Al Hamid

Al Hamid এই ইসলামিক পেইজটি সবাই ফলো করে পাশে থাকুন

28/06/2025
With USAMA HABIB – I just got recognised as one of their top fans! 🎉
14/07/2024

With USAMA HABIB – I just got recognised as one of their top fans! 🎉

25/02/2024

الدنيا ثلاث أيام ،

الأمس عشناه ولن يعود ، واليوم نعيشه ولن يدوم ، والغد لا ندري أين سيكون

23/02/2024

KAAN এর উড্ডয়নের প্রথম ভিডিও

27/01/2024

তার সব টাকা পয়সার লুট করা হয়েছিল, তার পরিবারের ১৮ জন সদস্য মারা গিয়েছিল বাবরি মসজিদ ভাঙার দিনে .

All his money was looted, 18 members of his family died in Babri Masjid demolition incident.

উইঘুর আলেমকে চীনা কনসেনট্রেশান ক্যাম্পে হত্যা!৮৮ বছর বয়সী উইঘুর আলেম আবদুল আহাদ মেহসুমকে ২০১৭ সালে চীনা বন্দী শিবিরে হত্...
25/01/2024

উইঘুর আলেমকে চীনা কনসেনট্রেশান ক্যাম্পে হত্যা!

৮৮ বছর বয়সী উইঘুর আলেম আবদুল আহাদ মেহসুমকে ২০১৭ সালে চীনা বন্দী শিবিরে হত্যা করা হয়।

আবদুল আহাদ মেহসুম ১৯৩০ সালে পূর্ব তুর্কিস্তানের কারাকাশ কাউন্টিতে জন্মগ্রহণ করেন, তিনি উইঘুরদের একজন প্রখ্যাত আলেম এবং উইঘুর সম্প্রদায়ের একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। উনার পিতা শাইখ বারাত আখুনকে ১৯৩৭ সালে চীনা পুলিশি হেফাজতে হত্যা করা হয়।

১৯৫০ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত, শাইখ মেহসাম কাশগড়ে ইসলাম অধ্যয়ন করেন। পড়াশোনা শেষ করার পরে হোতানে ফিরে এসে দ্বীন শিক্ষা প্রচারে নেমে পরেন। ফিরে আসার ৬ মাস পরই তাকে গ্রেপ্তার করে চীনা শ্রম শিবিরে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

১৯৭৪ সালে মুক্তি পাওয়ার পর বলপূর্বক তাকে প্রকাশ্য আসতে দেওয়া হত না। এ সত্ত্বেও তিনি লুকিয়েই দ্বীনি শিক্ষা প্রদান অব্যাহত রাখেন। ১৯৭৯ সালে প্রায় ১,০০০ আলেমকে সহ তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের এক বছর পর তিনি মুক্তি পান।

২০০১ সালে তার সন্তান সহ তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং ২ মাস পর মুক্তি দেওয়া হলেও জনসমক্ষে কথা বলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

২০০৪ সালে চতুর্থ বারের মতো আবারও গ্রেপ্তার করা হয় এবং দ্বীনি শিক্ষা প্রদানের জন্য ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এরপর তিনি তার বাকি জীবন গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন, যতক্ষণ না তিনি শেষ পর্যন্ত আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন।

২০১৭ সালের নভেম্বরের শুরুর দিকে তার পুরো পরিবার সহ একটি কনসেনট্রেশান ক্যাম্পে পাঠানো হয় এবং সেখানেই তাদের হত্যা করা হয়।

চীনা কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তার মৃত্যুর খবর ৬ মাস পর প্রচার করে।

অনেকবার কারারুদ্ধ ও নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও শাইখ আবদুল আহাদ মেহসুম রহিমাহুল্লাহ দ্বীনের পথে অটল থেকে নিজেকে দাওয়াহ প্রচারে অব্যাহত রেখেছিলেন।

হে আল্লাহ, শাইখকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমীন!

24/09/2023

▌ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালন করা শতাব্দীর শ্রেষ্ঠ বিদ'আত!

🎤শেখ নওয়াফ আল-সালেম হাফি:

পেইজটি ফলো করে পাশে থাকুন।

20/09/2023

এই দাওয়াতটি আরো ১০ জনকে পাঠিয়ে দিন।
বিদআত সম্পর্কিত আলোচনা।
মুফতি আরিফ বিন হাবিব।
***iarifbinhabib

19/09/2023

মিলাদুন্নবী অর্থ কি?
মিলাদুন্নবী এর সকল বিতর্কের সমাধান।
মুফতি আরিব্বিন হাবিব।
m***i arif bin habib

18/09/2023

নবীর জন্মদিন(মিলাদুন্নবী) পালন করা কবে থেকে শুরু হয়?
মুফতি আরিফ বিন হাবিব।
m***i arif bin habib

15/09/2023

শু"ক্র"বার কেন এ"ত দা"মী⁉️
কেয়ামত কবে হবে⁉️
মুফতি আরিফ বিন হাবিব।
নতুন ওয়াজ

14/09/2023

মানিনা মানবোনা মানতে পারিনা
বিশ্ব নবীজির অবমাননা।
তুমি মিথ্যুক যে তার মধ্যে কোন সন্দেহ নেই।
জুনায়েদ আল হাবীব

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hamid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share