Bipul Debnath

Bipul Debnath I am a professional digital marketing expert. Digital Marketer ||
Digital Entrepreneur ||
Skill Development Consultant ||

🤔ক্যানভা ডিজাইন কি বা ক্যানভা কি?(What is canva or canva design)ক্যানভা ডিজাইন বা ক্যানভা হলো এমন একটি ওয়েবসাইট বা এমন এ...
13/09/2022

🤔ক্যানভা ডিজাইন কি বা ক্যানভা কি?(What is canva or canva design)

ক্যানভা ডিজাইন বা ক্যানভা হলো এমন একটি ওয়েবসাইট বা এমন একটি এপ্স যার মাধ্যমে আপনি বিভিন্ন ট্যামপেলেট কাস্টমাইজ করে আপনার ডিজাইন করে নিতে পারবেন পাশাপাশি আপনি চাইলে ক্যানভা ব্যবহার করে কাস্টম ডিজাইনও তৈরি করতে পারবেন। আরও একটি বড় সুবিধা হলো আপনি চাইলে ক্যানভা আপনার মোবাইল বা ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন।

🤔ক্যানভা তে কিভাবে একাউন্ট করবো?(How to create canva account)

আপনি ক্যানভা তে যাই কিছু করতে চান না কেনো আপনাকে অবশ্যই ক্যানভাতে একটি একাউন্ট তৈরি করা লাগবে। ক্যানভা একাউন্ট তৈরি করা ছাড়া আপনি ক্যানভাতে কোনো ডিজাইন করতে পারবেন না।তাই অবশ্যই আপনার একটি ক্যানভা একাউন্ট এর প্রয়োজন হবে।তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে ক্যানভা একাউন্ট তৈরি করবো?ক্যানভা একাউন্ট তৈরি করা অনেক সহজলভ্য একটি বিষয়।

Canva দিয়ে কি কি কাজ করা যায়
Canva দিয়ে কি কি কাজ করা যায়
ক্যানভা একাউন্ট তৈরি করার জন্য আপনি প্রথমে canva.com এই ওয়েবসাইটে চলে যেতে হবে।ওয়েবসাইট টিতে আসার পর আপনি উপরে দুইটি বাটন দেখতে পাবেন। একটি হলো লগইন আরেকটা হলো সাইন আপ। আপনি একাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি আপনার গুগল একাউন্ট এর মাধ্যমে সহজেই ক্যানভাতে একটি একাউন্ট তৈরি করে ফেলতে পারবেন।
• আরও পড়ুনঃ- ফেসবুক গ্রুপ বড় করার উপায়(১০০% কার্যকরী)
Canva দিয়ে কি কি কাজ করা যায়
আপনি Canva ব্যবহার করে মোটামুটি ডিজাইন সম্পর্কিত যতো কাজ রয়েছে সকল ধরনের কাজই করতে পারবেন। তবে বলে যারা ভালো আপনি যদি ক্যানভাতে কাজ করতে চান তাহলে আপনার নেটওয়ার্ক মোটামুটি ভালো হতে হবে। অন্যথায় আপনি ক্যানভা দিয়ে কাজ করে ঠিক তৃপ্তি পাবেন না।তাহলে চলুন Canva দিয়ে কি কি কাজ করা যায় তার একটা ধারণা নেওয়া যাক।

• সোশ্যাল মিডিয়া ব্যানারঃ- আপনি যখন ক্যানবা তে চলে যাবেন তখন প্রচুর প্রিমেইড টেম্পলেট দেখতে পাবেন এই সোশ্যাল মিডিয়া ব্যানার এর। আপনার কাজ হবে শুধু টেম্পলেট টি পছন্দ করা। অর্থাৎ আপনার যেই টেমপ্লেট টি পছন্দ হবে আপনি সেই টেম্পলেট টিকে চাইলেই নিজের মতো কাস্টমাইজড করে অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারবেন।

• মার্কেটিং পোস্টার তৈরিঃ-কোনো কিছুর মার্কেটিং করার জন্য অবশ্যই সেই জিনিসের একটা ব্যানার প্রয়োজন হয়।আর যে কোনো কিছুর ব্যানার তৈরি করা অনেক সময় সাপেক্ষের একটি বিষয়। আর আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে বা সময় বাঁচাতে ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা দিয়ে খুব সহজেই যেকোনো প্রকার মার্কেটিং পোস্টার তৈরি করা যায়।

• শুভেচ্ছা কার্ড তৈরি করাঃ- এখন প্রতিদিনই আমাদের কোনো না কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন এর জন্মদিন বা বিবাহ থাকে।সবাই চায় এই খুশির দিনে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের খুশি আরও বাড়িয়ে দিতে।কিন্তু সমস্যা টা হলো এইসকল শুভেচ্ছা কার্ড তো আর সহজে তৈরি করা যায় না। আর এই কঠিন কাজটিই আপনি করে ফেলতে পারবেন ক্যানভা ব্যবহার করে সহজেই।

Canva দিয়ে কি কি কাজ করা যায়
Canva দিয়ে কি কি কাজ করা যায়
ক্যানভা দিয়ে আরও অনেক অনেক রকম কাজ বা ডিজাইন আপনি করতে পারবেন। আমি এখানে শুধুতিনটি কাজের কথা উল্লেখ করেছি।আমি আপনার জন্য উপরে একটা ছবি দিয়ে দিয়েছি।আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ক্যানভাতে কি কি কাজ করা যায় বা কি কি ডিজাইন করা যায়।



Canva is a free-to-use online graphic design tool. Use it to create social media posts, presentations, posters, videos, logos and more.

06/09/2022

আপওয়ার্কে বিড করার সময় যে বিষয় গুলো মাথায় রাখা উচিৎ চলুন সেগুলো বিস্তারিত জেনে নেইঃ
১। ক্লাইন্ট প্রোফাইলঃ কোনও জব পোষ্টে এপ্লাই করার আগে অবশ্যই সেই ক্লাইন্টের প্রোফাইল চেক করে নিবেন।
ক্লাইন্টের ফিডব্যাক কেমন?
মোট কত ডলার কত খরচ করেছে?
একটিভ জব কয়টি?
ক্লাইন্টের একটিভ জব থেকে আরও দেখতে পারেন, সে কোন জবে কত বাজেটে খরচ করছে। তার হায়ার করা ফ্রিল্যান্সারদের কি ধরণের ফিডব্যাক দিচ্ছে। এবং অন্য ফ্রিল্যান্সাররা তাকে যেই ফিডব্যাক দিচ্ছে সেখান থেকে ক্লাইন্টের ডাক নাম দেখে নিবেন। ক্লাইন্টের নাম জেনে বিড করা একটা পজেটিভ ব্যাপার। এই ব্যাপারে নিচের প্যারায় লিখেছি।
২। ক্লাইন্টের রিকুয়ারমেন্টসঃ ক্লাইন্ট তার জব পোষ্টে কি ধরণের কাজ করিয়ে নিতে চাচ্ছে সেটা বেশ ঠাণ্ডা মাথায় পড়ুন। এবং আপনি পয়েন্ট আউট করুন কোন কোন জায়গায় আপনি তাকে হেল্প করতে পারবেন। যদি কোনও কাজে আপনি নিজে এক্সপার্ট না হোন বা কাজ ম্যানেজ না করতে পারেন তাহলে সেই কাজে বিড করা থেকে বিরত থাকাই ভালো।
৩। বিডিং টাইমঃ চেক করে দেখুন ক্লাইন্ট কখন জব পোষ্ট করেছে। এবং ক্লাইন্টের বাসা কোথায় কিংবা তার টাইম জোন। টাইম জোন জেনে বিড করলে তাকে সুন্দর করে সম্বোধন করা যায়। যেমন, সকালে বিড করলে “Good Morning Mr. অমুক” বা বিকেলে বিড করলে “Good Evening Mr তমুক“।
ক্লাইন্ট জব পোষ্ট করার পর যত দ্রুত সম্ভব বিড করলে ইন্টারভিউ এর ডাক পাবার সম্ভাবনা বাড়ে। আপাতত এটা খেয়াল করলেই হবে।
৪। কাভার লেটার লেখার কৌশলঃ একটা জব পাবার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি ব্যাপার হচ্ছে কাভার লেটার। কাভার লেটারটাই মূলত আপনার এপ্লিকেশন লেটার। এখানে বেশ কিছু কৌশল অবলম্বন করা যায়। ক্লাইন্ট জব পোষ্টে মাঝে মধ্যে কিছু শব্দ দিয়ে দেয় আর বলে কাভার লেটারের শুরুতেই যেন এই শব্দ দেয়া থাকে। এতে সে মূলত চেক করে কারা সম্পূর্ণ জব পোষ্ট পড়েই এরপর বিড করছে। তবে এটা খুব কম জবেই বলা থাকে।
যাই হোক, যেহেতু প্রথমেই ক্লাইন্টের নাম খুঁজে বের করার কথা বলেছিলাম, তাই সম্ভব হলে ক্লাইন্টকে তার নাম ধরে লেটার লেখা শুরু করুন।
যেমন, “Dear Hiring Manager” এর বদলে “Good Evening Mr. অমুক” বা “Greetings Mr. তমুক” সম্বোধনটা মানুষকে বেশি টানে। এরপরেই সোজা চলে যান ক্লাইন্টের প্রবলেমের জায়গায় যেটার জন্য সে জব পোষ্ট করেছে। তাকে সংখিপ্ত কথার মাধ্যমে বুঝিয়ে দেন আপনি কাজটা ঠিক ডেড লাইনের মধ্যে আনুমানিক এই রেজাল্ট সহ শেষ করে দিতে পারবেন। এই ধরণের কাজে আপনার আগের পোর্টফলিও বা ওয়ার্ক স্যাম্পল অ্যাড করে দিবেন। এখন বেশিরভাগ জব পোষ্টেই কাভার লেটারের সাথে কিছু প্রশ্ন অ্যাড করা থাকে। একটু স্মার্টলি সেগুলা উত্তর দিবেন। কখনই কোনও ফেইক প্রমিজ করবেন না।
প্রয়োজনে কিছু ট্রায়াল বা ফ্রি কন্সাল্টেন্সি অফার করবেন । কারণ, কিছু কাজের ক্ষেত্রে ট্রায়াল অফার ক্লাইন্টকে আকৃষ্ট করে। যেমন লিড জেনারেশনের কাজের ক্ষেত্রে আপনি তাকে ২/১টা স্যাম্পল এট্যাচ করে দিতে পারেন কাভার লেটারেই। তাহলে ক্লাইন্ট বুঝবে আপনি এই কাজ ভালোভাবেই জানেন।

কাভার লেটারে আপনি নিজেকে একজন সেলসম্যান হিসেবে ভাবুন। আপনার প্রোডাক্ট/সার্ভিস সেল করার জন্য এই একটাই সুযোগ! তাই আপনার এপ্রোচ হতে হবে পজেটিভ। ফার্স্ট পিচে ক্লাইন্ট যদি আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকে, এরপর তার সাথে প্রজেক্ট নিয়ে বিস্তর আলোচনার সুযোগ পাওয়া যায়।
মনে রাখবেন, একটা জব পোষ্টে মোটামোটি ২৫/৩০টার বেশি বিড পরে। এবং ক্লাইন্ট হয়তো এর মধ্যে ১/২/৩ জনকে হায়ার করবে। যদি কাজটি এন্ট্রি লেভেলের তাহলে এর জন্য সে প্রতিটা কাভার লেটারে খুব বেশি সময় দিবেনা। আর কাজ যদি এক্সপার্ট লেভেলের হয় বা একটু লং টাইমের জন্য হয় তাহলে সে কাভার লেটার বেশ মনোযোগ দিয়েই পড়ে। কারণ একটা ভুল হায়ারিং তার বেশ টাকা এবং সময় নষ্ট করে দিতে পারে। সো জবের ধরণ দেখে সেই অনুযায়ী বিড করতে হবে।
অবশ্যই অযাচিত শব্দ লিখে কাভার লেটারকে বড় করা যাবেনা। কোনও অপ্রাঙ্গিক কথা লেখার কোনও মানেই হয়না।

উপরের এই জিনিসগুলো মাথায় রেখে আপওয়ার্কের জবে বিড করলে কাজ পাবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

30/08/2022

কীভাবে ফাইভারে বেশি বেশি কাজ পাওয়া যায়?

ফাইভারে বেশি বেশি কাজ পেতে হলে -

1. অনলাইনে বেশি সময় একটিভ থাকতে হবে। বিশেষ করে রাতের বেলা একটিভ থাকার চেষ্টা করবেন।

2. গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন অপটিমাইজ করা থাকতে হবে। টাইটেল, ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হবে।

3. প্রতিদিন ১০ টা অফার পাঠানোর চেষ্টা করতে হবে।

4. বায়ার নক দিলে সাথে সাথে রেসপন্স করতে হবে এবং কিভাবে কাজ করবেন তা বুঝিয়ে বলতে হবে। তাড়াহুড়া না করে বায়ার কি চায় সেটা বুঝে তারপর উত্তর করবেন।

5. বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিগ মার্কেটিং করতে হবে।

6. বিভিন্ন কাজের পোর্টফোলিও রেডি রাখতে হবে, যাতে বায়ার পূর্বের কাজের স্যাম্পল দেখতে চাইলে তা দেখাতে পারেন।

এগুলো করলেই আপনি ইনশাল্লাহ কাজ পাবেন। ধন্যবাদ।

22/08/2022
22/08/2022

🔰নতুনরা কীভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?
🔰ক্যারিয়ার গঠনে ডিজিটাল মার্কেটিং কতটা সহায়ক?
🔰ডিজিটাল মার্কেটিং নিয়ে সকল বিষয়ে বিশেষ তথ্য পেতে অংশ নিন ফ্রি ক্লাসে।

🔰ডিজিটাল এই যুগে ছোট-বড় প্রায় সকল ব্যবসা-বাণিজ্য কিংবা প্রতিষ্ঠান গতাণুগতিক প্রথাগত মার্কেটিং ব্যবস্থা থেকে বের হয়ে আসছে। আস্তে আস্তে কম-বেশি সকলেই তাদের মার্কেটিং করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর উপরই নির্ভরশীল হয়ে পড়ছে। এবং এতে তারা সফলও হচ্ছে। আর তাদের এই ব্যবসায়ীক সফলতার পেছনে কাজ করে যাচ্ছে ডিজিটাল মার্কেটাররাই। মার্কেটিং সেক্টরে প্রসারতার কারণেই প্রায় সকল ক্ষেত্রেই প্রয়োজন পড়ছে দক্ষ ডিজিটাল মার্কেটার এর। সুতরাং একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়ে এই সুযোগ গুলো কাজে লাগাতে পারেন আপনিও।

🔰ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদেরকে সঠিক তথ্য এবং এর প্রয়োগ কৌশল সম্পর্কে সংগতিপূর্ণ ধারণা দিতেই আয়োজন করছে একটি বিশেষ ফ্রি ক্লাস। যার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি শুরু করতে পারবেন।

🔰ফ্রি ক্লাসে অংশগ্রহন করতে ফ্রি রেজিস্ট্রেশন করুন।

ফ্রি ক্লাস টাইম রাত ৮-৯ পর্যন্ত।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।

18/08/2022

Welcome to my page.

18/08/2022
18/08/2022
18/08/2022

Address

Kalurghat, Mohora, Chadgaon
Chittagong
4208

Alerts

Be the first to know and let us send you an email when Bipul Debnath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bipul Debnath:

Share