Baani বাণী

Baani বাণী life is beautiful

আমাদের পেইজের উদ্দেশ্য
সবাই কে মানসম্মত পন্য এবং কোয়ালিফাই পন্য সেবা দেওয়া।
জামদানী।একসময় ছিল মুঘল সাম্রাজ্যের পোশাক বিভিন্ন মহারানীদের তার ব্যপক।ও কম।ছিলনা মাঝখানে এর চাহিদা কমে গেলেও নিজের সংস্কৃতি নিজের বাংলাকে তুলে ধরতে এই ছোট্ট প্রয়াস।

তাছাড়া হাতে তৈরি গয়না ৫০০ খ্রিস্টাব্দ আগ পর্যন্ত যার আবির্ভাব যা বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়েছে।বর্তমানে নানান ধরনের বীড গয়না অক্সিড গয়না, কাঠের গ

য়না প্রচলিত
আর আমার কাজ অক্সিড এবং জুট গয়না নিজের ডিজাইন দিয়ে বানিয়ে থাকি সম্পুর্ন দেশিয় নিয়ে আমার বাণী।

অবশ্যই আমার বাণীর সাথে থাকবেন সবার আর্শীবাদ প্রাপ্য

03/08/2025




   .শিবের অবতার পরম শিবভক্ত সর্বশাস্ত্র পরাগ শিলাদ পুত্র নন্দী মহারাজ ❤️শিলাদ মুনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলে...
31/07/2025



.

শিবের অবতার পরম শিবভক্ত সর্বশাস্ত্র পরাগ শিলাদ পুত্র নন্দী মহারাজ ❤️
শিলাদ মুনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলেন ব্রহ্মচারী। পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাননি। তাই তাঁরা মুনিকে পুত্রোৎপাদনের পরামর্শ দেন। শিলাদ তখন শিবের তপস‍্যা করতে থাকেন। ভগবান শিব তখন তাঁকে পুত্ররূপে জন্মানোর বরদান করেন। তিনি শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞ করার জন‍্য ক্ষেতে হলকর্ষণ করতে থাকেন। ক্ষেত থেকে তখন এক শিশুর আবির্ভাব হয়। শিশুটি অকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন ও মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ তাঁকে তার আশ্রমে নিয়ে যান। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। নন্দী মাত্র ৭ বছর বয়সের মধ্যেই সকল শাস্ত্র আয়ত্ত করে নেন। একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। তারা ঋষির রূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন। ঋষিদ্বয় নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই। তখন নন্দী শিবের ঘোর তপস‍্যা করে। মহাদেবের বরে তিনি শিবের প্রিয় অনুচর ও বাহন হন এবং তাকে চিরঞ্জিবী করে দেন। তিনি হন শিবগণদের মধ্যে প্রধান। মহাদেব নিজে মরুৎ কন্যা সূয়শার সাথে নন্দীর বিবাহ সম্পাদন করেন।

তবে প্রায় সব কাহিনিতেই তিনি শিবের সহচর । গণরা থাকে কৈলাসে, তবে মাঝে মাঝেই তারা শ্মশানে ঘোরে। সাধারণত তারা কারও ক্ষতি করে না, তবে কুপিত হলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেমন দক্ষযজ্ঞের সময়। এমন প্রলয় মুহূর্তে নন্দীও ক্ষেপে উঠে সব লণ্ডভণ্ড করে দিতে পারেন।

শিবের পূজার সময় এর পূজাও করতে হয়। বর্তমানে অধিকাংশ শিবমন্দিরেই শিবমূর্তির ডান পাশে শিবের দিকে তাকিয়ে থাকা একটি ষাঁড়ের মূর্তিতে নন্দীকে স্থাপন করা হয়।

ধারণা করা হয়, নন্দীর কানে বলে দেওয়া প্রার্থনা সরাসরি মহাদেবের হৃদয়ে পৌঁছে যায়।

এইসব গুজবে কান দেবেন না। আয়ুর্বেদ থেকে শুরু করে, পূজা পাঠ, হোম যজ্ঞ সর্ব স্হানে হলুদ কে পবিত্র এবং শুদ্ধ বলা হয়েছে। হলুদ...
29/06/2025

এইসব গুজবে কান দেবেন না। আয়ুর্বেদ থেকে শুরু করে, পূজা পাঠ, হোম যজ্ঞ সর্ব স্হানে হলুদ কে পবিত্র এবং শুদ্ধ বলা হয়েছে।
হলুদ মিশিয়ে স্নান করা একজন ব্যক্তিকে সমস্ত নেগেটিভ দিক থেকে সুরক্ষিত করে। কাঁচা হলুদ সেবনে পেটের সমস্ত রোগ নিরাময় হয়ে যায়।
হলুদ দিয়ে গৃহ পরিষ্কার করলে, পজিটিভিটি বৃদ্ধি পায়।
হলুদের গুনাগুন বলে শেষ করা যাবেনা।

কৃষ্ণ তার অল্প বয়সেও অনেক রাক্ষসকে হত্যা করেছিলেন, তিনি দৈত্যপুতনাকে,বকাসুরকে, শাকতাসুরকে, ত্রিনাবর্তকে হত্যা করেছিলেন।
নেগেটিভ শক্তি থেকে মুক্ত করার জন্য মা যশোদা বাল গোপাল কে কাঁচা হলুদ মিশ্রিত দুধে, দূর্বা ঘাস দিয়ে স্নান করাতেন।
শাস্ত্রে অনেক উদাহরণ আছে। তাই গুজবে কান দেবেন না। অর্থহীন, ভিত্তি হীন কথা সব।

✍️Astro বিদ্যা
বি:দ্র:একজন।জ্যোতিষি থেকে সংগ্রহকৃত

**আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, ত...
04/06/2025

**আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।
COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

[বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এই বিভাগটি শেয়ার করতে ভুলবেন না]।
[এই বার্তাটি নিজে বুকমার্ক করবেন না]।
অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

❤️❤Radhamadhov❤️❤️❤️
24/05/2025

❤️❤Radhamadhov❤️❤️❤️

16/10/2023
16/10/2023
এই সেট গুলোর অফার প্রাইস চলছে
01/09/2023

এই সেট গুলোর অফার প্রাইস চলছে

Address

Chittagong
4100

Telephone

+8801717124476

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baani বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share