Robolife Foundation

Robolife Foundation Helping People..

কিছুদিন আগে একটি ছোট ছেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় —যেখানে দেখা যায়, ছেলেটির দুই হাত ও একটি পা নেই, তবুও সে ...
05/07/2025

কিছুদিন আগে একটি ছোট ছেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় —
যেখানে দেখা যায়, ছেলেটির দুই হাত ও একটি পা নেই, তবুও সে একটি পা দিয়ে ধীরেধীরে হাঁটছে।
এই দৃশ্য আমাদের সবার হৃদয় ছুঁয়ে যায়... 💔

অনেকেই আমাদের ওই ভিডিওতে মেনশন করেছিলেন,
যাতে আমরা Robolife Technologies থেকে তার পাশে দাঁড়াতে পারি।

📌 আজ, সেই অনুপ্রেরণাদায়ক শিশুটিকে ও তার বাবাকে
আমরা আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম।
তার হাতের মাপ নিয়ে আমরা তাকে একটি রোবোটিক হাত দেওয়ার উদ্যোগ নিয়েছি — যাতে সে আগামীর পৃথিবীতে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারে 🤖🦾

💙 Robolife Foundation এর পক্ষ থেকেও
তার দৈনন্দিন জীবনের জন্য একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে — যেন সে কিছুটা স্বস্তিতে চলতে পারে।

এই পৃথিবীতে সবাই হয়তো সবকিছু পায় না,
কিন্তু আমরা একে অপরের পাশে দাঁড়ালে জীবনটা একটু হলেও সুন্দর হয়ে ওঠে। 🌍💫

🤝 আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আগামী দিনগুলোতেও মানুষের পাশে থাকবো — প্রযুক্তি আর ভালোবাসা নিয়ে।💝🫰
#মানবতার_পাশে


এক হাতহীন আসিফ, ফুডপান্ডায় খাবার ডেলিভারি করতেন জীবিকার তাগিদে।🥹 📦 একদিন ডেলিভারির পথে তিনি দেখতে পান "ভালো কাজের হোটেল"...
11/06/2025

এক হাতহীন আসিফ, ফুডপান্ডায় খাবার ডেলিভারি করতেন জীবিকার তাগিদে।🥹
📦 একদিন ডেলিভারির পথে তিনি দেখতে পান "ভালো কাজের হোটেল" নামে একটি জায়গায় ফ্রি খাবার বিতরণ হচ্ছে।
🍛 সময়ের তাড়ায় তিনি দ্রুত সেই খাবার খেতে শুরু করেন।
📸 এই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

💖 এরপর "ইয়ুথ ফর বাংলাদেশ" নামক মানবিক সংগঠনটি তার পাশে দাঁড়ায় এবং
🤖 Robolife Technologies -এর মাধ্যমে আসিফের শরীরে যুক্ত করা হয় একটি অত্যাধুনিক রোবটিক হাত!
🎁 শুধু তাই নয়, রোবোলাইফ ফাউন্ডেশন আসিফের মা-বাবা এবং তার শপিংয়ের জন্য একটি সম্মানজনক অর্থ সহায়তাও প্রদান করে।

🗣️ অনুভূতি জানতে চাইলে আসিফ বলেন:
🫶 “এই দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।” 😊

🙏 সমাজের এমন অসহায় সাহসী মানুষদের পাশে দাঁড়াক আরও অনেক হৃদয়বান মানুষ।
❤️ একটুখানি সহানুভূতিই বদলে দিতে পারে একটি জীবন!

বেশ কিছুদিন আগে দুর্ঘটনায় পা হারান জীবন বড়ুয়া। পা হারানোর পরে একপর্যায়ে তিনি হাঁটাচলা করতে অক্ষম হয়ে পড়েন। যে কারণ...
06/05/2025

বেশ কিছুদিন আগে দুর্ঘটনায় পা হারান জীবন বড়ুয়া।
পা হারানোর পরে একপর্যায়ে তিনি হাঁটাচলা করতে অক্ষম হয়ে পড়েন।
যে কারণে তার সাংসারিক জীবনে শুরু হয় অভাব অনটন।
ফেসবুকে করা এক ব্যক্তির লাইভ ভিডিও দেখে রোবোলাইফ ফাউন্ডেশন জীবন বড়ুয়ার কষ্টের জীবন সম্পর্কে জানতে পারে।
তাই ওনার জন্য এক মাসের বাজার প্রস্তুত করা হয় এবং তা রোবোলাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া লাভলুর মামা টিটু বড়ুয়া,সদস্য সম্তু বড়ুয়া ও, ও প্রতিবেশী অনুপ বড়ুয়ার মাধ্যমে জীবন বড়ুয়ার কাছে হস্তান্তর করা হয়।

ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী সকল শ্রেণীর অসহায় মানুষের জন্য যাতে রোবোলাইফ ফাউন্ডেশন এভাবে যাতে কাজ করে যেতে পারে এটাই আপনাদের কাছে একমাত্র প্রত্যাশা।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robolife Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share