Saju's Imperial

Saju's Imperial যে আপনাকে দিয়ে মিথ্যা বিশ্বাস করতে পারবে,
সেই আপনাকে দিয়ে নৃশংস কাজ ও করাতে পারে।

বলো বলো🙂
14/08/2025

বলো বলো🙂

জানতাম উনি(হৃত্বিক রোশন) বিশ্বের ৩য় সুদর্শন পুরুষ।তার ও সংসার টিকলো না।আর আপনি ভাবেন জীবন দিয়া হলেও সংসার টিকাবেন,ভুল ধা...
13/08/2025

জানতাম উনি(হৃত্বিক রোশন) বিশ্বের ৩য় সুদর্শন পুরুষ।
তার ও সংসার টিকলো না।আর আপনি ভাবেন জীবন দিয়া হলেও সংসার টিকাবেন,ভুল ধারণা,আপনি আর আমি কোন ক্ষেতের মূলারে ভাই,আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি যেই হোন না কেনো,টিকবে না।
বলিউড ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল ডিভোর্সের একটা (হৃত্বিক-সুজানা)

আমরা সহজ হই,ওরা সহজলভ্য ভেবে নেয়👌
12/08/2025

আমরা সহজ হই,ওরা সহজলভ্য ভেবে নেয়👌

Me and my mom🤪
28/07/2025

Me and my mom🤪

একদিন হেরেছিলাম বলেইনা জেতার জন্য এতো প্রচেষ্টা !  Hare Krishna ❤️🧿
24/07/2025

একদিন হেরেছিলাম বলেইনা জেতার জন্য এতো প্রচেষ্টা ! Hare Krishna ❤️🧿

কাল থেকে আর Homework নাই😭
21/07/2025

কাল থেকে আর Homework নাই😭

আজব মাইরিই😁
14/07/2025

আজব মাইরিই😁

সুখী জীবন আমার কারণ আমি ১২০ টাকার মাছ ১৩৫ টাকায় বিক্রি করি।প্রতিদিন সকালে মাস্টার সাহেবের পুকুরে আইসা জাল ফেলি। ১৫ টা মা...
13/07/2025

সুখী জীবন আমার কারণ আমি ১২০ টাকার মাছ ১৩৫ টাকায় বিক্রি করি।

প্রতিদিন সকালে মাস্টার সাহেবের পুকুরে আইসা জাল ফেলি। ১৫ টা মাছ ধরি।তারপর সেইগুলা নিয়া বাজারে যাই। ১৩৫ টাকা কইরা একেকটা মাছ বিক্রি করি।বেশিও না কমও না।প্রতিদিন ১৫০ টাকা লাভ হয়।

আমার বাড়িতে বেশি জিনিস নাই। আমি আর আমার বউ খুব সুখে থাকি। কোন চিন্তা নাই আমগর। দিন আনি দিন খাই আর ২০ টাকা জমাই।মাছ বেইচা সারাদিন বউরে সময় দেই।একসাথে দুপুরের খাওন খাই, রাইতের খাওন নাই। আমার বউ প্রতি মাসে একটা শাড়ি কিনে আর আমি একটা শার্ট। জীবন আমার এমনেই যায়, অনেক শান্তিতে যায়। আমার কোন অভাব নাই, চিন্তা নাই আছে শুধু সুখ।

📷:Wasif Kabir
তারাকান্দা,ময়মনসিংহ

দেশ সেরা নিবিড় কর্মকার‼️এবছর এসএসসি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন নিবিড় কর্মকার! মোট ১৩০০ নাম্ব...
10/07/2025

দেশ সেরা নিবিড় কর্মকার‼️এবছর এসএসসি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন নিবিড় কর্মকার! মোট ১৩০০ নাম্বারের মধ্যে ১২৮৫ নাম্বার পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন!

উল্লেখ্য, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিবিড় কর্মকার! তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। একজন সনাতনী শিক্ষার্থী হিসেবে তিনি আমাদেরকে গর্বিত করেছেন!

09/07/2025

অথচ নোবেল কারা পাওয়ার যোগ্য আর কারা পায়?
স্যালুট💥

জিলিং সেরেং পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড প্রদেশের সীমান্তে পুরুলিয়া জেলার একটা সীমান্তবর্তী পাহাড়ী এলাকা। সমতল থেকে প্রায় ১০০০ ফুট উঁচুতে অবস্থিত। গ্রামটির ২৫ কিমি আশপাশে কোনও বাজার নাই, কোনও দোকান নাই। গ্রামটিতে প্রায় ৯৫টি আদিবাসী পরিবার বাস করে। একজন গৃহবধূ বাদে প্রায় সবাই নিরক্ষর। দুই সন্তানের জননী মালতী রাণীর স্বামী একজন কৃষক। দুই মাসের শিশু সন্তান কোলে নিয়ে বিনা বেতনে শিক্ষার দায়িত্ব নিয়েছেন পুরো গ্রামের। ২০২০ সাল থেকে তার শুরু গ্রামটিকে নিরক্ষর মুক্ত করার যুদ্ধ।

Address

Chittagong
4360

Alerts

Be the first to know and let us send you an email when Saju's Imperial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share