
14/09/2024
খরনা আল ইত্তেহাদ পাঠাগারের বার্ষিক মাহফিল ও নবীন আলেম সংবর্ধনা। ১৯/১০/২০২৪ রোজ শনিবার বাদে যোহর হতে।
স্থান খরনা রেলওয়ে ষ্টেশন ময়দান।
ওয়ায়েজিন হযরাতগণঃ
প্রধান মেহমানঃ আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব দাঃবা
শায়েখে সানী জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।
প্রধান অতিথিঃ আল্লামা মুফতি আবু তাহের নদবী কাসেমী সাহেব দাঃবা।
মহাপরিচালক আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।
প্রধান বক্তাঃ শায়েখ মুফতি আলী হাসান উসামা সাহেব দাঃবা।
পরিচালক মারকাজুল ইমাম আনওয়ার শাহ কাশ্মীরি রাজবাড়ী ঢাকা।
আমন্ত্রিত উলামায়ে কেরাম।
১। মাওলানা কাজ্বী আকতার হোসাইন আনোয়ারী সাহেব দাঃবা।
সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।
২। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব দাঃবা।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ।
৩/ মাওলানা মোস্তাক আহমদ সাহেব দাঃবা।
পরিচালক খরনা ইসলামিয়া মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম।
৪/ মাওলানা জামালুল মুস্তাফা সাহেব দাঃবা।
ইমাম ও খতিব কাজির দিঘির পাড় জামে মসজিদ।
সভাপতিত্ব করবেনঃ মাওলানা আব্দুর রহিম চৌধুরী সাহেব দাঃ বা।
পরিচালক হালিমা সাদিয়া রাঃ মহিলা মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন।