Saju's Imperial

Saju's Imperial যে আপনাকে দিয়ে মিথ্যা বিশ্বাস করতে পারবে,
সেই আপনাকে দিয়ে নৃশংস কাজ ও করাতে পারে।

"Bad times are always the best times to know who cares."
12/09/2025

"Bad times are always the best times to know who cares."

নীরবতা বেছে নেওয়ায় উত্তম🙂
09/09/2025

নীরবতা বেছে নেওয়ায় উত্তম🙂

ইউরোপ-আফ্রিকার মাঝে মাত্র ১৪ কিলোমিটার! তবুও সেতু নেই কেন?ভাবুন তো, স্পেন থেকে মরক্কো — দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার! অর্থা...
29/08/2025

ইউরোপ-আফ্রিকার মাঝে মাত্র ১৪ কিলোমিটার! তবুও সেতু নেই কেন?

ভাবুন তো, স্পেন থেকে মরক্কো — দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার!
অর্থাৎ আধা ঘণ্টারও কম সময়ে ইউরোপ থেকে আফ্রিকায় যাওয়া সম্ভব। এই জায়গাটাই হলো বিখ্যাত জিব্রাল্টার প্রণালী। এখানেই আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের মিলন। প্রতিদিন প্রায় ১ লাখ জাহাজ এই পথ দিয়ে পণ্য বহন করে, যার মধ্যে প্রতিদিন প্রায় ৫ লাখ টন ক্রুড অয়েল।

তাহলে প্রশ্ন জাগে—এখানে এখনো কেন সেতু নেই?

#প্রথম কারণ: ভয়াবহ গভীরতা
এই প্রণালীর গভীরতা ৩০০ থেকে ৯০০ মিটার (প্রায় ৩ হাজার ফুট)! এত গভীরে সেতুর পিলার বসানো বর্তমান প্রযুক্তিতে ভীষণ কঠিন ও ব্যয়বহুল।

#দ্বিতীয় কারণ: ভূমিকম্পের ঝুঁকি
জিব্রাল্টার প্রণালী বসে আছে দুই বিশাল টেকটোনিক প্লেটের মাঝে—ইউরেশিয়ান ও আফ্রিকান। ফলে ভূমিকম্প এখানে নিত্যসঙ্গী। যেকোনো শক্তিশালী কম্পনে সেতু মুহূর্তে ভেঙে পড়তে পারে।

#তৃতীয় কারণ: স্রোত ও বাতাসের তাণ্ডব
আটলান্টিকের ঠান্ডা পানি প্রবেশ করছে ভূমধ্যসাগরে, আর ভূমধ্যসাগরের উষ্ণ পানি বেরিয়ে যাচ্ছে আটলান্টিকের দিকে। সঙ্গে আছে বিপরীতমুখী প্রবল বাতাস—লেভান্তে (উষ্ণ, শুষ্ক) আর পোনিয়েন্তে (শীতল, আর্দ্র)। ফলে সেতুর কাঠামো সবসময় মারাত্মক চাপের মুখে পড়বে।

এই কারণেই ১৯৭৯ সালে স্পেন-মরক্কো যৌথভাবে সেতু নির্মাণের পরিকল্পনা করলেও তা বাতিল হয়। পরে ইউরোমেড ট্রানজিট প্রজেক্টও থেমে যায়। এখন পানির নিচ দিয়ে টানেল তৈরির পরিকল্পনা চলছে, তবে সেটি আদৌ সফল হবে কিনা—সময়ই বলবে।

পৃথিবী জুড়ে রয়েছে শুধু রহস্য🙃

🤣🤣🤣
26/08/2025

🤣🤣🤣

বলো বলো🙂
14/08/2025

বলো বলো🙂

জানতাম উনি(হৃত্বিক রোশন) বিশ্বের ৩য় সুদর্শন পুরুষ।তার ও সংসার টিকলো না।আর আপনি ভাবেন জীবন দিয়া হলেও সংসার টিকাবেন,ভুল ধা...
13/08/2025

জানতাম উনি(হৃত্বিক রোশন) বিশ্বের ৩য় সুদর্শন পুরুষ।
তার ও সংসার টিকলো না।আর আপনি ভাবেন জীবন দিয়া হলেও সংসার টিকাবেন,ভুল ধারণা,আপনি আর আমি কোন ক্ষেতের মূলারে ভাই,আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি যেই হোন না কেনো,টিকবে না।
বলিউড ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল ডিভোর্সের একটা (হৃত্বিক-সুজানা)

আমরা সহজ হই,ওরা সহজলভ্য ভেবে নেয়👌
12/08/2025

আমরা সহজ হই,ওরা সহজলভ্য ভেবে নেয়👌

Me and my mom🤪
28/07/2025

Me and my mom🤪

একদিন হেরেছিলাম বলেইনা জেতার জন্য এতো প্রচেষ্টা !  Hare Krishna ❤️🧿
24/07/2025

একদিন হেরেছিলাম বলেইনা জেতার জন্য এতো প্রচেষ্টা ! Hare Krishna ❤️🧿

কাল থেকে আর Homework নাই😭
21/07/2025

কাল থেকে আর Homework নাই😭

আজব মাইরিই😁
14/07/2025

আজব মাইরিই😁

Address

Chittagong
4360

Alerts

Be the first to know and let us send you an email when Saju's Imperial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share