Baani বাণী

Baani বাণী life is beautiful

আমাদের পেইজের উদ্দেশ্য
সবাই কে মানসম্মত পন্য এবং কোয়ালিফাই পন্য সেবা দেওয়া।
জামদানী।একসময় ছিল মুঘল সাম্রাজ্যের পোশাক বিভিন্ন মহারানীদের তার ব্যপক।ও কম।ছিলনা মাঝখানে এর চাহিদা কমে গেলেও নিজের সংস্কৃতি নিজের বাংলাকে তুলে ধরতে এই ছোট্ট প্রয়াস।

তাছাড়া হাতে তৈরি গয়না ৫০০ খ্রিস্টাব্দ আগ পর্যন্ত যার আবির্ভাব যা বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়েছে।বর্তমানে নানান ধরনের বীড গয়না অক্সিড গয়না, কাঠের গ

য়না প্রচলিত
আর আমার কাজ অক্সিড এবং জুট গয়না নিজের ডিজাইন দিয়ে বানিয়ে থাকি সম্পুর্ন দেশিয় নিয়ে আমার বাণী।

অবশ্যই আমার বাণীর সাথে থাকবেন সবার আর্শীবাদ প্রাপ্য

22/11/2025

Refreshing mind

14/11/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

28/09/2025

I gained 2,287 followers, created 4 posts and received 2 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

03/08/2025




   .শিবের অবতার পরম শিবভক্ত সর্বশাস্ত্র পরাগ শিলাদ পুত্র নন্দী মহারাজ ❤️শিলাদ মুনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলে...
31/07/2025



.

শিবের অবতার পরম শিবভক্ত সর্বশাস্ত্র পরাগ শিলাদ পুত্র নন্দী মহারাজ ❤️
শিলাদ মুনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলেন ব্রহ্মচারী। পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাননি। তাই তাঁরা মুনিকে পুত্রোৎপাদনের পরামর্শ দেন। শিলাদ তখন শিবের তপস‍্যা করতে থাকেন। ভগবান শিব তখন তাঁকে পুত্ররূপে জন্মানোর বরদান করেন। তিনি শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞ করার জন‍্য ক্ষেতে হলকর্ষণ করতে থাকেন। ক্ষেত থেকে তখন এক শিশুর আবির্ভাব হয়। শিশুটি অকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন ও মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ তাঁকে তার আশ্রমে নিয়ে যান। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। নন্দী মাত্র ৭ বছর বয়সের মধ্যেই সকল শাস্ত্র আয়ত্ত করে নেন। একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। তারা ঋষির রূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন। ঋষিদ্বয় নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই। তখন নন্দী শিবের ঘোর তপস‍্যা করে। মহাদেবের বরে তিনি শিবের প্রিয় অনুচর ও বাহন হন এবং তাকে চিরঞ্জিবী করে দেন। তিনি হন শিবগণদের মধ্যে প্রধান। মহাদেব নিজে মরুৎ কন্যা সূয়শার সাথে নন্দীর বিবাহ সম্পাদন করেন।

তবে প্রায় সব কাহিনিতেই তিনি শিবের সহচর । গণরা থাকে কৈলাসে, তবে মাঝে মাঝেই তারা শ্মশানে ঘোরে। সাধারণত তারা কারও ক্ষতি করে না, তবে কুপিত হলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেমন দক্ষযজ্ঞের সময়। এমন প্রলয় মুহূর্তে নন্দীও ক্ষেপে উঠে সব লণ্ডভণ্ড করে দিতে পারেন।

শিবের পূজার সময় এর পূজাও করতে হয়। বর্তমানে অধিকাংশ শিবমন্দিরেই শিবমূর্তির ডান পাশে শিবের দিকে তাকিয়ে থাকা একটি ষাঁড়ের মূর্তিতে নন্দীকে স্থাপন করা হয়।

ধারণা করা হয়, নন্দীর কানে বলে দেওয়া প্রার্থনা সরাসরি মহাদেবের হৃদয়ে পৌঁছে যায়।

এইসব গুজবে কান দেবেন না। আয়ুর্বেদ থেকে শুরু করে, পূজা পাঠ, হোম যজ্ঞ সর্ব স্হানে হলুদ কে পবিত্র এবং শুদ্ধ বলা হয়েছে। হলুদ...
29/06/2025

এইসব গুজবে কান দেবেন না। আয়ুর্বেদ থেকে শুরু করে, পূজা পাঠ, হোম যজ্ঞ সর্ব স্হানে হলুদ কে পবিত্র এবং শুদ্ধ বলা হয়েছে।
হলুদ মিশিয়ে স্নান করা একজন ব্যক্তিকে সমস্ত নেগেটিভ দিক থেকে সুরক্ষিত করে। কাঁচা হলুদ সেবনে পেটের সমস্ত রোগ নিরাময় হয়ে যায়।
হলুদ দিয়ে গৃহ পরিষ্কার করলে, পজিটিভিটি বৃদ্ধি পায়।
হলুদের গুনাগুন বলে শেষ করা যাবেনা।

কৃষ্ণ তার অল্প বয়সেও অনেক রাক্ষসকে হত্যা করেছিলেন, তিনি দৈত্যপুতনাকে,বকাসুরকে, শাকতাসুরকে, ত্রিনাবর্তকে হত্যা করেছিলেন।
নেগেটিভ শক্তি থেকে মুক্ত করার জন্য মা যশোদা বাল গোপাল কে কাঁচা হলুদ মিশ্রিত দুধে, দূর্বা ঘাস দিয়ে স্নান করাতেন।
শাস্ত্রে অনেক উদাহরণ আছে। তাই গুজবে কান দেবেন না। অর্থহীন, ভিত্তি হীন কথা সব।

✍️Astro বিদ্যা
বি:দ্র:একজন।জ্যোতিষি থেকে সংগ্রহকৃত

Address

Chittagong
4100

Telephone

+8801717124476

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baani বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share