S M Siam

S M Siam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S M Siam, Video Creator, Chittagong.
(1)

14/08/2024

কোস্টগার্ড আনিসুলকে ধরে চলে যাচ্ছিলো, দরবেশকে চিনতে পারছিলো না।
আনিস বললো, উনি সালমান এফ রহমান উনাকেও ধরেন।
ট্রু বন্ধু 🤣

নারকেল গাছটি যেইদিন লাগিয়ে ছিলাম!সেইদিন-ই আমার ছেলের জন্ম হয়। জন্মের সময় ওর মা মারা যায়। ছেলেকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। ...
13/06/2024

নারকেল গাছটি যেইদিন লাগিয়ে ছিলাম!
সেইদিন-ই আমার ছেলের জন্ম হয়। জন্মের সময় ওর মা মারা যায়। ছেলেকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখন-ই ছেলের কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে ওর মুখে দুধের বোতল তুলে দেই।.

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল ২০০ টাকা বিক্রি করে ২ দিন ভালো মন্দ খাওয়া যায় এখন___

কিন্তু আদরের দুলালের কাছে ২ পয়সাও চাওয়ার সুযোগ পাই না।
কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নেই।

গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।

©Collected

সাউথ ইন্ডিয়ান সিনেমার সুপারষ্টার রজনীকান্তের কোলে বসে থাকা ছোট্ট শিশুটির নাম - ইয়াসিন। ইয়াসিন তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা...
12/06/2024

সাউথ ইন্ডিয়ান সিনেমার সুপারষ্টার রজনীকান্তের কোলে বসে থাকা ছোট্ট শিশুটির নাম - ইয়াসিন। ইয়াসিন তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা।

স্কুলে যাওয়ার পথে ইয়াসিন ৫০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায়। টাকা ভর্তি ব্যাগ নিয়ে সে স্কুলের শিক্ষক ভী-জয়ন্তীর কাছে নিয়ে যায়। শিক্ষক মহাশয় তাকে নিয়ে জেলার SP শক্তি গণেশনের কাছে উপস্থিত হন। SP সাহেব ইয়াসিনের সততা দেখে তাকে এক হাজার টাকা পুরস্কার দিতে চান।

ইয়াসিন সেটা পত্রপাঠ প্রত্যাখ্যান করে।
SP সাহেব তাকে তখন মনের যে কোনো একটা ইচ্ছা ব্যক্ত করতে বলেন। ইয়াসিন বলে, সে রজনীকান্তের সঙ্গে দেখা করতে চায়। প্রশাসন যোগাযোগ করে রজনীকান্তের সঙ্গে। রজনীকান্ত সমস্ত ঘটনা শুনে তৎক্ষণাৎ রাজী হয়ে যান।

এরপর নির্দিষ্ট দিনে রজনীকান্ত নিজে ইয়াসিনের বাড়িতে উপস্থিত হন। বাড়ির সকলের সঙ্গে বেশ কিছুটা মূল্যবান সময় অতিবাহিত করেন এবং যাওয়ার সময় ইয়াসিনের গলায় উপহার স্বরূপ সোনার চেন পরিয়ে দেন।

রজনীকান্ত ইয়াসিনের পড়াশোনার সমস্ত দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ইয়াসিন যতদূর পর্যন্ত পড়তে চাইবে, রজনীকান্ত সমস্ত খরচ-খরচা বহন করবেন।

স্যালুট সুপারষ্টার!❤️

নেগেটিভিটির এই দুনিয়ায় এই ছোট ছোট পজিটিভ খবরগুলি ছড়িয়ে দিন সকলের মাঝে, শেয়ার করুন সকলের সাথে। ❤️

Collected repost 👍👍

"Emotion of every Chittagonian"❣️❤️📍CRB hill,Chittagong
28/04/2024

"Emotion of every Chittagonian"❣️❤️

📍CRB hill,Chittagong

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ চাচ্ছেন পেজে। কিন্তু আপনি ...
27/04/2024

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ চাচ্ছেন পেজে। কিন্তু আপনি কি জানেন এই গাছ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর ?

ডালপালা বিস্তার ছাড়াও গাছটির মূল থাকে ১৫ মিটার গভীরে। পানি ও খনিজ লবণ শোষণ ছাড়াও এরা অতিরিক্ত পানি শুষে ডালপালায় জমা রাখে। ফলে যে জায়গায় গাছটি লাগানো হয়, সে স্থানটি হয়ে পড়ে পানিশূন্য ও কমে যায় উর্বরতা শক্তি। এতে পানির স্তর নিচে নামাসহ অন্য প্রজাতির গাছের স্বাভাবিকতা নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়ে। এসব জানার পরও উত্তরাঞ্চলে ইউক্যালিপটাস গাছ লাগানোর হিড়িক পড়েছে। এতে এ অঞ্চল একদিন মরু অঞ্চলে পরিণত হতে পারে।

জমির আইল, কৃষিজমি ও পতিত জমিতে লাগানো এ গাছ উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি করে। ইউক্যালিপটাসের পাতা ও ডালপালা অজৈব পদার্থের মতো কাজ করে কৃষিজমিকে অনুর্বর করে। ফলে ফসলের উৎপাদন কমে যায়। এত কিছু জানার পরও কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত?

এ বিষয়ে কৃষকরা জানান, অন্যান্য গাছের তুলনায় ইউক্যালিপটাস গাছ দ্রুত বড় হয়। এ কাঠের চাহিদা বেশি, কাঠে ঘুণ ধরে না, দামও বেশি। তাই ইউক্যালিপটাস গাছ রোপণ করেন তারা।
তবে আবাদি জমির আইলে ইউক্যালিপটাস রোপণ করায় দিন দিন ফসলের উৎপাদন কমে যাচ্ছে, সেটিও স্বীকার করেছেন তারা।

কৃষি অফিসার এবং পরিবেশ বিজ্ঞানীদের মতে, সাধারণ গাছ প্রকৃতি ও পরিবেশের ভারাসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে নাইট্রোজেন গ্রহণ করে আর অক্সিজেন সরবরাহ করে সহায়তা করে। কিন্তু ইউক্যালিপটাস তা করে না। বরং এ গাছ অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই-অক্সাইড ত্যাগ এবং নাইট্রোজেন নির্গমন করে। আবাদি জমির আইলে এ গাছ থাকলে খেতে পোকামাকড় ও রোগবালাই বেড়ে যায়। ইউক্যালিপটাস গাছ জমির উর্বরতা শক্তি কমিয়ে দেওয়াসহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতিসাধন করে।

কৃষি বিভাগ মাঠপর্যায়ে এ গাছ না লাগাতে এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কৃষকদের নিরৎসাহিত করে যাচ্ছে।

সুতরাং ইউক্যালিপটাস গাছ, রেইন ট্রি এর মত ক্ষতিকারক গাছ না লাগিয়ে ফল গাছ লাগান, বট,পাকুর এর মত ছায়া দেয় এমন গাছও বাড়তে দিন।

26/04/2024

🥲

এক নজরে সাকিবের গত কয়েকদিনের কিছু হাস্যকর কাণ্ড:👇"এম এস ধোনি বলছিলো যে, ফুল ফিট না হয়ে খেললে দেশের সঙ্গে বেইমানি করা হ...
18/11/2023

এক নজরে সাকিবের গত কয়েকদিনের কিছু হাস্যকর কাণ্ড:👇

"এম এস ধোনি বলছিলো যে, ফুল ফিট না হয়ে খেললে দেশের সঙ্গে বেইমানি করা হয়"।
🗣️সাকিব

অথচ, এম এস ধোনি ও সাকিব দুজনেই ফুল ফিট না হয়ে ম্যাচ খেলেছে।🥱

"রোহিত তো ৭ নাম্বার থেকে ওপেনিংয়ে এসে ভালো করছে"।
🗣️ সাকিব

"একজন সেট ওপেনারকে হঠাৎ করে ৬/৭ এ ব্যাটিং করতে বলা পাগলের প্রলাপ"।
🗣️ রোহিত শর্মা

"আমি অনেকদিন ৪/৫ এ ব্যাটিং করছি। তাই হঠাৎ করে ৩ এ উঠে যাওয়াটা কঠিন"।
🗣️ সাকিব

সেই তিনি আবার, দীর্ঘ ১৭ বছর ওপেনিং করা একজন ব্যাটসম্যানকে নিচের দিকে ব্যাট করতে বলে।

"শোনা কথা আমাকে বলবেন না"
🗣️ সাকিব

আমি শুনেছি তামিম নাকি ৫ টা ম্যাচ খেলবে।

" তামিমকে কে নিচে নেমে খেলতে বলেছিল সে বিষয়ে আমি কিচ্ছু জানি না"।
🗣️ সাকিব

আবার তিনিই বলেন, এটা আমার আর হাতুড়ির প্ল্যান ছিল।

"খেলার মাঝখানে ক্যাপ্টেন অবসরে যাওয়া এটা দলের ইনভাইরনমেন্ট নষ্ট করে"।
🗣️সাকিব

অথচ, দল এশিয়া কাপে রেখে ক্যাপ্টেন যায় শো-রুম উদ্বোধনের কাজে কিংবা বিশ্বকাপে দল রেখে দেশে আসে প্রাকটিসের কাজে!

"এই বিশ্বকাপে একটাই মিসিং শুধু ইবাদত"।
🗣️ সাকিব

সেই তেনারা আবার, বিশ্বকাপের শেষ দুই-তিন ম্যাচ খেলতে তামিম ইকবালকে চেয়েছেন সাকিব ও হাতুড়ি।

একজন মানসিক রোগীও এতো তাড়াতাড়ি কোনোকিছু ভুলে যায় না, যত তাড়াতাড়ি না আমাদের কমান্ডার সবকিছু ভুলে যায়।😅

কোটি ভক্তের ভালোবাসা আবেগ নিয়ে "পঞ্চপান্ডব" দের বিশ্বকাপ জার্নি শেষ হয়ে গেল🥹💔End of Era🥺 Captain Mash, Opener T28, All R...
11/11/2023

কোটি ভক্তের ভালোবাসা আবেগ নিয়ে "পঞ্চপান্ডব" দের বিশ্বকাপ জার্নি শেষ হয়ে গেল🥹💔
End of Era🥺
Captain Mash, Opener T28, All Rounder SAH75, Mr.Dependable, Silent K i l l e r💔

কার বানায় এগুলা ❓😹
10/11/2023

কার বানায় এগুলা ❓😹

09/11/2023

ফেসবুক এর ব্যাক বাটন কাজ না করলে মোবাইল এর উপর নিপিড়ন করা থেকে বিরত থাকুন।

এটা ফেসবুক Glitch.. দ্রুতই সমাধান হয়ে যাবে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Siam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category