18/08/2024
৫ ও ৬ মে, ২০১৩ - হেফাজতের উপর সেই নারকীয় গ'ণ'হ'ত্যা।
এমন দৃশ্য দেখার পরে এবং এসব জানার পরেও যেসব মুসলমানদের বুক কেপে ওঠেনি ও এসব বিষয়ে কথা বলতে পারেনি, তারাই আজ সচেতন নাগরিক হয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে নানান কথা বলছে।
আমি ধিক্কার জানাই এমন মুসলমানদের, যারা নির্বিচারে অসংখ্য মুসলিম আলেম-ওলামাদের হত্যাকান্ডের দৃশ্য দেখেও কোন কথা বলতে পারেনি এবং সেই সন্ত্রাসী, ফ্যাসিস্ট, জালেম, মুসলিম ও আলেম বিদ্বেষী, হিন্দুপন্থী আওয়ামীলীগের সমর্থন করে।
আর ২০২৪ এর জুলাই-আগস্ট হত্যাকান্ডের কথা কারো অজানা নয়।
এতকিছু দেখার পরে এবং জানার পরেও যারা প্রকাশ্যে বা মনে মনে আওয়ামীলীগের সমর্থন করে তারা প্রকৃত মুসলমান নামের কলঙ্ক। কোন মুসলমান ইমানদার ব্যক্তি আওয়ামীলীগের সমর্থন করতে পারে না।
বি: দ্র: আমি কোনভাবেই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন সমর্থন করি না। যদিও এসব বিষয়ে যতটুকু বলা হচ্ছে তার অধিকাংশই গুজব এবং রাজনৈতিক উদ্দেশ্য-প্রনোদিত ভাবে সংগঠিত। যা-ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে তারা কোন না কোনভাবে আওয়ামীলীগের সাথে জড়িত। সংখ্যালঘু পরিচয়ে তাদের ওপর হামলা করা হয়নি, আওয়ামীলীগ পরিচয়ে হয়েছে। প্রমান হিসেবে কমেন্টে কিছু তিত্র দেওয়া হলো।