Adnan Mumin

Adnan Mumin সবাইকে আমাদের ভিডিও গুলো দেখার জন্য অনুরোধ থাকবে।
ধন্যবাদ।

জীবনে কিছু না পেলে আফসোস রাখবেন না।
আপনি একটি ফুল চেয়েছেন,সে ফুলে কাঁটা ছিলো বলেই তা আল্লাহ আপনাকে দেয় নি।
আপনার জন্য হয়তো আল্লাহ একটা বাগান তৈরি করে রেখেছন.
❝নিশ্চয়ই আল্লাহ তা'আলা উত্তম পরিকল্পনাকারি❞
[সূরা আনফালঃ ৩০]

রাত ৯:২০।টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছো...
18/09/2025

রাত ৯:২০।
টাউনহল মোড়।
হালকা মাত্রার বৃষ্টি।
ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা।
পাশের বাটিতে ভিজছে কিছু টাকা।
ভিজছে দুইটি শিশুও।
ছোট শিশুটির বয়স এক প্লাস।
বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)।
মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা।
বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে।
ছোট শিশুটি গভীর ঘুমে।
বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম।
বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না।
এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম।
কিন্তু যেই-সেই।
মহিলার কোনো সাড়া-শব্দ নেই।
আমার সাথে আমার ইস্ত্রী ছিলো।
ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো!
আমি বুজিনাই।
আমার সইলডা খারাপ।
আতে অনেক বিষ।
কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম।
মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো।
বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম।
কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন।
আমি ওকে খুব যত্নে রাখবো।
ও আমার কাছে অনেক ভালো থাকবে।
আপনার এতো কষ্ট করা লাগবে না।
দিবেন?
মহিলা বললো, না না।
আমি ওরে পড়ামু।
ও আমারে ছাইড়া যাইবো না।
ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে।
তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি?
আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

ভালোবাসা😅কেউ পায়না আর কেউ মুল্য দেয়না💔এমন ভালোবাসা পেতেও ভাগ্য লাগে..☺️সংগৃহীত পোস্ট।
18/09/2025

ভালোবাসা😅
কেউ পায়না আর কেউ মুল্য দেয়না💔
এমন ভালোবাসা পেতেও ভাগ্য লাগে..☺️
সংগৃহীত পোস্ট।

এক প্রবাসী ভাই তার পিতার লা/শ দেখে সন্তানের আর্থনাথ 😭আল্লাহ  ভাই টা রে দৈর্য  ধরার তৌফিক দান কর 🥹🤲আমিন🤲🤲
18/09/2025

এক প্রবাসী ভাই তার পিতার লা/শ দেখে সন্তানের আর্থনাথ 😭
আল্লাহ ভাই টা রে দৈর্য ধরার তৌফিক দান কর 🥹🤲
আমিন🤲🤲

আসসালামু আলাইকুম|শুভ সকাল বন্ধুরা🥰💚
18/09/2025

আসসালামু আলাইকুম|
শুভ সকাল বন্ধুরা🥰💚

আলহামদুলিল্লাহ।সেই ফ্রীজে রাখা আবিরের মাথার খু/লী ৬ মাস পর সফল ভাবে প্রতিস্থাপন সম্পূর্ণ।
17/09/2025

আলহামদুলিল্লাহ।
সেই ফ্রীজে রাখা আবিরের মাথার খু/লী ৬ মাস পর সফল ভাবে প্রতিস্থাপন সম্পূর্ণ।

একের পর এক কেন বেড়ে চলেছে ঘুমের মধ্যে প্রবাসীদের মৃত্যুর ঘটনা?  একটু মানসিক শান্তির আশায় বিদেশে আসা তরুণেরা আজ কেবল টেন...
17/09/2025

একের পর এক কেন বেড়ে চলেছে ঘুমের মধ্যে প্রবাসীদের মৃত্যুর ঘটনা?
একটু মানসিক শান্তির আশায় বিদেশে আসা তরুণেরা আজ কেবল টেনশনে ভুগছে।

কুমিল্লার রাতুল ভাই ধারদেনা করে বিদেশে এসেছিলেন।
সুদের টাকা, কিস্তির চাপ, কাজ না থাকা—সব মিলিয়ে পরিবার থেকেও ঝামেলা।

ফলাফল—একদিন ঘুমের মধ্যেই নিঃশ্বাস বন্ধ।

জুয়েল, বয়স মাত্র ৩০।
সদ্য বিবাহিত।
কাজের চাপ, পারিবারিক অশান্তি, প্রতিদিনের টেনশন—
অবশেষে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক!

বন্ধুরা, প্রবাসীর জীবন মানে প্রতিনিয়ত সংগ্রাম।
মালিকের জ্বালা, বেতন আটকে যাওয়া, কাজের অভাব,
এর সঙ্গে যদি দেশ থেকেও অশান্তি পাঠান—
তাহলে আমরা বাঁচবো কীভাবে?

ছবিগুলো বিভিন্ন সময়ে ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে যাওয়া প্রবাসীদের।
আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুন।
আমিন।

দেশবাসীর কাছে স্বামীর বিচার চাইলেন সানাই মাহবুব।
17/09/2025

দেশবাসীর কাছে স্বামীর বিচার চাইলেন সানাই মাহবুব।

হায়রে জীবন 😥চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া মারছা বাসের নিচে প্রায় ৩ ঘন্টা যাবৎ চা-...
17/09/2025

হায়রে জীবন 😥
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া মারছা বাসের নিচে প্রায় ৩ ঘন্টা যাবৎ চা-পা পড়েছিল পথচারী জাগির হোসেন(২৬)নামে একজন মাদ্রাসা শিক্ষক।
ফায়ার সার্ভিস পুলিশ ও স্হানীয়দের সহযোগিতায় যখন বাসটি উদ্ধার করা হয়, তখন বাসের নিচে স্থানীয় যুবক-মাদ্রাসা শিক্ষক জাগির হোসেনকে মৃ-ত অবস্থায় দেখতে পেয়ে সনাক্ত করেন স্থানীয়রা।

সৌদি আরবে উট রাস্তা পারাপার হওয়ার সময় উটের সাথে গাড়ি দূ*র্ঘ*ট*না*য় ফেনী জেলার মো: মোশারফ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশ...
17/09/2025

সৌদি আরবে উট রাস্তা পারাপার হওয়ার সময় উটের সাথে গাড়ি দূ*র্ঘ*ট*না*য় ফেনী জেলার মো: মোশারফ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃ*ত্যু। 🚗🐪

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

এটি একটি ১০০০ গ্রাম লোহার বার।কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন তবে ...
17/09/2025

এটি একটি ১০০০ গ্রাম লোহার বার।
কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।

যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন তবে এর মূল্য বেড়ে দাঁড়ায় ২৫০ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০,০০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬ মিলিয়ন ডলারে।

আর এটাকে যদি উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়।
তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫ মিলিয়ন ডলার।

আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকাশিত করেন এবং তা প্রয়োগ করেন তার উপর।
ধন্যবাদ।

আসসালামুয়ালাইকুম।আপনাদের পরামর্শ চাচ্ছি।আমার স্ত্রী বললো জ"ন্মনি"য়ন্ত্রক ওষুধ নাকি স্বামী স্ত্রী দুইজনেই খাওয়া লাগে।আ...
17/09/2025

আসসালামুয়ালাইকুম।
আপনাদের পরামর্শ চাচ্ছি।
আমার স্ত্রী বললো জ"ন্মনি"য়ন্ত্রক ওষুধ নাকি স্বামী স্ত্রী দুইজনেই খাওয়া লাগে।

আমি নতুন বিবাহ করেছি।
আমার স্ত্রী বললো জ"ন্মনি"য়ন্ত্রক ওষুধ নাকি স্বামী স্ত্রী দুইজনেই খাওয়া লাগে।
কিন্তু এক পরিচিত বড় ভাই বললো শুধু স্ত্রী খেলেই চলবে।
কিন্তু আমি তো ২/৩ দিন খেয়ে ফেলেছি ।
এতে কোনো ক্ষ"তি হতে পারে ?

ছেলেটিকে সদরে হাসপাতাল আনার পথে মৃ'ত ঘোষণা করে।ওয়ারলেস বাজার সিটি কলেজের পূর্ব পাশে খান বাড়ি পুকুর থেকে এই ছেলেটিকে উ'...
17/09/2025

ছেলেটিকে সদরে হাসপাতাল আনার পথে মৃ'ত ঘোষণা করে।
ওয়ারলেস বাজার সিটি কলেজের পূর্ব পাশে খান বাড়ি পুকুর থেকে এই ছেলেটিকে উ'দ্ধার করা হয়েছে।
ছেলেটিকে সদরে হাসপাতাল আনার পথে মৃ'ত ঘোষণা করে,ছেলেটির বাবা মাকে এখনো খোঁজ পাওয়া যায়নি।
ছেলেটিকে কেউ চিনে থাকলে দ্রু'ত সদর হাসপাতালে আসবেন!(চাঁদপুর)

আহ্ খুব মায়া লাগে খুব খারাপ লাগে।
কোন মায়ের সন্তান।
বাড়িতে হয়তো মা বাবা পা'গলের মত কা'ন্না করে খোজতেছে।

ভাই আপনাদের হাত জোর করে বলতেছি,আপনার একটি সে'য়ারে বাচ্চাটিকে তার বাবা মার কাছে পৌঁছাই দিতে পারে 🙏🙏🙏
কপি পোস্ট।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Adnan Mumin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adnan Mumin:

Share

Category