Dwip Bangla.tv

Dwip Bangla.tv দ্বীপের স্বার্থে কথা বলে

26/06/2025
শুভ সকাল প্রিয় সন্দ্বীপ 🌿 জীবনের প্রতিটি সকাল হলো নতুন সম্ভাবনার দরজা।আশা আর আত্মবিশ্বাস নিয়ে দিন শুরু করুন—সাফল্য অপেক্...
25/06/2025

শুভ সকাল
প্রিয় সন্দ্বীপ
🌿 জীবনের প্রতিটি সকাল হলো নতুন সম্ভাবনার দরজা।আশা আর আত্মবিশ্বাস নিয়ে দিন শুরু করুন—
সাফল্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ্ আপনার জন্য।
#সন্দ্বীপ

সন্দ্বীপের সন্তান সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার।তথ্যঃ সাংবাদিক রিয়াদুল মামুন সোহাগ fans            #সন্দ্বীপ ...
22/06/2025

সন্দ্বীপের সন্তান সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার।
তথ্যঃ সাংবাদিক রিয়াদুল মামুন সোহাগ

fans #সন্দ্বীপ

 #ব্রেকিং_নিউজসিগনাল প্রত্যাহার হওয়ায় সন্দ্বীপ থেকে ১০:২০ মিনিটে ফেরি ছাড়বে এবং ১১:২০ মিনিটে শীপ ছাড়বে। #ব্রেকিং_নিউজ   ...
21/06/2025

#ব্রেকিং_নিউজ
সিগনাল প্রত্যাহার হওয়ায় সন্দ্বীপ থেকে ১০:২০ মিনিটে ফেরি ছাড়বে এবং ১১:২০ মিনিটে শীপ ছাড়বে।
#ব্রেকিং_নিউজ

21/06/2025

আবহাওয়া সতর্কতা সংকেত দেখালেই,ঘরে বন্দী থাকে সন্দ্বীপের সাড়ে চার লক্ষ মানুষ ।

শুরু হয় এক নতুন যুদ্ধ — বেঁচে থাকার যুদ্ধ।বিস্তারিত দেখুন ভিডিওতেঃ
এরকম ভিডিও দেখতে পেইজটি ফলো করুন (Follow)।

#সন্দ্বীপ

13/06/2025

📌আগামীকাল রোজ শনিবার ১৪ জুন ফেরি কপোতাক্ষ চলাচলের সময়সূচি।
ভিডিওটি শেয়ার করুন, পেইজটি ফলো (Follow) করুন।

#সন্দ্বীপ

11/06/2025

চলুন ২ মিনিটে দেখে আসি সন্দ্বীপের দক্ষিনের অন্যতম প্রাচীন বাজার ধোপারহাট--
ভালো লাগলে শেয়ার করবেন---

#সন্দ্বীপ

11/06/2025

আগামিকাল অর্থাৎ ১২ জুন ২০২৫ তারিখে সন্দ্বীপ নৌ-পথের আপডেট-

★ফেরি কপোতাক্ষ বাশঁবাড়িয়া ঘাট হতে সকাল ১০ টায় এবং সন্দ্বীপ থেকে দুপুর ৩ টা ৩০ মিনিটে!🛳️
★ জাহাজ এম ভি. মালঞ্চ সন্দ্বীপ থেকে সকাল ১০ টা ৩০ মিনিটে এবং কুমিরা হতে দুপুর ১২ টা ৩০ মিনিটে!⛴️

আর স্পিড বোটে কাঁদা পাড়ানোর ভোগান্তি এড়াতে সকাল ১০.০০ - বিকাল ৪.০০ টার ভিতরে যাতায়াত করুন।

#সন্দ্বীপ

11/06/2025

জুলাই আগষ্টের শহিদ সাইমুন এর পরিবারের কাছে চাঁদা দাবি বিষয়ে খবর পেয়ে জামায়েত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন সিকদার ও সন্দ্বীপ উপজেলা নেতৃবৃন্দ শহিদ পরিবারের খোঁজ খবর নেন।

11/06/2025

সন্দ্বীপ নিয়ে জাতীয় পর্যায়ের সংগীতজ্ঞ আলাউদ্দীন মাহমুদ সমীরের গান।
সবাই পেইজটি ফলো(Follow) করুন,ভিডিও টি শেয়ার করুন।

11/06/2025

ফিরে দেখাঃ ০৩ আগষ্ট ২০২২ ইং
"দ্বীপ বাংলা টিভি" নিয়ে তরুণদের চিন্তা ভাবনা

সবাই দ্বীপ বাংলা টিভির সাথে থাকুন

ফজরের নামাজের জন্য অজু করতে বের হয়েছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল ভাইয়ের স্...
04/06/2025

ফজরের নামাজের জন্য অজু করতে বের হয়েছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল ভাইয়ের স্ত্রী।

ঘরের কয়েক হাত দূরেই কলঘর। অজু করে ঘরে ঢুকার সময় চার পাঁচজন মিলে অতর্কিত পেছন থেকে তার গলায় বটি দিয়ে পোচ দিয়ে তাকে ফেলে চলে যায়। কাটা গলায় চিৎকার করতে থাকেন তিনি। এসময় তার পাড়া প্রতিবেশিরা এগিয়ে আসেন। তিনি বলতে থাকেন চার পাঁচজন মিলে তাকে জবাই করে চলে গেছে।

সবাই মিলে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়। ওই ঘরের পুরুষরা কেউ বাড়িতে নেই। পাড়া প্রতিবেশি যারা আসে তারও পুলিশের হস্তক্ষেপ ছাড়া তাকে হাসপাতাল নিতে সাহস করে না। এই অবস্থায় দীর্ঘ এক ঘন্টা পর পুলিশ আসে। সেখানেই ছটফট করছিলেন তিনি। এক পর্যায়ে কন্ঠ রোধ হয়ে যায়। এখনো তিনি বেঁচে আছেন। তবে কথা বলছেন ইশারায়। পুলিশ যাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার। সেখান থেকে এখন চট্টগ্রাম আনা হচ্ছে।

ঘটনা সন্দ্বীপ রহমতপুরের। আজ ৪ জুন ২০২৫।
জুলাই ক্যালেন্ডার হিসেবে ৩৩৯ জুলাই.... 🙂
তথ্যঃ আবু রায়হান তানিন,সাংবাদিক।

Address

Sandwip
Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when Dwip Bangla.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dwip Bangla.tv:

Share