
13/09/2023
শোনতে খারাপ লাগলে ও সত্য
৫০/৬০ বছর সংসার জীবন পার করে মেয়েদের যখন শুনতে হয় তুই কার ঘরে থাকিস
এই বাড়ি থেকে বের হয়ে যায়।
সেই বাড়িটিকে আমি কখনোই নিজের বাড়ি বলবো না
সেই ঘরে মেয়েরা যায় ভাড়াটিয়া হয়ে।
বাড়ি ওয়ালাদের যেমন মাস শেষে ভাড়া দিতে হয়
একমাস ভাড়া না দিলে নোটিশ পেতে হয়।
ঠিক সারাজীবন সংসারের বুয়ার কাজ করে একটা ভুল হলে স্বামী, শুশুড় নামের বাড়ী ওয়ালারা নোটিশ দিয়ে দেয় বাড়ি ছাড়ার।
তাই প্রতিটি মেয়ের বাবার উচিত
মেয়েদের জন্য যৌতুক টাকা,ফানিচারের ব্যবস্থা না করে একটি ঘরের ব্যবস্থা করে রাখা
একটি ঘর প্রয়োজন।
প্রতিটির মেয়ের
যে ঘরে থাকবে না বেরিয়ে যাওয়ার ভয়।
থাকবে না টেনশন বের করে দিলে কোথায় যাবে
কি করবে।
তাই ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে একটি ঘর দিন, একটি ঘর।
প্রতিটি মায়ের,প্রতিটি মেয়ের মনে হয় ঘরের প্রয়োজন🥰