17/07/2024
গাহি সাম্যের গান/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান।’ নজরুলের কাছে ধর্মের কোনো প্রভেদ ছিল না। চন্ডিদাসের মতো তিনিও বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। পৃথিবীতে যত দিন অন্যায়, অবিচার, অত্যাচার থাকবে, নিপীড়ন-নির্যাতন থাকবে, নারী-পুরুষের বৈষম্য থাকবে, পরাধীনতার গ্লানি থাকবে, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা থাকবে, মানুষে মানুষে বিভেদ থাকবে, শ্রেণি-শোষণ থাকবে, সর্বহারার আর্তনাদ থাকবে এবং ঘুণেধরা পুঁজিবাদী সমাজব্যবস্থা থাকবে, তত দিন উচ্চারিত হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম এবং তার অমর কবিতার পঙ্ক্তিমালা।