20/09/2025
মাশাল্লাহ।
এটাই তো চাই আমার ছেলের হাতেগোনা যে কয়েক জন আপন মানুষ আছে তাদের ছায়া, আদর,ভালবাসা দিয়ে আগলে রাখা।একটা বাচ্চার জন্য দাদা দাদীর আদর,যত্ন,ভালোবাসা পেয়ে বড়ো হয়ে উঠা যে কতটা ইম্পোর্টেন্ট সেটা যার নাই সেই ভালো বুঝে।