Bright Habits

Bright Habits Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bright Habits, Digital creator, 2 no gate . nasirabad, Chittagong.

শোনতে খারাপ লাগলে ও সত্য৫০/৬০ বছর সংসার জীবন পার করে মেয়েদের যখন শুনতে হয় তুই কার ঘরে থাকিসএই বাড়ি থেকে বের হয়ে যায়। সেই...
13/09/2023

শোনতে খারাপ লাগলে ও সত্য

৫০/৬০ বছর সংসার জীবন পার করে মেয়েদের যখন শুনতে হয় তুই কার ঘরে থাকিস
এই বাড়ি থেকে বের হয়ে যায়।

সেই বাড়িটিকে আমি কখনোই নিজের বাড়ি বলবো না
সেই ঘরে মেয়েরা যায় ভাড়াটিয়া হয়ে।

বাড়ি ওয়ালাদের যেমন মাস শেষে ভাড়া দিতে হয়
একমাস ভাড়া না দিলে নোটিশ পেতে হয়।

ঠিক সারাজীবন সংসারের বুয়ার কাজ করে একটা ভুল হলে স্বামী, শুশুড় নামের বাড়ী ওয়ালারা নোটিশ দিয়ে দেয় বাড়ি ছাড়ার।

তাই প্রতিটি মেয়ের বাবার উচিত
মেয়েদের জন্য যৌতুক টাকা,ফানিচারের ব্যবস্থা না করে একটি ঘরের ব্যবস্থা করে রাখা

একটি ঘর প্রয়োজন।
প্রতিটির মেয়ের
যে ঘরে থাকবে না বেরিয়ে যাওয়ার ভয়।

থাকবে না টেনশন বের করে দিলে কোথায় যাবে
কি করবে।
তাই ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে একটি ঘর দিন, একটি ঘর।

প্রতিটি মায়ের,প্রতিটি মেয়ের মনে হয় ঘরের প্রয়োজন🥰

"মাহি" এবং "প্রিয়াঙ্কা" দুই কন্যার মনের ইচ্ছা পিতার কর্মস্থল একবার ঘুরে দেখার।। পিতা দুই কন্যাকে অত্যন্ত ভালোবাসেন,, তাদ...
07/09/2023

"মাহি" এবং "প্রিয়াঙ্কা" দুই কন্যার মনের ইচ্ছা পিতার কর্মস্থল একবার ঘুরে দেখার।। পিতা দুই কন্যাকে অত্যন্ত ভালোবাসেন,, তাদের যে কোনো বায়না,, যে কোনো আবদার মিটিয়ে দিতে কুন্ঠাবোধ করেন না।। মেয়েদের আবদার রক্ষার্থে সটান নিয়ে চলে এলেন নিজের কর্মস্থল "সুপ্রিম কোর্ট।।" দুই কন্যা পিতার কর্মস্থল পরিদর্শন করে অভিভুত হয়ে পড়েন।। তাদের আনন্দ আজ বাঁধনহারা।।
পিতা হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি - মাননীয় ডি,ওয়াই, চন্দ্রচূড় মহাশয়।। মাতা শ্রীমতী কল্পনা চন্দ্রচূড়,, হুইল চেয়ারে বসে রয়েছেন দুই কন্যা।।
মাহি এবং প্রিয়াঙ্কা,, দুজনেই প্রতিবন্ধী।। হুইল চেয়ার ছাড়া হাঁটাচলা করতে পারেন না।। দুজনেই চন্দ্রচূড় দম্পতির দত্তক নেওয়া কন্যা।।
চন্দ্রচূড় এবং শ্রীমতী কল্পনা,, দুজনেই দত্তক নেওয়া দুই প্রতিবন্ধী কন্যাকে প্রাণের চেয়েও বেশী ভালোবেসে থাকেন।।
ছবিটা সুপ্রিম কোর্টের পরিসর হতে নেওয়া।।❤️

(সংগৃহীত)

Prof .Dr.Sunjida Shahriah এর ওয়াল থেকে নেওয়া ।

05/08/2023

বেলকনি দিয়ে বৃষ্টির পানি ধরার টেকনিক😜

Send a message to learn more

02/08/2023

স্নান রত বৃক্ষ রাজ্য❤️

Send a message to learn more

02/08/2023

WALNUTS BAKLAVA 😋

〰️〰️〰️〰️〰️〰️〰️
🟣INGREDIENTS🟣
〰️〰️〰️〰️〰️〰️〰️
For the mass:
800g of flour
2 eggs
2g of salt
30ml of oil
15ml of vinegar
250ml of water
For the syrup:
300ml of water
300g of sugar
50ml lemon juice
Stuffed:
300g of walnuts
500g butter

〰️〰️〰️〰️〰️〰️〰️
🟣PROOFING 🟣
〰️〰️〰️〰️〰️〰️〰️
1. Pour flour, eggs, salt, oil, vinegar, and water into a mixing bowl. Knead the dough and let it rest for 15 minutes.
2. Divide the dough into 12 parts. Let stand for 15 minutes.
3. Stretch the dough with a roller. Place the layers of dough in a greased pan.
4. Top each layer with melted butter. When you have arranged half the layers, sprinkle with nuts. Continue arranging the layers all the way, then cut the cake into cubes. Bake at 360F/180C for 60 minutes.
5. Prepare a syrup of sugar, water and lemon juice. Pour over the cake, then serve.

21/07/2023

I m byriani lover😘

Send a message to learn more

20/07/2023

জটপট হালুয়া তৈরি 😋😋

Send a message to learn more

19/07/2023

Perfect reciepy #
Oil free mango curd cake❤️❤️

PErect baked in gas Oil free mango curd sponge cake
Floor =120 gm
Corn floor =30 gm
Backing powder=7.5 gm
Egg (room tempareture )
Sugar =150 gm

বিয়ের ৮০ বছর পার হওয়া এক দম্পতিকে জিজ্ঞেস করলাম, এত বছর পরও আপনারা এত ফিট কি করে?দম্পতী উত্তর দিলো আমরা ডিসাইড করেছিলাম ...
19/07/2023

বিয়ের ৮০ বছর পার হওয়া এক দম্পতিকে জিজ্ঞেস করলাম, এত বছর পরও আপনারা এত ফিট কি করে?

দম্পতী উত্তর দিলো আমরা ডিসাইড করেছিলাম আমাদের মাঝে ঝগড়া হলে যে দোষ করবে, সে ৭কি.মি. করে হাঁটবে।

প্রত্যেক বার ঝগড়া শেষে আমিই দোষী তাই আমি মাসে প্রায় ২৬ দিনই ৭ কি.মি. করে হাটতাম তাই আমি এত ফিট।

সে না হয় বুঝলাম, কিন্তু আপনার স্ত্রীও অনেক ফিট, সেটা কিভাবে?

এটাতো সিম্পল! রোজ সে আমার পিছনে দেখতে আসে, আমি হাটছি কি না!

12/07/2023

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে, আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা! কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল- মানুষ যখন চলে যায়, তার রিযক্বের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিক্বের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।

#কালেক্টেড

03/07/2023
03/07/2023

হিলভিউ পার্ক এন্ড ক্যাফে
পরিবারের সাথে সময় কাটানোর সুন্দর একটা স্পট❤️❤️🏤

ডেলিভারি ম্যানকে 70 টাকা চার্জ আসলে 100 টাকা দিন। ওরা কাজ করে খায় ভিক্ষা নয়। রেস্টুরেন্টে তো টিপস দেন। তাহলে ওদের কেন নয়...
10/06/2023

ডেলিভারি ম্যানকে 70 টাকা চার্জ আসলে 100 টাকা দিন। ওরা কাজ করে খায় ভিক্ষা নয়। রেস্টুরেন্টে তো টিপস দেন। তাহলে ওদের কেন নয় 😒

চশমা পরা মেয়েটি বুয়েটর ছাত্রী শোভা।২য় ছবিটি তার মা প্রতিমা রানী দাশের।অনেকেই এদের চিনে থাকবেন। বছরখানেক আগে ভাইরাল হওয়া,...
09/06/2023

চশমা পরা মেয়েটি বুয়েটর ছাত্রী শোভা।
২য় ছবিটি তার মা প্রতিমা রানী দাশের।
অনেকেই এদের চিনে থাকবেন। বছরখানেক আগে ভাইরাল হওয়া, অভিনন্দন এর জোয়ারে ভাসা মা মেয়ের গল্প

শোভা যখন গর্ভে তখন প্রতিমা রানীর স্বামী মারা যান। স্বামীর বাড়িতে ভালো সম্পত্তি'ই ছিলো; কিন্তু সবকিছু থেকে বঞ্চিত করে গর্ভবতী প্রতিমাকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর গিয়ে উঠেন বাপের বাড়ি। কিছুদিন থাকার পরে আপদ মনে করে গুনধর ভাইও তাদের তাড়িয়ে দেন।

এরপর তারা আশ্রয়ের খোঁজে উঠেন প্রতিমা রানীর পিসির বাড়িতে। সেখানে কিছুদিন থাকতে পারে কিন্তু কতদিনই বা পরের বাড়িতে থাকা যায়। গৃহপরিচারিকার কাজ নিয়ে চলে যান। তাদের ছোট একটা বারান্দায় থাকেন মা মেয়ে। কিন্তু একজনে কাজ করে দুজনকে খাবার দিতে নারাজ গৃহিণী। ফলে এই চাকরি চলে যায়। এরপর অপমান লজ্জার মাথা খেয়ে আবার ভাইয়ের কাছে থাকার জন্য ভিক্ষা চাইতে হয়। কদিন থাকার পরে সামান্য কারনে আবার বাড়ি থেকে বের করে দেন।

স্থায়ী সমাধানের জন্য প্রতিবেশীরা তাকে বিয়ে দিতে চায়। মেয়ের নিরাপত্তার কথা ভেবে ২য় বিয়েতে রাজী হন মা। স্বামী চালচুলোহীন চা দোকানে কাজ করেন। একদিন কাজ করে তো দুইদিন বসে থাকে। তবে প্রতিনিয়ত ঝগড়া এবং স্ত্রীকে মারধরে বেশ কামেল লোক ছিলেন তিনি। সপ্তম শ্রেণি থেকে টিউশনি করতে হয় শোভাকে। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া শোভার যেদিন এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা সেদিন সৎপিতাও তাদের বাড়ি থেকে বের করে দেন। সারারাত না পড়ে রাস্তায় রাস্তায় ঘুরে সকালে পরীক্ষা দিতে হয় শোভাকে। কিন্তু যাবে আর কোথায় তার মায়ের তো আর নিজের জায়গাজমি নাই। তাই শত অপমান লাঞ্ছনা সহ্য করেও ফিরতে হয় সেই সৎবাবার কাছেই।

এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ার রেজাল্টের দিনও তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর তারা স্থায়ীভাবে সৎবাবার ঘর ছেড়ে চলে আসে ব্রাহ্মণবাড়িয়া শহরে। তার মা কাজ নেন চকলেট আচারের কারখানায়। অর্থকষ্ট, পুষ্টিকর খাবারের অভাবে মা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। মেয়েরও হাড্ডিসার অবস্থা। এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে চান্স হয় বুয়েটে।"
তাই ভেঙে পড়া যাবেনা কোন অবস্থাতেই লেগে থাকেন আপনি হাল না ছাড়লে ঈশ্বর আপনাকে ঠিক দেখবেন একদিন।

🌸🌸🌸🙏🌸🌸🌸

©

“আমার বাসায় প্রথম যখন এসি লাগালাম আমার জ্বালাপোড়া গেলো আরো বেড়ে।বউ বাচ্চা গ্রীষ্মের এই দাবদাহে গায়ে কাথা দিয়ে এসিতে ঘুমা...
08/06/2023

“আমার বাসায় প্রথম যখন এসি লাগালাম আমার জ্বালাপোড়া গেলো আরো বেড়ে।

বউ বাচ্চা গ্রীষ্মের এই দাবদাহে গায়ে কাথা দিয়ে এসিতে ঘুমাচ্ছে, এটা খুবই শান্তির একটা দৃশ্য। কিন্তু আমি শান্তি পেতাম না। এদিকে শীতল বাতাসে আমার গায়ে কাটা কাটা দিচ্ছে ওদিকে গ্রামে আমার মা গরমে সিদ্ধ হচ্ছে। আমার গা ঠান্ডা হচ্ছিল ঠিকই কিন্তু অন্তর পুড়ে ছাই।

আমি চাইলেই আম্মাকে একটা এসি কিনে দিতে পারি কিন্তু আম্মা সেটা নেবে না। এটা আম্মার কাছে বিলাসিতা। অবশ্য বিলাসিতা হবেই না কেন, খুব খারাপ অবস্থা থেকে উঠে এসেছি আমরা।

ছোট বেলায় নানা বাড়ির টিনের ঘরে কেটেছে আমার শৈশব। আম্মা প্রাইমারি স্কুল টিচার। ঘরে চারদিকে যে পিলারগুলো ছিল সেগুলো ছিল আস্ত গাছের। তাও ঘুনে খাওয়া। যখন তুফান আসতো, আমাকে চৌকির নিচে বিছানা পেতে দিতো। যদি ঘর ভেঙ্গে যায় এই আশংকায়।

রাতে বিছানা বোধয় আমি একটু বেশিই ভিজাতাম। ছোট বেলায় ডায়াবেটিস ছিল মনে হয়। বিছানা ভেজানোর পর আম্মা ওখানটায় গিয়ে আমাকে শুকনাতে রাখতো। আর পাখা বলতে ছিল সুপারি গাছের খোল। অনেক পরে আমাদের ঘরে ফ্যান এসেছে।

আম্মার সব কিছু ছিলো আমি কেন্দ্রিক। ঈদের শপিং বলতে আমার জন্য কেনাকাটা। নিজের জন্য কিছু কিনতে দেখেছি বলে মনে পড়ে না।

সেই মা গরমে কষ্ট পাবে আর আমি ঢাকায় কাথা মুড়ি দিয়ে ঘুমাব সেটা কি হতে পারে?

গত বছর এমন সময় একদিন রাতের বেলায় ঢাকা থেকে একটা এসি আর ইলেকট্রিশিয়ান নিয়ে রওয়ানা দিলাম। টার্গেট আম্মা যখন ঘুমিয়ে থাকবে, রাতেই কাজ শেষ করে ঢাকায় ফিরব।

আম্মা রাতেই টের পেয়ে গিয়েছিল। শুধু ঝাড়ু দিয়ে দৌড়ানী দেয়া বাকী রেখেছে আমাকে।

গ্রামে এগুলা কেউ লাগায়? আশে পাশে চার বাড়িতে কারো এসি আছে? শুধু শুধু এত্তগুলা টাকা নষ্ট। ফুটানী।

আমি শুধু বলেছি, আম্মা আপনার পায়ের নিচে আমার বেহেশত। আমার বেহেশত গরমে কষ্ট পেলে আমিতো দোযখে পুড়তে থাকি। আপনি কষ্ট পেলেতো আমার এই দুনিয়া ওই দুনিয়া; দুই দুনিয়াই শেষ। এই মেশিনটা আপনার জন্য না, আমার জন্যই লাগিয়ে গেলাম। আমার বেহেশতের জন্য।

এক বছর পর আজকে আম্মা ফোন দিলো। বাজান, এই রোজা রমজানে ঐ টা না থাকলে কি যে কষ্ট হতো। স্কুল থেকে ঘেমে ফিরে যখন এটার নিচে বসি, ঠান্ডা হয়ে যাই। সারাদিন এটা চালিয়ে কোরআন শরীফ পড়ি। জায়নামাজে বসে তোমার জন্য মন থেকে অটো দোয়া চলে আসে।

আমিও একটু মুরব্বী ভাব নিয়ে বললাম, একটা বয়সে মা হয়ে যায় সন্তান আর ছেলে হয়ে যায় বাবা। এরপর থেকে আমি যেসব ডিসিশন নেব বাবার আদেশ মনে করে সব মেনে নেবেন।

আম্মা ঐ প্রান্ত থেকে হাসে। আম্মার হাসি শুনে এদিকে আমি চোখ মুছি-।”

-
S M Nahidur Rahman
Collected
-

Address

2 No Gate . Nasirabad
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright Habits posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share