Jahan Biz Care

Jahan Biz Care Jahan Biz Care intended to help business owners to make money online businesses. An Optimized Facebook Business Page can help one to make money online.

JBC would also like to help people with various digital components to make money online. Jahan Biz Care intended to help business owners to
grow their businesses by helping on below points-
-page SetUp
-Page Optimize, SEO
-Advance Page Settings
-Logo Design
-Cover Photo Design
-Messenger Automated Reply
-Marketing Plan & Funnel etc.

02/04/2022
💡page এর ইকো সিস্টেম ঠিক রাখা 💡- ইকো সিস্টেম হলো আপনার পেজের সার্বিক মেনেজমেন্ট যাতে আপনার কন্ট্রোলে থাকে তার জ...
30/03/2022

💡page এর ইকো সিস্টেম ঠিক রাখা 💡
-
ইকো সিস্টেম হলো আপনার পেজের সার্বিক মেনেজমেন্ট যাতে আপনার কন্ট্রোলে থাকে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় থাকে ইকো সিস্টেম বলে। যেমন আপনার পেজে কেউ খারাপ কমেন্ট করে নেগেটিভিটি ছড়ালে আপনার পেজের উপর একটা Bad ইম্প্যাক্ট পড়তে পারে। এই ব্যাপারগুলো খুব ভালো ভাবে ম্যানেজ করা লাগবে। যেমন কেউ যদি কোন হালকা কমেন্ট করে বা মন্দ কথা বলে এই কমেন্ট Hide করে রাখা, বেশী বাজে কমেন্ট হলে Ban করে দেয়া ইত্যাদি অনেক বিষয় পেজ বা গ্রুপের পরিবেশ ঠিক রাখার জন্য খুব ভালো ভাবে মেইনটেইন করতে হবে। এছাড়াও আপনার বিজনেসে বা বিজনেস পেজের যারা এমপ্লয়ী রোল এ কাজ করছে তাদের সঠিক ভাবে পরিচালনা করা, ফাইন্যান্স ম্যানেজমেনট, সাপ্লাই চেইন ইত্যাদি বিষয়গুলোতে চেইন অফ কমান্ড বজায় রাখা খুব জরুরী। ইকোসিস্টেম ভেঙ্গে পড়লে সেলসতো ডাওন হবেই, সামগ্রিকভাবে বিজনেস এর উপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই বিজনেস এবং সেলস সচল রাখতে ইকো সিস্টেম বজায় রাখা অত্যন্ত জরুরী।

🌐জানেন কি ফেসবুক এ আপনার পেজে এসেই বহু সংখ্যক কাস্টমার কেন ফেরত যায় ? 🌐🌐কখনো ভেবেছেন, সেল কমে যাওয়ার এটাও একটা কারন?🌐 🔵ক...
29/03/2022

🌐জানেন কি ফেসবুক এ আপনার পেজে এসেই বহু সংখ্যক কাস্টমার কেন ফেরত যায় ? 🌐
🌐কখনো ভেবেছেন, সেল কমে যাওয়ার এটাও একটা কারন?🌐

🔵কাস্টমারের বিশ্বাস অর্জন এবং পণ্য কিনতে আগ্রহী করতে ফেসবুক পেজকে স্মার্ট ও আকর্ষণীয় ভাবে কাষ্টমাইজ করার বিকল্প নাই।

🟣মার্কেটে দোকানের ডেকোরেশন সুন্দর না হলে যেমন কাস্টমার আকৃষ্ট হয় না, তেমনি অনলাইন শপ বা ফেসবুক পেইজের হ্মেত্রেও একই ব্যাপার ঘটে।
"তাই আসুন জেনে আসা যাক ফেসবুক পেজকে সঠিক ভাবে অপ্টিমাইজ করার ফলে কি কি সুবিধা পাবেন?
১.অর্গানিক অথবা পেইড ভাবে রিচ ইম্প্রেশন বেশি হবে ।
২.কাস্টমারের বিশ্বাস এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে।
৩.কীওয়ার্ড সার্চ লিস্টে প্রথম সারিতে আসতে সাহায্য করে।
৪.পেজে কে স্মার্ট লুক দিয়ে থাকে যেটা কাস্টমারকে আকর্ষণ করে।
সর্বোপরি সেল বৃদ্ধি করতে সাহায্য করে।

🟡একটি পেজ কাষ্টমাইজ করতে,পেজের ক্যাটাগরি সিলেক্ট,,ট্যাব কাষ্টমাইজ ,লোগো,কাভার ডিজাইন, অটো রিপ্লে ও seo ফ্রেন্ডলী কীওয়ার্ড সহ About Section সঠিক ভাবে ইনপুট করা সহ বেশ কিছু টেকনিক্যাল সেটআপ রয়েছে ।

🔔কেন Jahan Biz Care?

🟠আপনার পেজটি সঠিক ভাবে কাষ্টমাইজ করা আছে কিনা চেকআপ করতে আমাদেরকে ম্যাসেজ করুন , একদম ফ্রী!

✅আমরা আপনাকে দিচ্ছি ফেসবুকের সঠিক গাইডলাইন ফলো করে কাস্টমার ফ্রেন্ডলী কমপ্লিট বিজনেস পেজ সেটআপ।

✅ প্রফেশনাল এবং কোয়ালিটি সার্ভিস,

✅আমাদের সেবা গ্রহণের ফলে পাচ্ছেন "অর্গানিক ভাবে রিচ ও সেল বৃদ্ধির টিপস সম্বলিত একটি আকর্ষনীয় ই-বুক সম্পূর্ণ ফ্রী "

✅তাই আপনার ব্যাবসার জন্য নতুন পেজ তৈরি অথবা পুরাতন পেজ কাষ্টমাইজ করতে ম্যাসেজ বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।

🔵𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ সাজানো কেন এবং কতটা জরুরী?🔵  👉আপনার পেজ সাজানো এবং পরিপূর্ণ সেটআপ আছে কিনা তা ফ্রীতে চেক করতে পেজের লিঙ্ক ...
25/03/2022

🔵𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ সাজানো কেন এবং কতটা জরুরী?🔵

👉আপনার পেজ সাজানো এবং পরিপূর্ণ সেটআপ আছে কিনা তা ফ্রীতে চেক করতে পেজের লিঙ্ক আমাদেরকে মেসেজ করুন,

🔰একটি 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ মানে একটি ভার্চুয়াল দোকান বা সুপার শপ। ডেকোরেশন ছাড়া দোকানের পণ্য বিক্রয় হার যেমন কমে যায় ; তেমনই সাজানো একটি পেজ না থাকলে কাঙ্খিত ক্রেতাও আশা করাা যায় না।
🔰 ব্যাবসা এমন একটি ব্যাপার সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাবসার ডিমান্ড ফুলফিল না করলে ব্যাবসাও আপনাকে কাঙ্খিত ফলাফল দেয়না,
🔰কম্পিটিশনের এই মার্কেটে একটি সাজানো-গোছানো 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 পেজ পণ্য বিক্রির নিশ্চয়তা বাড়ায় ও ব্যবসার প্রসার ঘটায়।
🔰সঠিক নিয়মে পেজ সাজানো থাকলে; 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 এর বিভিন্ন রেস্ট্রিকশন থেকে পেজ নিরাপদ থাকে এবং সার্চ রেজাল্টে এগিয়ে রাখে।
🔰 গ্রাহক আকর্ষণ বৃদ্ধি পায় এবং গ্রাহকের সাথে সম্পর্ক মজবুত করে।
🔰 আপনার ব্র্যান্ডিং প্রকাশ এবং ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করে।

💨এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন কেন একটি পেজ Set Up এবং Optimize করে সাজাতে হবে। তাই আপনার বিজনেস এর মার্কেটিং করার আগেই এই কাজটি করে ফেলুন। নিজে যদি না পারেন- অনলাইনে অনেক এজেন্সি এই কাজগুলো করে থাকে, যাদের হেল্প নিতে পারেন। যদি তাদের খুঁজে না পান তাহলে আমরাও আপনাকে হেল্প করতে পারি।

🔰আমাদের Page Set Up সেবা গ্রহণ করলে পাচ্ছেন একটি আকর্ষণীয় ই-বুক ( PDF Ebook) ফ্রী! যেটা থেকে জানতে পারবেন পেজ থেকে অরগানিক রিচ ও সেল বৃদ্ধির কার্যকরী টিপস!🔰

👉আমাদের প্যাকেজ সম্পর্কে জানতে আমাদের পেজে Jahan Biz Care পেজে মেসেজ করুন অথবা কল করুন - ০১৯১২-১৮৩১৪০।

🧑‍কেন বর্তমানে  বিজনেস পেজ সাজানো অপরিহার্য হয়ে পড়েছে!🧑‍ 🔵কিছুকাল আগেও অনলাইনে বিজনেজ করার জন্য একটা পেজ কয়েকটা ক্লিকে খ...
24/03/2022

🧑‍কেন বর্তমানে বিজনেস পেজ সাজানো অপরিহার্য হয়ে পড়েছে!🧑‍

🔵কিছুকাল আগেও অনলাইনে বিজনেজ করার জন্য একটা পেজ কয়েকটা ক্লিকে খুলে নিলেই কাজ সারা হতো। একটা কভার, ফটো, একটা প্রোফাইল পিক এবং কোন রকমে একটা নাম , ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই হয়ে যেত।
বিশ্ব পরিস্থিতির পর পেজের সংখ্যা বহুগুন বৃদ্ধি পেয়েছে এবং ব্যাপকভাবে কম্পিটিশন বেড়েছে। তাই এখন ব্যবসায় এগিয়ে যেতে হলে এবং মার্কেটে টিকে থাকতে হলে পেজ ভালোভাবে অপটিমাইজ করা ও সঠিক ভাবে সেটআপ করা অপরিহার্য এবং নিজেকে আপডেট রাখা জরুরী।

🟣তাই আর দেরী নয়, আজই আপনার পেজ গুছিয়ে নিন এগিয়ে থাকুন সবার থেকে।

👉ফ্রীতে পেজ চেকাপ করতে আপনার পেজের লিঙ্ক মেসেজ করুন।

👉আমাদের থেকে পেজ সেটআপ করলে ফ্রী পাবেন একটি আকর্ষণীয় E-Book (ফেসবুক পেজে অরগানিক রিচ ও সেল বাড়ানোর উপায়)।

⏩যোগাযোগ- Jahan Biz Care এ মেসেজ করুন,
☎️কল করুন- ০১৯১২১৮৩১৪০, WhatsApp- 01819633569

23/03/2022

“ধৈর্য হল ব্যবসায়ের সর্বাধিক প্রয়োজনীয় গুণ”
------লর্ড চেস্টারফিল্ড

23/03/2022

“একটি ব্যবসায় জড়িত থাকতে হবে, মজা করতে হবে এবং আপনার সৃজনশীল প্রবৃত্তিটি ব্যবহার করতে হবে”
-------------- রিচার্ড ব্র্যানসন

23/03/2022

অনলাইন বিজনেস বা অনলাইন উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে পজিটিভ লোকজনের সাথে উঠাবসা বাড়াতে হবে, পজিটিভ পরিবেশ নিশ্চিত করতে হবে।

✅ যারা অনলাইনে বিজনেস করতে চান কিন্তু এখনো শুরু করতে পারেন নি তাদের জন্য বড় সুযোগ হতে পারে আসন্ন মাহে রমজান। ✅আমরা সবাই ...
22/03/2022

✅ যারা অনলাইনে বিজনেস করতে চান কিন্তু এখনো শুরু করতে পারেন নি তাদের জন্য বড় সুযোগ হতে পারে আসন্ন মাহে রমজান।
✅আমরা সবাই জানি রমজান মাসে ব্যবসা বাণিজ্য অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুন বেশী। বলতে গেলে অনেকের জন্য এই মাসেই সারা বছরের ব্যবসা হয়ে যায়। আর সব ধরণের মানুষই এই মাসে কেনাকাটার মুডে থাকে বেশী। তাই আপনিও শুরু করে দিতে পারেন অনলাইন বিজনেস এই রমজানেই। একটি বিজনেস পেজ খুলে নিন আজকেই। তার আগে ঠিক করে নিন রমজানে কি পণ্য সেল করবেন।

🧑‍💻 অনলাইনে বিজনেস করবেন? পূঁজি দরকার, এটা দরকার, ওটা দরকার, অনেক কিছু দরকার। কিন্তু সব দরকার এক সাথে পূরণ করে নামার চিন...
21/03/2022

🧑‍💻 অনলাইনে বিজনেস করবেন? পূঁজি দরকার, এটা দরকার, ওটা দরকার, অনেক কিছু দরকার। কিন্তু সব দরকার এক সাথে পূরণ করে নামার চিন্তা করা যাবে না। শুরুটা শুরু করে দিতে হবে।
🧑‍💻পরিকল্পনা করে শুরু করে দিন, শুরু হয়ে গেলে যখন যে সমস্যা আসবে সেটা ক্লিয়ার করে আগাতে হবে।
🧑‍💻 তাহলে আর দেরী কেন? একটি বিজনেস পেজ খুলে আজই শুরু করে দিন।

🔥Optimize for page🔥🔥সেলস বাড়ানোর কৌশল -Messanger Automation!🔥▶ অটোমেটেড রিপ্লাই সেট করা - ব্যবসা বাড়ার সাথে সাথ...
16/03/2022

🔥Optimize for page🔥
🔥সেলস বাড়ানোর কৌশল -Messanger Automation!🔥

▶ অটোমেটেড রিপ্লাই সেট করা - ব্যবসা বাড়ার সাথে সাথে কাজের ব্যস্ততা সমান তালে বাড়তে থাকে। সে কারণে কাস্টমারের মেসেজ রিপ্লাই করা কঠিন হয়ে উঠে। এর জন্য সহজ সমাধান হলো রিপ্লাই অটোমেশন। ফেসবুকে ফ্রীতে তিন ভাবে অটো রিপ্লাই করা যায়-

✅Instant Reply- আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং কাস্টমার কনভার্শনের জন্য যা যা জানানো দরকার সেসব কিছু উল্লেখ করে ডিফল্ট অটোমেটেড রিপ্লাই তৈরী করে সেট করে দেয়া যাতে মেসেজ আসলে ডিফল্ট রিপ্লাই হিসেবে কাস্টমার অটোমেটিক রিপ্লাই পেয়ে যায়। কারণ দ্রুত মেসেজ রিপ্লাই খুব জরুরী অন্যথায় কাস্টমার বিরক্ত হয়ে ফেরত যেতে পারে। শুধুমাত্র লেট রিপ্লাইয়ের কারণে উল্লেখযোগ্য সংখ্যক কাস্টমার হাতছাড়া হয়। ফেসবুক পেজের সেটিংসে Automated Response এ গিয়ে এগুলো সেট করা যায়।

✅Welcome মেসেজ সেট করা - কাস্টমার আপনার পেজে মেসেজ করার সাথে সাথে যাতে একটি ওয়েলকাম মেসেজ পায় সেরকম একটি ইনস্ট্যান্ট মেসেজ সেট করে রাখলে কাস্টমার স্যাটিসফেকশন বাড়ে। ওয়েলকাম মেসেজের সাথে ইমেজও সেট করে রাখতে পারেন।

✅FAQ সেট করা - Automated Response এর মত এই অপশনটাও কাস্টমার জার্নি সহজ করে। FAQ মানে হলো Frequently Asked Question, অর্থাৎ মানুষ যে প্রশ্ন কমনভাবে করে থাকে। আপনার পণ্য সম্পর্কে বহু সংখ্যক কাস্টমার কমনভাবে জানতে চাইতে পারে এমন কিছু প্রশ্ন নিজে তৈরি করে তার উত্তরও দিয়ে রাখতে হয় এই ফিচারে এবং এই প্রশ্নগুলো আপনার পেজে ডিসপ্লে থাকবে। যেই প্রশ্নের উপর কাস্টমার ক্লিক করবে সেটার উত্তর দেখতে পারবে। সর্বোচ্চ ৪ টি প্রশ্ন ও উত্তর সেট করা যায়।

✋আশা করি টিপস গুলো আপনাদের ভালো লাগছে এবং পেজ অপটিমাইজেশন ,রিচ ও সেলস বৃদ্ধিতে ভুমিকা রাখবে ।

#পেজ_সেটাআপ

🔥Optimize for page🔥🔥সেলস বাড়ানোর কৌশল -Page Insight চেক করা!🔥▶আপনার পেজে নিয়মিত ভাবে পোস্ট করতে হবে যাতে, রিচ, ...
15/03/2022

🔥Optimize for page🔥

🔥সেলস বাড়ানোর কৌশল -Page Insight চেক করা!🔥

▶আপনার পেজে নিয়মিত ভাবে পোস্ট করতে হবে যাতে, রিচ, ইম্প্রেশন, এনগেজমেন্ট ইত্যাদি বাড়ে। আর এই ব্যাপারগুলো ঠিক মতো হচ্ছে কিনা তা জানতে নিয়মিত Page Insight চেক করুন এবং দেখুন পোস্ট ভিউ, লাইক, কমেন্ট, এনগেজমেন্ট ইত্যাদি বাড়ার গতি উর্ধমুখী নাকি নিম্নমুখী। কোনো কারণে নিম্নমুখী হলে- কেন এরকম হচ্ছে তার কারণ খুঁজে বের করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এভাবে আপনার পেজের হেলথ মনিটরিং করতে হবে এবং পেজের এক্টিভিটির ব্যাপারে সজাগ থাকতে হবে এবং সে অনুযায়ী একশন নিতে হবে।

✋আশা করি টিপস গুলো আপনাদের ভালো লাগছে এবং পেজ অপটিমাইজেশন ,রিচ ও সেলস বৃদ্ধিতে ভুমিকা রাখবে ।

#পেজ_সেটাআপ

Address

Arakan Road, Chandgaon
Chittagong
4212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 15:00 - 20:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801912183140

Alerts

Be the first to know and let us send you an email when Jahan Biz Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahan Biz Care:

Share