
24/07/2025
শতভাগ দগ্ধ শরীর নিয়ে মৃত্যুর কিছু মুহূর্ত আগে মাহেরীন ম্যাডাম তার স্বামীকে বললেন, 'তুমি কি আমার হাতটা একটু ধরবে?'
স্বামী তার হাত ধরলে স্বামীর হাতটা বুকের সঙ্গে চেপে ধরে বললেন, 'তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না!'
পৃথিবীতে এটাই ছিল এই দম্পতির শেষ কথা।
•
দিনের মধ্যে দশবার ঝগড়া হোক, পাঁচবার একে অন্যকে ছেড়ে যাওয়ার প্ল্যান করেন, একশোবার 'আমি বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম' বলে খোঁটা দেন, সমস্যা নাই। শুধু দিনশেষে আপনার জীবনসঙ্গীরে সর্বোচ্চ ভালোবাসায় আগলে রাইখেন।
•
একবার হারিয়ে ফেললে কত লক্ষ-কোটি বছর আবার দেখা হবে না, কে জানে!
_________________