03/02/2022
Content Writing কি? এই বিষয়ে ভালো করে জানার জন্য সর্ব প্রথমে আপনাকে জানতে হবে "কন্টেন্ট মানে কি" এই বিষয়ে।
বাংলাতে যদি কন্টেন্ট বলা হয় তাহলে সেটা হল "বিষয়বস্তু"
লিখনের উদ্দেশ্যে যদি কনটেন্ট এর কথা বলা হয় তাহলে কনটেন্ট বলতে, আপনি যেটা লেখছেন বা নিজের কৌশলের মাধ্যমে যে বিষয়বস্তু তৈরি করছেন সেটাকে একসাথে কনটেন্ট বলা যেতে পারে,
উদাহরণ :আপনি যদি নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করে একটি আর্টিকেল লিখেছেন, তাহলে সেটাকে কন্টেন্ট বলা যেতে পারে।
অথবা আপনি নিজের মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে একটি ভিডিও রেকর্ড করলেন এবং সেখানে কিছু তথ্য যোগ করে ভালো করে এডিট করলেন,
তাহলে সম্পূর্ণ ভিডিওটি কে একটি ভিডিও কনটেন্ট বলা যেতে পারে।
কনটেন্ট বলতে কেবল (Writing) এর মাধ্যমে তৈরি করা বিষয়বস্তু কে বলা হয় না।
কনটেন্ট বলতে আমরা ৪ রকমের বিষয় বুঝতে পারি,
Audio content : শব্দ বা ভয়েস উচ্চারণ এর মাধ্যমে তৈরি বা রেকর্ড করা কনটেন্ট।
যেমন, Podcast, FM ইত্যাদি।
Text content : যে কনটেন্ট গুলোকে লেখনের মাধ্যমে তৈরি করা হয় সেগুলো কে টেক্স কনটেন্ট বলে। যেমন, Article, Books ইত্যাদি।
Video content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্ট গুলোকে ভিডিও কনটেন্ট বলা হয়। যেমন, YouTube Video, Wes series, Movies ইত্যাদি।
Image content : ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কনটেন্ট বলা হয়। যেমন, Logo, Templates, Graphics ইত্যাদি।
কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা লেখনের ব্যবহার করে বিষয়বস্তু গুলোকে লিখে থাকি তাই আমাদের সরকারি টেক্স কন্টেন্ট (text content) এর ব্যবহার করতে হয়।