29/03/2025
সুইং তালাহ্ আকাহ, যার অর্থ ‘শবদাহ নৃত্য’। সংক্ষেপে এটিকে ‘সুইং আকাহ’ বলা হয়। মারমা ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এ নাচ। সুইং নৃত্যের আয়োজন হয় মূলত খ্যাতিমান বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ায়। অন্ত্যেষ্টিক্রিয়ায়, একজন গায়ক দাঁড়িয়ে গান করে। বাঁশের মাচার ওপর রঙিন কাগজে সাজানো 'কাদালাহ' কাঁধে নিয়ে গান ও বাজনার তালে তালে নাচে ১০ থেকে ১২ জনের একটি দল। পয়ার ছন্দে করুণ সুরে গান পরিবেশিত হয়। এর সঙ্গে সামনে-পেছনে এবং উঁচু-নিচুতে নাচতে থাকেন শিল্পীরা। একটি দল ক্লান্ত হলে আরেকটি দল নাচে।
সুইং নৃত্যের সঙ্গে তরুণীদের পরিবেশনায় ‘ইয়ইং’ নামে আরেক ধরনের শোকনৃত্যও চলে। এতে শিল্পীরা দোলনায় রক্ষিত মরদেহ ঘিরে নেচে-গেয়ে প্রয়াত ব্যক্তির গুণকীর্তন করে তাঁর স্বর্গ ও নির্বাণ কামনা করেন। শোকাবহ উৎসবে ঐতিহ্যের নাচ-গান শেষে প্রার্থনা করে প্রয়াত ব্যক্তিকে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়। বৌদ্ধভিক্ষুদের শীল প্রদান ও স্মরণসভার পরে বিশেষ একধরনের বাজি ফুটিয়ে মরদেহ দাহ করা হয়ে থাকে।
Some video collected from
©শ্রদ্ধেয় নাইদিয়া ভান্তে
©Brother's Friend