Afra Verse

Afra Verse just love yourself

31/05/2025

Afra's Organic Aura 'sorganicauramoment

23/05/2025

"আপনার চুল কী চায়, সেটা জানেন?"🧑‍🦲🙍‍♀️
চুলের ধরন জানলেই সব বুঝে ফেলা যায় না—চুলের পোরোসিটি বোঝাও ঠিক ততটাই জরুরি।

---

Slide 1: হেয়ার পোরোসিটি কী?
চুল কতটা সহজে আর্দ্রতা (moisture) গ্রহণ ও ধরে রাখতে পারে, সেটাই হচ্ছে পোরোসিটি।
সঠিক পণ্য বেছে নিতে হলে, আগে জানতে হবে আপনার চুলের পোরোসিটি কী ধরনের।

---

Slide 2: Low Porosity Hair (লো পোরোসিটি)
লক্ষণ:

চুলে পানি ঢুকতে চায় না

প্রোডাক্ট স্ক্যাল্পে জমে থাকে

শুকাতে সময় লাগে
যত্ন টিপস:

হালকা ওয়াটার-বেইজড কন্ডিশনার

স্টিম ট্রিটমেন্ট ভালো কাজ করে

হালকা তেল যেমন আর্জান, জোজোবা👩‍⚕️🤷‍♀️

---

Slide 3: Medium Porosity Hair (মিডিয়াম পোরোসিটি)
লক্ষণ:

আর্দ্রতা সহজে শোষণ ও ধরে রাখতে পারে

হিট ও কালারে ভালো সাড়া দেয়
যত্ন টিপস:

ব্যালান্সড কেয়ার রুটিন

খুব বেশি প্রোটিন প্রোডাক্ট দরকার পড়ে না

সিম্পল হাইড্রেটিং মাস্কই যথেষ্ট👩‍⚕️🤷‍♀️

---

Slide 4: High Porosity Hair (হাই পোরোসিটি)
লক্ষণ:

খুব দ্রুত আর্দ্রতা শোষণ করে, আবার দ্রুত হারায়

রুক্ষ, সহজে জট পড়ে

বেশি হিট বা কেমিক্যাল ব্যবহারে হয়
যত্ন টিপস:

প্রোটিন রিচ মাস্ক

ঘন কন্ডিশনার বা বাটার

সিলিকন বা কাস্টর অয়েল দিয়ে সিল করো👩‍⚕️💁‍♀️

---

Slide 5: ঘরে বসে চুলের পোরোসিটি চেক করো
১. পরিষ্কার, শুকনো চুল থেকে ১টা স্ট্র‍্যান্ড কেটে নাও
২. এক গ্লাস পানিতে ছাড়ো

উপরে ভাসে = লো পোরোসিটি

মাঝখানে থাকে = মিডিয়াম

ডুবে যায় = হাই পোরোসিটি

---
🕵️‍♂️

"চুলের ভাষা বোঝো, ট্রেন্ড নয় – নিজের যত্ন নিজের মতো করে নিতে শেখো!"
আপনার পোরোসিটি জানলে ইনবক্স করুন – Afra’s Organic Aura থেকে সাজিয়ে দিই আপনার চুলের জন্য সঠিক কেয়ার গাইড।

25/04/2025

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afra Verse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share