15/07/2021
#হঠাৎ বিয়ে ঃ-
#পর্ব:-১
(লেখক সাকিল আহম্মেদ)
হঠাৎ রাত দুইটার সময় মোবাইলে একটা কল আসে,,,! আর কলটা দেয় তিনা ,,,তিনা হলো আমার প্রথম ভালবাসা,,!তার সাথে আমার রিলেশন প্রায় দুই বছরের বেশি,,,,আমরা দুইজনেই একসাথেই পড়ি,, এসএসসি পরীক্ষার সময় তার সাথে আমার দেখা,,,পাস করার পর দুইজন একই কলেজে ভর্তি হয়,,,, এবং আমরা দুজন ওই এইচএসসিতে অটোপাস করি,,,,!
তিনা: হাই নয়ন ,,,!
নয়ন: হুম তিনা,,এতো রাতে কল কেন,,
তিনা:কাল আমার বিয়ে,,!
নয়ন: what,,,?
তিনা: হুম কিছু একটা করো,, প্লিজ,,নয়ন ,,!
নয়ন: হঠাৎ করে কি করবো আমি,, কিছুই বুঝতে পারছি না,,,
তিনা: চল আমরা পালিয়ে যায়,,,,!
নয়ন: এটা কিভাবে সম্ভব,,!
তিনা: তাহলে আমি বিষ খেয়ে মরে যায়,,,?
নয়ন: কি বল এসব,, প্লিজ এমন কথা মুখে এনো না,,,!
তিনা: তাহলে কি করবো,,,,?
নয়ন: আচ্ছা তোমার কথায় ঠিক চল আমরা পালিয়ে যায়,,,!
তিনা: কোথায় যাব,,,?
নয়ন: যেদিকে দুচোখ যায়,,, তুমি যাইবা না,,,!
তিনা : হুম, যাব,,,!
নয়ন: তাহলে তৈরি হও,,,,! আমি এসে একটা মেসেজ দিব,,,!
তিনা: ওকে, তাড়াতাড়ি এসো,,!
নয়ন: ওকে,,,,!
তারপর কল কেটে দিলাম,,, এবং ভাবলাম আমি তিনাকে নিয়ে কোথায় যাব,, যাওয়ার তো কোন জায়গায় নেয়,,,না এইসব একা একা না ভেবে তিনাকে নিয়েই একসাথে ভাববো,,, তারপর তৈরি হয়ে নিলাম,,,,! আবার তিনার কল,, কলটা ধরলাম,,,!
তিনা: কোথায় তুমি,এতো দেরি কেন,,,?
নয়ন: এই যে বের হলাম,,,!তুমি তোমাদের বাড়ির পিছনে রাস্তায় এসে দাঁড়ায় আমি আসতেছি,,,!
তিনা: ওকে তাড়াতাড়ি এসো,,,,!
তা বলে কলটা কেটে দিল,আর আমি ৫ মিনিট এর ভিতর তিনাদের বাড়ির পিছনের রাস্তায় গিয়ে উপস্থিত হলাম,,,,!
(তিনাদের বাড়ী আমাদের বাড়ী থেকে আদা কিলোমিটার দূরে অবস্থিত,,!
এবং সাথে সাথে তিনাও চলে আসে ,,, এবং আমি দেরি না করেই তিনার হাতটা ধরলাম এবং তিনাকে নিয়ে চলতে শুরু করলাম বাস স্টেশন এর দিকে,,,! এবং সেখানে গিয়ে উপস্থিত হলাম ৪ টায়,,, এবং গিয়ে টিকেট কাউন্টার থেকে দুইটা টিকেট কাটলাম,,,!
এবং টিকেট কাটার সাথে সাথে বাস আসলো,, এবং আমরা দুজন গিয়ে বাসের উঠলাম এবং শেষ সিটে গিয়ে বসলাম,,, বসার দুই চার মিনিট পর বাস ছাড়লো,, তখন বাজে ৪:১৫ মিনিট ,,,,চলবে????
Already এই গ্রুপে ৩ পর্ব পর্যন্ত দিয়েছি।
#গল্পটি যদি ভালো লেগে থাকে তবে বাকি পর্ব গুলো খুব সহজে পেতে"ফ্রেন্ড রিকুয়েষ্ট" দিয়ে সাথেই