
13/09/2022
🤔ক্যানভা ডিজাইন কি বা ক্যানভা কি?(What is canva or canva design)
ক্যানভা ডিজাইন বা ক্যানভা হলো এমন একটি ওয়েবসাইট বা এমন একটি এপ্স যার মাধ্যমে আপনি বিভিন্ন ট্যামপেলেট কাস্টমাইজ করে আপনার ডিজাইন করে নিতে পারবেন পাশাপাশি আপনি চাইলে ক্যানভা ব্যবহার করে কাস্টম ডিজাইনও তৈরি করতে পারবেন। আরও একটি বড় সুবিধা হলো আপনি চাইলে ক্যানভা আপনার মোবাইল বা ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন।
🤔ক্যানভা তে কিভাবে একাউন্ট করবো?(How to create canva account)
আপনি ক্যানভা তে যাই কিছু করতে চান না কেনো আপনাকে অবশ্যই ক্যানভাতে একটি একাউন্ট তৈরি করা লাগবে। ক্যানভা একাউন্ট তৈরি করা ছাড়া আপনি ক্যানভাতে কোনো ডিজাইন করতে পারবেন না।তাই অবশ্যই আপনার একটি ক্যানভা একাউন্ট এর প্রয়োজন হবে।তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে ক্যানভা একাউন্ট তৈরি করবো?ক্যানভা একাউন্ট তৈরি করা অনেক সহজলভ্য একটি বিষয়।
Canva দিয়ে কি কি কাজ করা যায়
Canva দিয়ে কি কি কাজ করা যায়
ক্যানভা একাউন্ট তৈরি করার জন্য আপনি প্রথমে canva.com এই ওয়েবসাইটে চলে যেতে হবে।ওয়েবসাইট টিতে আসার পর আপনি উপরে দুইটি বাটন দেখতে পাবেন। একটি হলো লগইন আরেকটা হলো সাইন আপ। আপনি একাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি আপনার গুগল একাউন্ট এর মাধ্যমে সহজেই ক্যানভাতে একটি একাউন্ট তৈরি করে ফেলতে পারবেন।
• আরও পড়ুনঃ- ফেসবুক গ্রুপ বড় করার উপায়(১০০% কার্যকরী)
Canva দিয়ে কি কি কাজ করা যায়
আপনি Canva ব্যবহার করে মোটামুটি ডিজাইন সম্পর্কিত যতো কাজ রয়েছে সকল ধরনের কাজই করতে পারবেন। তবে বলে যারা ভালো আপনি যদি ক্যানভাতে কাজ করতে চান তাহলে আপনার নেটওয়ার্ক মোটামুটি ভালো হতে হবে। অন্যথায় আপনি ক্যানভা দিয়ে কাজ করে ঠিক তৃপ্তি পাবেন না।তাহলে চলুন Canva দিয়ে কি কি কাজ করা যায় তার একটা ধারণা নেওয়া যাক।
• সোশ্যাল মিডিয়া ব্যানারঃ- আপনি যখন ক্যানবা তে চলে যাবেন তখন প্রচুর প্রিমেইড টেম্পলেট দেখতে পাবেন এই সোশ্যাল মিডিয়া ব্যানার এর। আপনার কাজ হবে শুধু টেম্পলেট টি পছন্দ করা। অর্থাৎ আপনার যেই টেমপ্লেট টি পছন্দ হবে আপনি সেই টেম্পলেট টিকে চাইলেই নিজের মতো কাস্টমাইজড করে অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারবেন।
• মার্কেটিং পোস্টার তৈরিঃ-কোনো কিছুর মার্কেটিং করার জন্য অবশ্যই সেই জিনিসের একটা ব্যানার প্রয়োজন হয়।আর যে কোনো কিছুর ব্যানার তৈরি করা অনেক সময় সাপেক্ষের একটি বিষয়। আর আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে বা সময় বাঁচাতে ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা দিয়ে খুব সহজেই যেকোনো প্রকার মার্কেটিং পোস্টার তৈরি করা যায়।
• শুভেচ্ছা কার্ড তৈরি করাঃ- এখন প্রতিদিনই আমাদের কোনো না কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন এর জন্মদিন বা বিবাহ থাকে।সবাই চায় এই খুশির দিনে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের খুশি আরও বাড়িয়ে দিতে।কিন্তু সমস্যা টা হলো এইসকল শুভেচ্ছা কার্ড তো আর সহজে তৈরি করা যায় না। আর এই কঠিন কাজটিই আপনি করে ফেলতে পারবেন ক্যানভা ব্যবহার করে সহজেই।
Canva দিয়ে কি কি কাজ করা যায়
Canva দিয়ে কি কি কাজ করা যায়
ক্যানভা দিয়ে আরও অনেক অনেক রকম কাজ বা ডিজাইন আপনি করতে পারবেন। আমি এখানে শুধুতিনটি কাজের কথা উল্লেখ করেছি।আমি আপনার জন্য উপরে একটা ছবি দিয়ে দিয়েছি।আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ক্যানভাতে কি কি কাজ করা যায় বা কি কি ডিজাইন করা যায়।
Canva is a free-to-use online graphic design tool. Use it to create social media posts, presentations, posters, videos, logos and more.