Baitush Sharaf Times-বায়তুশ শরফ টাইমস

Baitush Sharaf Times-বায়তুশ শরফ টাইমস শরফিয়ানদের মুখপাত্র

16/10/2025
16/10/2025

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার আলিম ২০২৫ এর রেজাল্ট

মোট পরীক্ষার্থী:৩৬১
পাসের হার:৯৫.৭৭%
উপস্থিতি:৩৫৫
মোট পাস:৩৪০
এ+:৭৬

কৃতকার্য সকল শিক্ষার্থীকে বায়তুশ শরফ টাইমসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মিল্লাত ডিবেটিং ক্লাব আয়োজিত “Al-Fatah Presents First MDC Nationals” প্রতিযোগিতায় বায়তুশ শরফ ডিবেটিং ক্লাব রানারআপ হয়েছে...
14/10/2025

মিল্লাত ডিবেটিং ক্লাব আয়োজিত “Al-Fatah Presents First MDC Nationals” প্রতিযোগিতায় বায়তুশ শরফ ডিবেটিং ক্লাব রানারআপ হয়েছে 🎉

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান মাদানী সাহেব, তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ এর ভিপি হাফেজ আব্দুর রহমান এবং আরও অনেক সম্মানিত শিক্ষক ও বিতার্কিকবৃন্দ।

শরফিয়ানদের মুখপাত্র বায়তুশ শরফ টাইমসের পক্ষ থেকে উঞ্চ অভিনন্দন।

উষ্ণ অভিনন্দন!
14/10/2025

উষ্ণ অভিনন্দন!

মিল্লাত ডিবেটিং ক্লাব আয়োজিত “Al-Fatah Presents First MDC Nationals” প্রতিযোগিতায় বায়তুশ শরফ ডিবেটিং ক্লাব রানারআপ হয়েছে 🎉

পুরস্কার বিতরণী দলটির হাতে রানারআপ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান মাদানী সাহেব, তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ এর ভিপি হাফেজ আব্দুর রহমান এবং আরও অনেক সম্মানিত শিক্ষক ও বিতার্কিকবৃন্দ।

এই অর্জনের জন্য বায়তুশ শরফ ডিবেটিং ক্লাবের সকল বিতার্কিক ও পরামর্শককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের দোয়া,সমর্থন ও পরামর্শের ধারাবাহিকতায় আমরা আরও এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ!

ঢাকায় শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের উপর পুলিশী হামলা এবং গ্রেফতারের প্রতিবাদে সারা দেশের ন্যায় বায়তুশ শরফ আদর্শ (অনার্স...
14/10/2025

ঢাকায় শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের উপর পুলিশী হামলা এবং গ্রেফতারের প্রতিবাদে সারা দেশের ন্যায় বায়তুশ শরফ আদর্শ (অনার্স মাস্টার্স) কামিল মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর কর্মবিরতি পালন।

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ...
25/09/2025

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ।

©শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ

মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বায়তুশ শরফ পরিবার, ঢাকা বিশ্...
21/09/2025

মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বায়তুশ শরফ পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। রেজিস্ট্রেশন করতে লিংকে ভিজিট করুন। শহীদ হাফেজ আব...
21/09/2025

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। রেজিস্ট্রেশন করতে লিংকে ভিজিট করুন।

শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ

আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫ তারিখ: ২৫.০৯.২৫ বৃহস্পতিবার সময়: সকাল ১০:৩০টা আয়োজন....

Warm Congratulations to Baitush Sharaf Debating Club!BSDC Ibn Sena consisting Tamim Iqbal, Raiyan Siddique Talha and Zih...
20/09/2025

Warm Congratulations to Baitush Sharaf Debating Club!

BSDC Ibn Sena consisting Tamim Iqbal, Raiyan Siddique Talha and Zihad Hossain reached the final of Al-Fatah Presents 1st MDC Nationals 2025, Inter-Madrasah segment. BSDC wishes them heartfelt congratulations and good luck for the final round.

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষ (২০২৫-২৬)সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনু...
19/09/2025

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষ (২০২৫-২৬)সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান ২০২৫।

তারিখ:২৫.০৯.২৫ বৃহস্পতিবার।
সময়:সকাল ১০:৩০ টা

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে আকর্ষণীয় উপহার সামগ্রী।

*রেজিস্ট্রেশন করতে QR Code টি স্ক্যান করুন অথবা সরাসরি ভিজিট করুন:https://forms.gle/fF37zd3XTJgVAeVC8

*রেজিস্ট্রেশনের শেষ তারিখ:২৩.০৯.২০২৫

©শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ

বায়তুশ শরফ সায়েন্স ক্লাব আয়োজন করছে "বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫।মেধা বিকাশের অনন্যা সুযোগ।
17/09/2025

বায়তুশ শরফ সায়েন্স ক্লাব আয়োজন করছে "বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫।
মেধা বিকাশের অনন্যা সুযোগ।

প্রিয় বায়তুশ শরফ।
17/09/2025

প্রিয় বায়তুশ শরফ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Baitush Sharaf Times-বায়তুশ শরফ টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baitush Sharaf Times-বায়তুশ শরফ টাইমস:

Share