন।

12/12/2023

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন।
আলহামদুলিল্লাহ আমি ভাল।

14/10/2023

আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। সাফা সপের যাত্রা শুরু হলো দোয়া চাই সকলের।
29/08/2023

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন।
সাফা সপের যাত্রা শুরু হলো
দোয়া চাই সকলের।

Address

Chittagong

Telephone

+8801813669933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safa Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safa Shop:

Share