
18/04/2025
ম্যাচের আর মাত্র ৪ মিনিট বাকি—রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড তখন অ্যাগ্রিগেটে ৫-৬ গোলে পিছিয়ে। ক্যামেরা ধরা দিল এক ছোট্ট ছেলেকে—হাত দিয়ে চোখের জল মুছছে, হয়তো স্বপ্ন ভাঙার কষ্ট সামলাতে চাচ্ছে।
১২০ মিনিট,, কোবি মাইনুর গোল! ওল্ড ট্রাফোর্ডের গর্জন যেন আকাশ ফাটায়। এখনও লিওনাইসরা সামলাতে পারেনি ধাক্কা, এর মধ্যেই ১২১ মিনিটে ক্যাসেমিরোর নিখুঁত বাড়ানো বলে হ্যারি ম্যাগুয়ারের হেড—গোওওল!
ছেলেটির কান্না থেমে গেছে, এবার সে তার বাবার বুকের মধ্যে লাফিয়ে উঠেছে আনন্দে। আশেপাশে সবাই ঝাঁপিয়ে পড়েছে একে অপরের গলায়। ওল্ড ট্রাফোর্ড জেগে উঠেছে এক মহাকাব্যের প্রত্যাবর্তনে।
স্যার আলেক্স ফার্গুসন উঠে দাঁড়িয়েছেন, হাততালি দিচ্ছেন—চোখে-মুখে অদ্ভুত এক শান্তি আর গর্বের ছাপ। এটা শুধু একটা জয় না, এটা ইউনাইটেডের আত্মার পুনর্জাগরণ।