Jannatul mawa saifa

Jannatul mawa saifa আস্সালামু আলাইকুম
(1)

12/06/2025
12/06/2025

মাশা-আল্লাহ।

01/06/2025

আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেয়েছে।

26/04/2025

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।

এদেরকে ঠেকাতে পারলো না।

কি যে টেনশনে আছে। 🙄🙄
23/04/2025

কি যে টেনশনে আছে। 🙄🙄

03/10/2023

যা পাওনাই তা নিয়ে অভিযোগ না করে যা পাইছ তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ

27/09/2023

সংরক্ষণ করে রাখুন ।
1) FMCG=Fast Moving Consumer Goods,
2) SKU= Stock Keeping Unit,
3) ROI= Return On Investment,
4) FiFo= Frist in Frist Out,
5) LiFo= Last in Frist Out,
6) TIN= Taxpayer Identification Number,
7) VAT= Value Added Tax,
8) CPR= Call Productivity Rate,
9) MIS= Management information System,
10) IMS= In Market Sales,
11) ICR= Indroduction Communication Relation,
12) LPC= Line Per Call,
13) TP= Trade Price,
14)DP=Distributor Price,
15) MRP= Maximum Retail Price,
16) CP= Consumer Program,
17) TT= Telegraphic Transfer,
18) STD= Sales To Date,
19) MT= Monthly Target,
20) DT= Daily Target,
21) RDT= Revised Daily Targe
22) CA= Cumulative Achivement,
23) IP= Invoice Price,
24) DD= Demand Draft,
25) SL= Serial Number,
26) CSD= Customer Service Department,
27) BL= Balance,
28) BSTI= Bangladesh Standard & Testing Institute.
29)ADS=Daily Average Sales
30)STI=Stock Transfer Industries
31)LPD=Line Per Distributor
32)NOC=No Objection certificate

Md Shihad Uddin

26/09/2023

আল্লাহ আমার রব
এই রবই আমার সব

শ্রীলংকা গেলাম, টিকেটের দাম ৬৫ হাজার টাকা, এরমধ্যে ট্যাক্স ২৩ হাজার টাকা। কলকাতা গেলাম, টিকেটের দাম ৮৪০০ টাকা, ট্যাক্স ৪...
23/09/2023

শ্রীলংকা গেলাম, টিকেটের দাম ৬৫ হাজার টাকা, এরমধ্যে ট্যাক্স ২৩ হাজার টাকা। কলকাতা গেলাম, টিকেটের দাম ৮৪০০ টাকা, ট্যাক্স ৪১০০ টাকা। মালয়েশিয়া গেলাম, টিকেটের দাম পঁচাত্তর হাজার টাকা ( ওয়ান ওয়ে)। স্পেন গেলাম, টিকেটের দাম নিলো এক লাখ নব্বই হাজার টাকা। বেগম গেল কানাডা, টিকেটের দাম দুই লাখ ষাট হাজার টাকা। অদৃশ্য কারনে আনুপাতিক হারে হেভী ট্যাক্স তো প্রযোজ্যই।

বন্ধু মুন্না বললো- স্পেন থেকে রিটার্ন টিকেট কাটলে এটার দাম হতো অন্তত ৪০% কম। বন্ধু সুমিত অষ্ট্রেলিয়া থেকে সিডনি- ঢাকা- সিডনীর রিটার্ন টিকেট কেটেছে মাত্র সত্তর হাজার টাকায়। বাংলাদেশ থেকে কাটলে গুনতে হতো পৌনে দুই লাখ টাকা। পাশের দেশ ইন্ডিয়া থেকে এসব দেশের বিমান ভাড়া অর্ধেকেরও কম। একজন অষ্ট্রেলীয় পাসপোর্ট হোল্ডার ট্রানজিটে কলকাতা থেকে মালয়েশিয়ার টিকেট কিনেছেন দুইশো ডলারে, যেটা বাংলাদেশ থেকে পাঁচশো ডলারের উপরে। বাংলাদেশ বিমানের টিকেট পাওয়া যায়না, অথচ বিমানে উঠলে দেখা যায় প্রায় খালিই যাচ্ছে প্লেন।

দেশের এক কোটি ত্রিশ লাখ প্রবাসী এই হরিলুট থেকে বাঁচতে অন্য দেশের এয়ারলাইন্সে ভ্রমন করে, সেখানে দূর্বিষহ লম্বা ট্রানজিটে কষ্টও সহ্য করে, নিজের চোখে দেখা। এপ্রিল মাস থেকে ভ্রমন করে এই অভিজ্ঞঁতা হয়েছে আমার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অদৃশ্য শক্তি এবং শক্তিশালী রাহুচক্রের ইশারায় আকাশপথেই লুট হয়ে যাচ্ছে বিলিয়ন ডলার। পত্রিকা দেখলেই পাওয়া যায় বাংলাদেশে কোটিপতি বাড়ছে জ্যামিতিক হারে। ব্যাংক হিসাবে গত তিনমাসে কোটিপতি হয়েছে তিনহাজার লোক। আমার হিসাবে জেলে আটক থাকা চোর ডাকাতগুলো চুনোপুটি মাত্র। আসল লুটেরা ডাকাত আর চাটার দল রয়ে গেছে জেলের বাইরে, ভিআইপি মর্যাদায়। তারাই দেশকে লুটেপুটে খাচ্ছে খুল্লামখুল্লা, শেষ পর্যন্ত জিম্মী দেশের সাধারন মানুষই। ক্ষমতার জন্য আন্দোলন আর ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টার মাঝখানে চিড়েচ্যাপ্টা দেশের মানুষ! অবাক পৃথিবী তাকিয়ে রয় …

ভালবাসা অবিরাম…

ছবি- বন্ধু মুন্না।
তিবিদাবো পাহাড়, বার্সেলোনা, স্পেন।

কপি ASIF কন্ঠশিল্প।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul mawa saifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share