ShaKilツ

ShaKilツ Assalamu Alaikum...
This is a Islamic page for our Muslim (Uma) people...

30/06/2025

যদিও ভিডিও টা AI দিয়ে বানানো,
কিন্তু বাস্তবতা ঠিক এমনি বলে😂

29/06/2025



🔴»» ইসরায়েলি দখলদার বাহিনীর বোমাবর্ষণের নির্মম দৃশ্য—গাজা শহরের পূর্বাঞ্চলের তুফ্ফাহ্‌ এলাকায়, জাফফা স্ট্রিটের পাশে সাইয়্যিদা জাইনাব মসজিদের আশপাশে চালানো এই হামলায় ৯ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে ৫ জন শিশু। এছাড়াও বহু লোক আহত হয়েছেন।

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ১০০-এরও বেশি ফিলিস্তিনি শিশু অনাহারে মারা গেছে।জাতিসংঘের কর্মকর্তারা গাজাকে বর্ণনা করেছেন...
29/06/2025

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ১০০-এরও বেশি ফিলিস্তিনি শিশু অনাহারে মারা গেছে।

জাতিসংঘের কর্মকর্তারা গাজাকে বর্ণনা করেছেন “পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান” হিসেবে, কারণ সেখানে যে অল্প পরিমাণ সাহায্য ঢোকে, তা বিতরণ করা হয় “মৃত্যুর ফাঁদে”—যেখানে ইসরায়েলি সৈন্যরা খাদ্যের লাইনে দাঁড়ানো মানুষদের ওপর হামলা চালিয়ে তা গণকবরে পরিণত করে।

29/06/2025

Hunger, Chaos

28/06/2025

- কুমিল্লার মুরাদনগরের এক বোনকে বিব*স্ত্র করে নি-র্যা- তনের মতো নৃ*শং*স ঘটনায়ও এখন রাজ*নীতি হচ্ছে। কেউ বলছে বিএনপির নেতা, কেউ বলছে আওয়ামী লীগের নেতা, কেউ বলছে জামায়াতের নেতা! কিন্তু আসল অপ*রাধীর বিচার চাইছে না কেউ! সব কিছুতে রাজনৈতিক খেলা চালানো এ দেশের অভ্যাসে পরিণত হয়েছে।

28/06/2025

কুমিল্লার মুরাদনগরের ঘরের দরজা ভেঙে আমার বোনটির ধর্ষণের ভিডিওটা দেখে🥲 বাংলাদেশে জন্মগ্রহণটা বৃথা বলে আমি মনে করি । ধর্ষন করছে তো করছে আবার ভিডিও করছে।

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলী আগ্রাসনের ফলে প্রাণ হারানো ৬০ জনেরও বেশি ব্যক্তিবর্গের জানাজা হচ্ছে। যাদের মধ্যে শীর্ষ স...
28/06/2025

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলী আগ্রাসনের ফলে প্রাণ হারানো ৬০ জনেরও বেশি ব্যক্তিবর্গের জানাজা হচ্ছে। যাদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন।

যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ খমেনী। ভাষনে তিনে বলেন, আমি মহান ইরানি জাতিকে অভিন...
26/06/2025

যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ খমেনী। ভাষনে তিনে বলেন,

আমি মহান ইরানি জাতিকে অভিনন্দন জানাতে চাই... ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে তাদের বিজয়ের জন্য। ইরান আমেরিকার মুখে কষে একটি থাপ্পড় মেরেছে।

এত হম্বিতম্বি ও অহংকার সত্ত্বেও ইরানের আঘাতে ইসরায়েলের শাসনব্যবস্থা প্রায় ধ্বংস ও চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। আমেরিকা যুদ্ধে হস্তক্ষেপ করেছে, কারণ ভেবেছে তারা যদি হস্তক্ষেপ না করে, তাহলে হয়তো ইহুদিবাদী সরকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে, কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে।

25/06/2025

যারা ভিডিও করছে তারা কি মানুষ নাকি পসু,একটা লোক একা লড়াই করছে,তাকে সাহায্য না করে তামাসা দেকছে,এদের ধিক্কার জানাই।

24/06/2025

Powerful People makes places powerful.🇮🇷💪

আটার বস্তাটা পেয়ে লোকটা কতই না খুশি হয়েছিলো৷ অভুক্ত সন্তানরা আজ পেট ভরে রুটি খাবে। আহ! সন্তানরা রুটিও পাবে না, বাপটাকেও ...
24/06/2025

আটার বস্তাটা পেয়ে লোকটা কতই না খুশি হয়েছিলো৷ অভুক্ত সন্তানরা আজ পেট ভরে রুটি খাবে।
আহ! সন্তানরা রুটিও পাবে না, বাপটাকেও হারালো৷

ইরানের সাথে যু*দ্ধ শেষ, এখন পূর্ণ মনোযোগ গাযাতে। আজ একশোর কাছাকাছি মুসলমান মেরেছে ওরা।

ইরানের শর্ততে কি গাযায় যু*দ্ধ বিরতির কথা থাকতে পারতো না?

24/06/2025

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প 🐸

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShaKilツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShaKilツ:

Share