Dolan karmakar

Dolan karmakar I am a digital marketar.

⚡ক্যারিয়ার নিয়ে ভাবছেন, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না তাদের জন্যেই এই ফ্রি ওয়েবিনার!  ▶️ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার ...
23/10/2024

⚡ক্যারিয়ার নিয়ে ভাবছেন, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না তাদের জন্যেই এই ফ্রি ওয়েবিনার!

▶️ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার শুরু করতে সবার আগে প্রয়োজন এই ফিল্ড সম্পর্কে একটি পরিষ্কার ধারনা যাতে, আপনার ক্যারিয়ারের যাত্রা সফল ও সুন্দর হয়।

ঠিক এই জায়গাটিতে আপনাকে সাহায্য করতে আমাদের নিয়মিত আয়োজন ডিজিটাল মার্কেটিং ফ্রি ওয়েবিনার।

▶️আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ একটি সফল ক্যারিয়ার নিশ্চিত করে ৩৬৬. ১ বিলিয়ন ডলারের গ্লোবাল মার্কেটে জায়গা তৈরি করতে চান-

👉অবশ্যই জয়েন করে নিন আজ ২৩ অক্টোবর ২০২৪ তারিখের এই ফ্রি ওয়েবিনারে ঠিক সন্ধ্যা ৮.০০ ঘটিকায়।

বর্তমানে আমাদের দেশে সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এর কোর্স করিয়ে থাকে। আপনি যদি ডিজিটাল ম...
09/03/2024

বর্তমানে আমাদের দেশে সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এর কোর্স করিয়ে থাকে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তবে আমাদের প্রতিষ্ঠান থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। আমাদের প্রতিষ্টান এর একটি সুবিধা হচ্ছে আপনি ভালো একজন মেন্টর পাবেন।যিনি সর্বদা আপনার বিভিন্ন সমস্যায় সহযোগিতা করবেন। 🥰

আমি নিজে একটি অনলাইন লাইভ কোর্স করি,যেখানে ফ্রন্টএন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত শেখানো হয়। আপনি আমার এই কোর্স থেকে...
04/03/2024

আমি নিজে একটি অনলাইন লাইভ কোর্স করি,যেখানে ফ্রন্টএন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত শেখানো হয়। আপনি আমার এই কোর্স থেকে যে যে সুবিধা পাবেন তা হচ্ছেঃ

ফ্রিল্যান্সিং এ শুন্য জ্ঞান নিয়ে এই কোর্সটি করতে পারবেন। শুধুমাত্র আপনার একটি কম্পিউটার, কম্পিউটারের ব্যাসিক দক্ষতা, আর ব্যাসিক কনভার্সেশনাল ইংরেজি এর দক্ষতা থাকলেই হবে।
আমার এই কোর্সটি অনলাইনে লাইভ করানো হয়। এবং প্রতি মাসে একটি নতুন ব্যাচ শুরু হয়। সুতরাং, আপনি যেসময়ই ভর্তি হোন না কেন, আপনি ব্যাসিক থেকে এডভান্স পর্যায়ে শিখতে পারবেন।🥰
কোর্সটি যেহেতু লাইভ, তাই আপনার যেকোন সমস্যা আপনি ক্লাসেই সমাধান করে নিতে পারবেন।
প্রতি ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হয়। এতে করে আপনি যা শিখবেন তার উপরে আপনি প্রাকটিস করে নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন। আর বাড়িতে সেই টপিকের উপর প্রাকটিসের সময় কোথাও সমস্যা হলে, পরের ক্লাসে সেটি সলভ করে নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং সংক্রান্ত যাবতীয় সকল তথ্য আমাদের এই কোর্সে পাবেন।😊
শেখার পর্ব শেষ হলে তারপর
এই কোর্সের মধ্যেই আপনাদেরকে সেখানে আপনাদের প্রোফাইল তৈরি, গিগ রিসার্চ, গিগ তৈরি, গিগের সমস্যা সমাধান, গিগ SEO, সেই সকল কিছু এই কোর্সের মধ্যেই লাইভ ক্লাসে করানো হবে!
কোর্সের শেষের দিকে আপনাদেরকে পরবর্তী জীবনের জন্য কি কি করতে হবে, কিভাবে আপনি আপনার ক্যারিয়ারকে আরও সম্মৃদ্ধ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এতে করে আপনারা সে সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করবেন।
কোর্সটি কমপ্লিট করার পরে এখানে ২ ধরনের জবের সুযোগ পাবেন। একটি কাজ সবাই করতে পারবেন আর আরেকটি জব আপনার যোগ্যতার উপর ভিত্তি করে দেওয়া হবে।
কোর্স শেষ হবার পরে আপনি লাইফটাইম আমাদের থেকে যেকোন ধরনের সাপোর্ট একদম ফ্রিতে পাবেন।
এছাড়া আমার সাথে যোগাযোগ করতে চাইলে কিংবা কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে নক দিতে পারেনঃ।অথবা ইনবক্স এ নক দিতে পারবেন।

28/02/2024

# কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো এবং শুরু করবো ?🤔
আপনিও অবশই ঘরে বসে ইন্টারনেট থেকে টাকা আয় করার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন। এক্ষেত্রে, “ফ্রিল্যান্সিং কিভাবে শিখব” এবং “কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো” এই দুটি প্রশ্ন আপনার মনে অবশই ঘর করে বসেছে।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখব
How to get freelancing knowledge and training ?
তবে চিন্তা করবেননা, এই ধরণের প্রশ্ন থাকাটা স্বাভাবিক এবং জরুরি।

কেননা, বর্তমানে কোনো স্কুল বা কলেজে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়না।

আর যার ফলে, এই freelancing এর বিষয়টা প্রথম অবস্থায় আমাদের কিছুটা অন্যরকম অবশই মনে হয়ে থাকে।
তবে চিন্তা করবেন না, যদি বিস্তারিত জানতে চান ইনবক্স এ নক দিবেন। সর্বোচ্চ সহযোগিতা করবো। 💪💪

ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং দুটি ক্ষেত্রেই বিভিন্ন সুযোগ এবং সুবিধার কারণে শিখা উপকারী হতে পারে।1. **স্বাধীনতা**...
27/02/2024

ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং দুটি ক্ষেত্রেই বিভিন্ন সুযোগ এবং সুবিধার কারণে শিখা উপকারী হতে পারে।

1. **স্বাধীনতা**: ফ্রিল্যান্সিং আপনাকে স্বাধীনতা অনুভব করার সুযোগ দেয়। আপনি নিজের সময় নির্ধারণ করতে পারেন এবং নিজের যে কোনও প্রকল্পে কাজ করতে পারেন।
2. **আর্থিক স্বাধীনতা**: ফ্রিল্যান্সিং করে আপনি নিজের দায়িত্ব গ্রহণ করে আপনার আয় নির্ধারণ করতে পারেন।
3. **গতিশীলতা**: ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং দুটি ক্ষেত্রেই গতিশীল। প্রযুক্তিগত উন্নতি ও নতুন চ্যালেঞ্জ সামনে আসতে থাকে।
4. **বিশেষজ্ঞ হওয়ার সুযোগ**: আপনি যদি কোনও নির্দিষ্ট ডিজিটাল মার্কেটিং এর পেশাদার হতে চান, তবে এটি একটি ভাল প্ল্যাটফর্ম। আপনি নিজের দক্ষতা উন্নত করতে পারেন এবং বিশেষজ্ঞ হতে পারেন।
5. **ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের উন্নতি করা**: ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং দুটি ক্ষেত্রেই আপনি নিজের উন্নতি করতে পারেন এবং আপনার সাথে কাজ করা অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের উন্নতি করতে পারেন।

 # ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা প্লাটফর্ম......... 🤔যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার ...
24/02/2024

# ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা প্লাটফর্ম......... 🤔
যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার তৈরি করব, তাহলে আর আশপাশ এবং পিছনে ফিরে তাকানোর কোন দরকার নাই সমস্ত শক্তি এবং সময় এখানেই বিনিয়োগ করুন।

ভালো একটি মেন্টর খুঁজুন (খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়) এবং সব থেকে দ্রুত এবং সঠিকভাবে কাজে উঠে পড়ে লেগে যান, ছয় মাস পর আপনি আপনার নিজের ভিতর অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিকভাবে অনেক পরিবর্তন দেখতে পারবেন।

সর্বশেষ একটি অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে শেষ করছি জীবনের লক্ষ্য তৈরি করার জন্য।👌

যতদূর পর্যন্ত রাস্তা দেখা যায় ততদূর পর্যন্ত যাওয়া উচিত, এর সামনের রাস্তা আপনি সেখানে গিয়েই দেখতে পারবেন।💞

কর্ম ভিত্তিক হতে হবে গল্পভিত্তিক এবং স্বপ্ন ভিত্তিক ভাবে জীবন যাপন করলে হবে না,💪

সব সময়ের জন্য আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
যদি ইচ্ছা থাকে তাহলে ইনবক্স কাবেন। 🥰

ডিজিটাল মার্কেটিং,ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা অত্যন্ত জরুরি।এখন সময়ের দাবী। আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডি...
23/02/2024

ডিজিটাল মার্কেটিং,ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা অত্যন্ত জরুরি।এখন সময়ের দাবী। আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নিবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত। তবে ব্যাপারটা বলা যত সহজ করাটা ঠিক তার থেকে কয়েকগুণ বেশি কঠিন।🤔

অনেক সময়, অনেক এক্সপেরিমেন্ট, অনেক কিছু বোঝার মাধ্যমে আপনার নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে তুলতে হবে। আপনি যদি কিছুদূর যাওয়ার পর হাল ছেড়ে দেন তাহলে হবে না। তবে আশার কথা হচ্ছে, Harbour it institute. এ ডিজিটাল মার্কেটিং শেখা বিষয়ের ওপর একটি দারুণ কোর্স আছে। আপনি চাইলে যেকোন সময় কোর্সটিতে ভর্তি হতে পারেন।💪

20/02/2024

ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে শুরু করুন ঘরে বসে ফ্রিল্যান্সিং।
ফ্রি কোর্স দিয়ে শুরু হোক আপনার আইটি এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের যাত্রা...
Free Digital Marketing Course Introduction:

ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি Harbour it আয়োজিত একটি বেসিক ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্স,যা আপনাকে পরিষ্কার ধারণা দিবে, কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়বেন এবং সেই সাথে ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে আপনাকে কোন পথে এগুতে হবে। চিটাগাং এ অবস্থিত Harbour it বাংলাদেশের একটি শীর্ষ আইটি ও ফ্রিল্যান্সিং ট্রেইনিং ইন্সটিটিউট যেখানে নামমাত্র মূল্যে 36টির অধিক স্কিল ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণ নিতে পারছেন।

ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার গাইডলাইন কোর্স (Freelancing Guideline Course)। ডিজিটাল মার্কেটিং টার্মটি Online Marketing বা Internet Marketing হিসেবেও পরিচিত। বর্তমানে অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখে ফুলটাইম চাকরি করছেন আবার অনেকে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে চাকরির চেয়েও বেশি টাকা আয় করছেন।
বিস্তারিত জানতে ইনবক্স করেন। 🤳

ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে ভালো উৎসগুলো কী?🤔শেখার আসলে কোন শেষ বা শুরু নেই। কোন কিছু নিয়ে ভাবতে শুরু করলেই শিখা শুরু...
18/02/2024

ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে ভালো উৎসগুলো কী?🤔
শেখার আসলে কোন শেষ বা শুরু নেই। কোন কিছু নিয়ে ভাবতে শুরু করলেই শিখা শুরু করবেন। যেমন এই প্রশ্নটা করার মাধ্যমেই আপনার ভেতর চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। আর আগ্রহটা ধরে রাখতে পারলেই শিখাটা শুরু করবেন। আর একবার শুরু করলে এর শেষ নেই।🥰

এবার আসেন কিভাবে করবেন কোথা থেকে শুরু করবেন?বিস্তারিত জানতে ইনবক্স করবেন। সর্বোচ্চ সহযোগিতা পাবেন। 💪

17/02/2024

অনলাইনে ফ্রিল্যান্সিং / ডিজিটাল মার্কেটিং এর সেরা কোর্স ২০২৪💪
আপনার কাছে যদি কম্পিউটার, ইন্টারনেট কানেকশন, শেখার অদম্য ইচ্ছাশক্তি এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে নিজের স্বপ্ন পুরন করতে চান, তাহলে ৮ মাসের এই জার্নিতে জয়েন করেন! যদি লেগে থাকেন আমাদের সাথে, ২০২৪ সাল হবে আপনারই- কথা দিলাম।❤️
বিস্তারিত জানতে ইনবক্স করেন।🤙🤙

যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না , তারা অবশ্যই পুরোটুকু পড়বেন।যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পর...
06/02/2024

যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না , তারা অবশ্যই পুরোটুকু পড়বেন।
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের চারটি সমস্যা খুবই লক্ষনীয় -
১.পরিবার চায়না।
২.আমার তো টাকা নেই।
৩.আমি কি পারব?
৪. আমার তো সামনে পরিক্ষা🤔

১. পরিবার চায়না : পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল? আপনি তো পরিবারকে বুঝিয়ে মোবাইল ফোনটা কিনেছেন । আপনি যদি পরিবারকে বুঝিয়ে মোবাইল ফোনটা কিনতে পারেন । তাহলে যে কাজটা করলে আপনার ক্যারিয়ারটা ভালো হবে , সেই কাজের জন্য আপনি পরিবারকে বুঝাবেন না কেন ?
২.আমার তো টাকা নেইঃ ভাই অনেক সময় আমাদের কাছে টাকা থাকে না। কিন্তু বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো ট্যুরে যাওয়ার প্রয়োজন হয়, তখন ঠিকই টাকার ব্যবস্থা হয়ে যায়। তাহলে আপনি আপনার ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত কাজের জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন না ।

৩. আমি কি পারব? এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি আর আামাদের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ।
৪. আমার তো সামনে পরিক্ষা : আপনার সামনে পরিক্ষা তাই আপনি কি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া , সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দিছেন ? যদি বন্ধ না করেন , তাহলে আপনার ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত কাজ কেন করবেন না ?

তাই যারা এখন ও সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের বলি সময় আছে সময়টাকে কাজে লাগান ।
আপনি যদি ফ্রিল্যান্সিং করতে বা শিখতে চান, তাহলে ইনবক্স করুন ।

ধন্যবাদ

আলহামদুলিল্লাহ!আগামী ১৬ই ডিসেম্বর আবারো শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং কোর্সের স্কলারশিপ প্রজেক্ট লে...
12/12/2023

আলহামদুলিল্লাহ!

আগামী ১৬ই ডিসেম্বর আবারো শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং কোর্সের স্কলারশিপ প্রজেক্ট লেভেল-1 ব্যাচ!

এই ব্যাচে থাকছে সম্পূর্ণ সাপোর্ট সহকারে বেসিক থেকে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ এবং প্রত্যেকটা স্টুডেন্ট এর জন্য রয়েছে ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি ডিজিটালি অনেকগুলো দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে যোগ্যতা তৈরীর মধ্য দিয়ে ইনকাম ও ক্যারিয়ার গড়তে পারার মত সুযোগ!
পাশাপাশি থাকছে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল (Google) সার্টিফিকেট!
আসন সংখ্যা সীমিত দ্রুত আপনার এডমিশন কনফার্ম করতে যোগাযোগ করুন!
(Inbox)

সার্বিক পরিচালনা ও সহযোগিতায় নিউক্লিয়াস স্পার্কল গ্রুপ।

Address

Chittagong

Telephone

+8801790120240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dolan karmakar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dolan karmakar:

Share