Saiching's Life Melody

Saiching's Life Melody ✨ Your daily dose of real-life vibes
📍 From my world to yours
💬 Let’s connect

29/03/2025

সুইং তালাহ্ আকাহ, যার অর্থ ‘শবদাহ নৃত্য’। সংক্ষেপে এটিকে ‘সুইং আকাহ’ বলা হয়। মারমা ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এ নাচ। সুইং নৃত্যের আয়োজন হয় মূলত খ্যাতিমান বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ায়। অন্ত্যেষ্টিক্রিয়ায়, একজন গায়ক দাঁড়িয়ে গান করে। বাঁশের মাচার ওপর রঙিন কাগজে সাজানো 'কাদালাহ' কাঁধে নিয়ে গান ও বাজনার তালে তালে নাচে ১০ থেকে ১২ জনের একটি দল। পয়ার ছন্দে করুণ সুরে গান পরিবেশিত হয়। এর সঙ্গে সামনে-পেছনে এবং উঁচু-নিচুতে নাচতে থাকেন শিল্পীরা। একটি দল ক্লান্ত হলে আরেকটি দল নাচে।
সুইং নৃত্যের সঙ্গে তরুণীদের পরিবেশনায় ‘ইয়ইং’ নামে আরেক ধরনের শোকনৃত্যও চলে। এতে শিল্পীরা দোলনায় রক্ষিত মরদেহ ঘিরে নেচে-গেয়ে প্রয়াত ব্যক্তির গুণকীর্তন করে তাঁর স্বর্গ ও নির্বাণ কামনা করেন। শোকাবহ উৎসবে ঐতিহ্যের নাচ-গান শেষে প্রার্থনা করে প্রয়াত ব্যক্তিকে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়। বৌদ্ধভিক্ষুদের শীল প্রদান ও স্মরণসভার পরে বিশেষ একধরনের বাজি ফুটিয়ে মরদেহ দাহ করা হয়ে থাকে।

Some video collected from
©শ্রদ্ধেয় নাইদিয়া ভান্তে
©Brother's Friend

The Beautiful Thuboing From Mk Traditional Attire & Foods 💜✨
25/02/2025

The Beautiful Thuboing From Mk Traditional Attire & Foods 💜✨

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiching's Life Melody posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiching's Life Melody:

Share