18/09/2025
সন্দ্বীপে ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে হ-ত্যা, গ্রেফতার খু-নি জাহাঙ্গীর।
সন্দ্বীপ মগধরায় ইউনিয়ন এই মমর্মান্তিক ও নৃশংস ঘটনায় ঘটে। ঘটনার সূত্রে জানাযায় ইতালি প্রবাসী জাহাঙ্গীর একই বাড়ির দিন মজুর তাহের স্ত্রীকে নানান সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল এতে তাহের স্ত্রী সাড়া না দেওয়ায় আজ সকালে তাহের একমাত্র ৬ বছরের সন্তান মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আল আমীনকে রাস্তায় একা পেয়ে জাহাঙ্গীর পাকড়াও করে মাথায় উপরে তুলে স্বজোরে মাটিতে আচার দেয় এতে শিশু আল আমীন গুরুতর আহত হয়ে নাক কান এবং মুখ থেকে র-ক্ত ঝরতে থাকে।
ঘটনার স্থল থেকে শিশু আল আমীনকে উদ্ধার করে সন্দ্বীপ একটি প্রাইভেট মেডিকেল নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিক সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম উদ্দেশ্যে নেওয়া হলে নদী পথে শিশু আল আমীনের মৃত্যু হয়।
আল আমীনের বাড়ি সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড, পেলিশ্যার বাজারের দক্ষিণ পাশে আইজজার গো বাড়ি।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের নৃশংস ঘটনার কারণে পরিবারগুলো ছেলে-মেয়েদের স্কুল-মাদ্রাসায় পাঠাতেও ভীত হয়ে পড়বেন।
ইতিমধ্যে সন্দ্বীপ থানার অভিযানে আসামি জাহাঙ্গীর গ্রেফতার হয়। এবং আগামীকাল আদালতে রিমান্ডের দাবি জানাবে পুলিশ।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের আস্থা ও নিরাপত্তা জোরদার করা হোক।
#দুর্ভাগ্যজনকঘটনা ゚ #চ্যানেলসন্দ্বীপ #চট্টগ্রাম #পারিবারিকদ্বন্দ্ব #অমানবিকঘটনা #শিশুমৃত্যু #শিশুহত্যা #মগধরা