The Final Whistle

The Final Whistle Multi-sports madness, updates, and fire content — welcome to The Final Whistle.

ম্যাচের আর মাত্র ৪ মিনিট বাকি—রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড তখন অ্যাগ্রিগেটে ৫-৬ গোলে পিছিয়ে। ক্যামেরা ধরা দিল এক...
18/04/2025

ম্যাচের আর মাত্র ৪ মিনিট বাকি—রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড তখন অ্যাগ্রিগেটে ৫-৬ গোলে পিছিয়ে। ক্যামেরা ধরা দিল এক ছোট্ট ছেলেকে—হাত দিয়ে চোখের জল মুছছে, হয়তো স্বপ্ন ভাঙার কষ্ট সামলাতে চাচ্ছে।

১২০ মিনিট,, কোবি মাইনুর গোল! ওল্ড ট্রাফোর্ডের গর্জন যেন আকাশ ফাটায়। এখনও লিওনাইসরা সামলাতে পারেনি ধাক্কা, এর মধ্যেই ১২১ মিনিটে ক্যাসেমিরোর নিখুঁত বাড়ানো বলে হ্যারি ম্যাগুয়ারের হেড—গোওওল!

ছেলেটির কান্না থেমে গেছে, এবার সে তার বাবার বুকের মধ্যে লাফিয়ে উঠেছে আনন্দে। আশেপাশে সবাই ঝাঁপিয়ে পড়েছে একে অপরের গলায়। ওল্ড ট্রাফোর্ড জেগে উঠেছে এক মহাকাব্যের প্রত্যাবর্তনে।

স্যার আলেক্স ফার্গুসন উঠে দাঁড়িয়েছেন, হাততালি দিচ্ছেন—চোখে-মুখে অদ্ভুত এক শান্তি আর গর্বের ছাপ। এটা শুধু একটা জয় না, এটা ইউনাইটেডের আত্মার পুনর্জাগরণ।

জুভেন্টাস, রোমা, লিভারপুলের সেই কর্নার, পিএসজি, ৮-২, ইউরোপা লিগ, ফ্রাঙ্কফুর্ট — এসব দুঃখের অধ্যায় পেরিয়েও আমরা বার্সেলোন...
17/04/2025

জুভেন্টাস, রোমা, লিভারপুলের সেই কর্নার, পিএসজি, ৮-২, ইউরোপা লিগ, ফ্রাঙ্কফুর্ট — এসব দুঃখের অধ্যায় পেরিয়েও আমরা বার্সেলোনাকেই ভালোবেসেছি। কখনও ট্রফির লোভে অন্য ক্লাবের দিকে ফিরেও তাকাইনি। যখন ক্লাবটা কঠিন সময় পার করছিল, তখন যেন ভালোবাসাটা আরও গভীর হয়ে গেছে। প্রতিটা হার মনে হয় যেন নিজেরই একটা ব্যর্থতা।

আমরা গ্লোরি হান্টার নই। আমরা ভালোবাসি বার্সেলোনাকে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে। ট্রফি জিতুক বা না-ই জিতুক, তাতে কিছু আসে যায় না — শুধু চাই বার্সা খেলুক, লা মাসিয়ার ছেলেরা আনন্দ নিয়ে মাঠে নামুক, আর ব্লাউগ্রানা পতাকাটা গর্ব নিয়ে ওড়ুক আকাশে।

এই ভালোবাসা কখনও কমে না, কখনও ক্লান্ত করে না। আর এখন, প্রতিটা জয় যেন নিজের জীবনেরই একটা বিজয় মনে হয়।

ভিস্কা বার্সা ❤️

চ্যাম্পিয়ন লীগ ব্লকবাস্টার!! বার্সার ষষ্ঠ? পিএসজির প্রথম? ইন্টারের এর চতুর্থ? বার্য়ানের সপ্তম? এস্টন ভিল্লার দ্বিতীয়? ...
15/04/2025

চ্যাম্পিয়ন লীগ ব্লকবাস্টার!!

বার্সার ষষ্ঠ?
পিএসজির প্রথম?
ইন্টারের এর চতুর্থ?
বার্য়ানের সপ্তম?
এস্টন ভিল্লার দ্বিতীয়?
আর্সেনালের প্রথম?
নাকি মাদ্রিদের ১৬তম?
(ডর্টমুন্ডের স্বপ্নের সমাপ্তি বোধহয় এখানেই)

মিরাকল, মিরাকল, মিরাকল!!
(মাদ্রিদের ম্যাচে মিরাকল চাইনা, যদিও মিরাকল হওয়ার সম্ভাবনা খুবই কম!)









পহেলা বৈশাখ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 🐸
13/04/2025

পহেলা বৈশাখ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 🐸

Century in 40 balls👌Abhishek dedicated this century to The Orange Army🧡the celebration says it all!🔥
12/04/2025

Century in 40 balls👌
Abhishek dedicated this century to The Orange Army🧡the celebration says it all!🔥

Cubarsi 🇦🇷🤍
12/04/2025

Cubarsi 🇦🇷🤍

29/06/2022

সুন্দর লেখাটা!

স্রষ্টা বলেছেন, 'তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।'

তিনি আরও বলেছেন, 'কখনো বলবে না, "আমি তাকে ছাড়া বাঁচবোনা।" তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!'

তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেওয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়,
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়,
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো, এটা হবে না কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, আমি পড়বো না, অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবো না!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে! 💙💙

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Final Whistle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share