04/03/2024
আমি নিজে একটি অনলাইন লাইভ কোর্স করি,যেখানে ফ্রন্টএন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত শেখানো হয়। আপনি আমার এই কোর্স থেকে যে যে সুবিধা পাবেন তা হচ্ছেঃ
ফ্রিল্যান্সিং এ শুন্য জ্ঞান নিয়ে এই কোর্সটি করতে পারবেন। শুধুমাত্র আপনার একটি কম্পিউটার, কম্পিউটারের ব্যাসিক দক্ষতা, আর ব্যাসিক কনভার্সেশনাল ইংরেজি এর দক্ষতা থাকলেই হবে।
আমার এই কোর্সটি অনলাইনে লাইভ করানো হয়। এবং প্রতি মাসে একটি নতুন ব্যাচ শুরু হয়। সুতরাং, আপনি যেসময়ই ভর্তি হোন না কেন, আপনি ব্যাসিক থেকে এডভান্স পর্যায়ে শিখতে পারবেন।🥰
কোর্সটি যেহেতু লাইভ, তাই আপনার যেকোন সমস্যা আপনি ক্লাসেই সমাধান করে নিতে পারবেন।
প্রতি ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হয়। এতে করে আপনি যা শিখবেন তার উপরে আপনি প্রাকটিস করে নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন। আর বাড়িতে সেই টপিকের উপর প্রাকটিসের সময় কোথাও সমস্যা হলে, পরের ক্লাসে সেটি সলভ করে নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং সংক্রান্ত যাবতীয় সকল তথ্য আমাদের এই কোর্সে পাবেন।😊
শেখার পর্ব শেষ হলে তারপর
এই কোর্সের মধ্যেই আপনাদেরকে সেখানে আপনাদের প্রোফাইল তৈরি, গিগ রিসার্চ, গিগ তৈরি, গিগের সমস্যা সমাধান, গিগ SEO, সেই সকল কিছু এই কোর্সের মধ্যেই লাইভ ক্লাসে করানো হবে!
কোর্সের শেষের দিকে আপনাদেরকে পরবর্তী জীবনের জন্য কি কি করতে হবে, কিভাবে আপনি আপনার ক্যারিয়ারকে আরও সম্মৃদ্ধ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এতে করে আপনারা সে সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করবেন।
কোর্সটি কমপ্লিট করার পরে এখানে ২ ধরনের জবের সুযোগ পাবেন। একটি কাজ সবাই করতে পারবেন আর আরেকটি জব আপনার যোগ্যতার উপর ভিত্তি করে দেওয়া হবে।
কোর্স শেষ হবার পরে আপনি লাইফটাইম আমাদের থেকে যেকোন ধরনের সাপোর্ট একদম ফ্রিতে পাবেন।
এছাড়া আমার সাথে যোগাযোগ করতে চাইলে কিংবা কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে নক দিতে পারেনঃ।অথবা ইনবক্স এ নক দিতে পারবেন।