Natural Views

Natural Views Assalamulaikum, This Is Natural Views Page.Thanks for liking and sharing the Natural Views page.
(5)

সে অশিক্ষিত হইলেও তার ঈমান তারে কয় - " হটাও ভারত, বাঁচাও দেশ "
10/01/2025

সে অশিক্ষিত হইলেও তার ঈমান তারে কয় - " হটাও ভারত, বাঁচাও দেশ "

12/11/2024
কাপ্তাই বাঁধের স্প্রীল ওয়ে ৬ ইঞ্চি খোলা হতে পারে সন্ধ্যায়।কাপ্তাই লেকের পানি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট অতিক্রম করতে পারে। এই...
24/08/2024

কাপ্তাই বাঁধের স্প্রীল ওয়ে ৬ ইঞ্চি খোলা হতে পারে সন্ধ্যায়।

কাপ্তাই লেকের পানি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট অতিক্রম করতে পারে। এই ক্ষেতে স্প্রীল ওয়ের ১৬ টি গেইট শুধুমাত্র ৬ ইঞ্চি (রিপিট মাত্র ৬ ইঞ্চি) উচ্চতা খুলে দেওয়া হতে পারে। এতে কর্ণফুলী নদীর স্রোত বৃদ্ধি ছাড়া অন্য কোন নেতিবাচক প্রভাব পড়বে না। এ নিয়ে কাউকে আতংকিত না হতে অনুরোধ জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
উল্লেখ্য পানির বিপদসীমা ১০৮ ফুট, আজ দুপুর আড়াইটায় পানির পরিমান ১০৭.৩৯ ফুট। সন্ধ্যায় ১০৮ ফুট অতিক্রম করতে পারে।

কখনো চিন্তা করেছেন যে তথাকথিত মানবতার ফেরীআলা , ইনফ্লুয়েঞ্জা , লেখক , কন্টেন্ট ক্রিয়েটর , মটিভেশনাল স্পিকার , খেলোয়াড় ...
12/07/2024

কখনো চিন্তা করেছেন যে তথাকথিত মানবতার ফেরীআলা , ইনফ্লুয়েঞ্জা , লেখক , কন্টেন্ট ক্রিয়েটর , মটিভেশনাল স্পিকার , খেলোয়াড় , গায়ক গায়িকা আপনার আমার জাতির ঐক্যের দাবীতে সমর্থন রাখে না তাদেরকে আপনি কেন ফলো করবেন?

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার এ হাটের নাম কী বলুন তো৷ এ হাট সারা বছরজুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারার মৌসুমে৷ ক...
07/07/2024

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার এ হাটের নাম কী বলুন তো৷ এ হাট সারা বছরজুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারার মৌসুমে৷ কারণ ভিমরুলি ও তার আশেপাশের এলাকাগুলোতে প্রচুর পেয়ারার চাষ হয়৷

 #মুক্ত_পোস্ট এই মাছটাকে কি নামে চিনেন??
05/07/2024

#মুক্ত_পোস্ট
এই মাছটাকে কি নামে চিনেন??

বাংলাদেশের মানুষ যেভাবে দেখে : 📍 দার্জিলিং: ওয়াও 😲📍 সাজেক: বস্তি - গুলিস্তান  🫣দার্জিলিংয়ের সাথে সাজেকের তুলনা হয় না। পো...
05/07/2024

বাংলাদেশের মানুষ যেভাবে দেখে :

📍 দার্জিলিং: ওয়াও 😲
📍 সাজেক: বস্তি - গুলিস্তান 🫣

দার্জিলিংয়ের সাথে সাজেকের তুলনা হয় না। পোস্টে বুঝানো হয়েছে সাজেক গুটিকয়েক রিসোর্টের জন্য আমরা সেটাকে বস্তি বলি। আর দার্জিলিং এতো রিসোর্ট পাহাড়ের উপর তারপরও সেটা আমরা ভালো চোখে দেখি।

ভাগ্য ভালো যে দার্জিলিং বাংলাদেশের না। দার্জিলিং বাংলাদেশের হলে তখন আবার দার্জিলিংকে বস্তি বলতাম।

জাদুকাটার সাথে মেঘালয় এর ঝর্না।
24/06/2024

জাদুকাটার সাথে মেঘালয় এর ঝর্না।

বাজারে গেলে প্রায়ই দেখবেন মাছের আশেপাশে কিছু ভাসমান উদ্ভিজ রাখা হয়। এটা দিয়ে তারা বুঝাতে চায় মাছটি টাটকা। আবার সবজি বিক্...
03/06/2024

বাজারে গেলে প্রায়ই দেখবেন মাছের আশেপাশে কিছু ভাসমান উদ্ভিজ রাখা হয়। এটা দিয়ে তারা বুঝাতে চায় মাছটি টাটকা। আবার সবজি বিক্রেতারা সবজির উপর পানি ছিটিয়ে রাখেন যাতে মনে হয় সবজিগুলো টাটকা ও সতেজ।

আসলেই কি তাই?
উত্তর অবশ্যই না। আসলে এটা জাস্ট একটা টেকনিক বা চোখের ধাঁধা মাত্র। বাস্তবে দেখা যায় সবজি মোটেও টাটকা না, আর মাছের কানসা পঁচে গেছে। তবে ব্যতিক্রমও আছে, মানে সবই যে ভালো না তা নয়। ভালো মাছ বা সবজিতেও এই পদ্ধ‌তি অবলম্বন করা হয় আকর্ষণ বাড়ানোর জন্য। অনেক নদী বা বিলের মাছ বোঝাতে কচুরিপানা ব্যবহার করে থাকেন। কিন্তু আসলে দেখা যায় তা পুকুরের।

আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যাদের উপর দিয়ে দেখলে মনে হয় মদিনা শরীফের খতিব।
উপরে তারা খুবই ফিটফাট, গোছানো, মেধাও ভালো।
তারা নিজেকে ঠিক মাছের মতই পরিপাটি করে সাজিয়ে রাখে যাতে মানুষ বোঝে সে সলিড লোক।
কিন্তু বাস্তবে দেখা যায় তার ভেতরটা পুরাই কালো।
যদিও এটা সকলে বুঝতে পারে না। খুব ভালোভাবে অবজার্বেশন করলেই আপনি এই সকল লোকদের ধরতে পারবেন। এসব লোকেরা অত্যন্ত ধুরন্ধর টাইপের হয়। খুব কৌশলে তারা আপনার ক্ষতি করে দিবে, আপনি জানবেনও যে সে আপনার ক্ষতি করেছে। কিন্তু কিছু করতে পারবেন না। এমনকি বলতেও পারবেন না। সে সবসময়ই আপনার ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।

তবে একটা সময় এইসব ধুরন্ধর লোক এমন ধরা খাবে। তখন তার ধরা খাওয়ার কথাও পৃথিবীর কাউকে বলতে পারবে না। কারণ আপনি অন্যের পা*ছায় আঙ্গুল দিলে আরেকজন আপনার পা*ছায় বাঁশ দিয়ে দিবে। প্রকৃতি সবকিছু রিটার্ন দেয়, বাকী রাখে না।

27/05/2024
22/05/2024

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share