17/07/2025
পৃথিবী বদলে যাচ্ছে। অফিসের ডেস্ক, ৯ থেকে ৫-এর চাকরি, কিংবা দোকানের ধুলোমাখা শাটার— এসবের মধ্য দিয়ে আর শুধু ইনকাম হয় না। সময় বদলেছে। আর এখন বদলাচ্ছে ইনকামের ধরন।
কয়েক বছর আগেও হয়তো কেউ ভাবেনি, একটা সফটওয়্যার — যার নাম ChatGPT — মানুষের মতো কথা বলবে, গল্প লিখবে, এমনকি ব্যবসার আইডিয়াও দেবে! AI এখন কেবল বিজ্ঞানের বিষয় নয়; এটা রুটি-রুজির অংশ হয়ে উঠেছে। আর সেই সুযোগটা সবার জন্য উন্মুক্ত।
এই বইটি লেখা হয়েছে সেই মানুষদের জন্য—
● যারা মাসের শেষে বেতন পেলেও শান্তি পান না।
● যারা মনে করেন, “আরেকটু ইনকাম থাকলে ছেলেমেয়ের জন্য ভালো কিছু করতে পারতাম।”
● কিংবা যারা একটু স্বপ্ন দেখতে চান— “ঘরে বসেই যদি আয় করতাম!”
বইটি তাদের জন্য, যারা হয়তো প্রযুক্তিতে এক্সপার্ট না, কিন্তু শিখতে চান।
যারা কোডিং জানেন না, তবু চান একটা অ্যাপ তৈরি হোক তাদের নামে।
যারা ভাবেন, “এত কিছু তো শুনি— AI দিয়ে ইনকাম, প্যাসিভ ইনকাম, কিন্তু আমার মতো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব?”
আমাদের উত্তর— হ্যাঁ, সম্ভব।
কিন্তু হ্যাঁ, বললেই সব হয় না। দরকার সঠিক পথ, সঠিক টুলস আর সহজ ভাষায় বোঝানোর জন্য যে কেউ আপনার পাশে দাঁড়িয়ে বলবে, “ভাই, চিন্তা কইরেন না। আমরা আছি, ধাপে ধাপে শিখিয়ে দেব।”
এই বই সেই হাত ধরার চেষ্টা। এখানে জটিল প্রযুক্তির কথা আছে, কিন্তু কঠিন ভাষায় না। এখানে AI-এর ব্যবসার আইডিয়া আছে, কিন্তু আপনি যেন নিজের জীবনেও সেটা কাজে লাগাতে পারেন, সেভাবে ব্যাখ্যা করা হয়েছে।
আমরা চেয়েছি, এমন একটি বই লিখতে—
● যেটা আপনি রাত ১১টায় ঘুমানোর আগে পড়তে পারেন।
● সকাল ৯টায় উঠে একটা নতুন ইনকাম আইডিয়া ট্রাই করতে পারেন।
● আর ৩০ দিন পর বলতে পারেন— আমিও পারি।
এই বইটা লেখার একটাই উদ্দেশ্য— আপনি যেন নিজেই নিজের ইনকামের পথ খুঁজে নিতে পারেন, AI-এর শক্তিকে কাজে লাগিয়ে।
AI দিয়ে লক্ষ টাকার ইনকাম
৩০ দিনে ইনকাম শুরু
ইবুকটির মূল্য ৪২০ টাকা
✅ অফার মূল্য : ১৬৯ টাকা মাত্র!
বইটি অর্ডার করতে ক্লিক করুনঃ https://klickcart.xyz/
ম্যাসেজ করুনঃ 01860307650
“একবার কাজ, আজীবন আয়—প্যাসিভ ইনকামের এই ইবুকই হতে পারে আপনার টার্নিং পয়েন্ট” তাই ইবুকটি ডাউনলোড করতে “Download The Ebook” বা...