Umme Rishad

Umme Rishad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umme Rishad, Video Creator, Halishahar, Chittagong.
(4)

07/08/2024

ধর্মের নামে অধর্ম উগ্রবাদকে না বলুন ;
মনে রাখবেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। ইনসানিয়াত গড়ে যারা -
প্রকৃত ধর্মের বাহক তারা।
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

04/06/2024

বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথপরিবারের এক চিরচেনা রূপ। আমি বহু দ্বিনি ভাইকেও এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি। করণীয় কী?

সমাধান এতো সহজ নয় বিশেষ করে এই জাহেলিয়াতের যুগে। এই জন্য আমি প্রায়ই বলি,

"হালাল খাবার না পেলে হারামে ঝাপিয়ে পরবো তাই আমার বিয়ে করা দরকার।" এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনে লম্বা সময় সারভাইভ করতে দিবে না। চিন্তার পরিধি বৃদ্ধি করে যথা সম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন।"

প্রতিটা মেয়ের কিছু ব্যাসিক চাহিদা থাকে যেমন। উদাহরণস্বরূপ, আমার এমন একটা সংসার হবে যেখানে,

১. আমার একটা নিজের ঘর থাকবে, যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিবো।
২. আমার নিজের একটা পাকঘর থাকবে, যেখানে আমি আমার ইচ্ছেমত নিত্যনতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাছে তেল, চিনি, নুন অপচয়ের খোঁটা দেয়ার কেউ থাকবে না।
৩. একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্যকেউ জবাবদিহি চাইতে আসবে না।
৪. স্বামীর কাছে যে কোনো ছোটোখাটো আবদার বড়সড় করে দাবী করে বসলে পাছে কেউ "ন্যাকামো" বলে তাচ্ছিল্যের তীর ছুড়বে না।
৫. স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে থাকবে না৷
৬. সামাজিকতার নামে গায়রে মাহরাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না৷
৭. প্রাপ্ত বয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেয়ার ছুঁতোয় তার সামনে যেতে হবে না।
৮. শাশুড়ী ননদদের নোংরা রাজনীতির স্বীকার হয়ে স্বামীর চক্ষুশূল হতে হবে না।
৯. যেখানে আমাকে মূল্যবান নেয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না।
১০. যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেয়া হবে, লাঞ্চিত করা হবে না।

ইত্যাদি ইত্যাদি, নানারকম স্বপ্নে তারা বিভোর। আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন। যেখানে নসিহা করার অধীকার কারো নেই। অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌছতে পারে। বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্চিত।

আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তবে বাংলাদেশের বিশাল সংখক মেয়ে বিয়ে করতে ভয় পায়, এতোটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আতকে ওঠে। কারন সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্ত একটা ভয়ংকর দুঃস্বপ্নভেবে ভুলে যেতে চায়। কিন্তু সম্ভব হয় না।

কপি

08/05/2024

বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা-বাবার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করছেনই বা কেনো?

আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে। কিন্তু, বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা-বাবাকে জিজ্ঞেস করে নিতে হয়, তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন।

স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কিনা, স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা- ‘মাকে জিজ্ঞেস কইরো’, স্ত্রীকে নিয়ে বাইরে যাবার আগে বাবার অনুমতি নেয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক। সাময়িক মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না। কিন্তু, আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়, আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়।

মাঝেমধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন- “দেখি মা কী বলে।” তখন হয়তো সে কিছু বলে না। কিন্তু, মা যদি ‘না’ করেন, মায়ের ওপর না, বরং আপনার ওপরই তার রাগ হয়।

আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা-বাবার পরামর্শ নিবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। কিন্তু, স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বের চর্চা আপনিই করুন; আপনার মা-বাবাকে করতে দিবেন না। স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনিই নাকচ করুন। নিজের মা-বাবাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নিবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে।

ঠিক তেমনি, স্ত্রীর বেলায়ও।

স্ত্রীরা বেশিরভাগ কথা মায়ের সাথে শেয়ার করে। স্বামী কী করলো, কী বললো, স্বামীকে এটা কীভাবে বলবে, স্বামীর কাছে কীভাবে চাইবে এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে। মা-ও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন।

বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যতো ইনভলভ হবে, পারিবারিক অশান্তি ততো বাড়বে।

মা যদি জিজ্ঞেস করে, “এটা বলার পর জামাই কী বললো?” স্ত্রীর তখন স্পষ্টভাবে বলা উচিত- “সরি মা, ও আমাকে কী বলেছে সেটা তোমাকে বলতে পারবো না।”

একজনের স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত।

আপনার দাম্পত্য জীবন নিয়ে নিজের মা-বাবার অতিউৎসাহ দেখলে তাদেরকে সম্মানের সাথে নিরুৎসাহিত করুন।

20/04/2024

ইবলিশ নাকি একবার মূসা (আ.)-কে বলেছিল:
‘মূসা, রাগের সময় সাবধান থেকো! শিশুরা যেভাবে বল নিয়ে খেলে, রাগান্বিত ব্যক্তিদের নিয়ে আমি সেভাবে খেলি। নারীদের ব্যাপারেও সাবধান। কারণ, আমি নারীদের দিয়েই সবচেয়ে গভীর ফাঁদ পাতি। কিপটামি থেকেও সাবধান। কারণ, কিপটে ব্যক্তির দুনিয়া-আখিরাত দুটোই আমি বরবাদ করি।’
— ইমাম গাযালী (রহ.)
সূত্র: মনের ওপর লাগাম ২, পৃঃ ৭৮

05/04/2024

❌❌প্রতারক পেজ থেকে সাবধান❌❌

কাস্টোমার কে এক ড্রেসের ছবি দেখায়ে অন্য ড্রেস পাঠিয়ে দেয়। তারপরে কাস্টোমার কে ব্লক করে দেয়। এদের থেকে সাবধান⚠️⚠️

Irfana Binte Hashem

https://www.facebook.com/profile.php?id=100088726248821&mibextid=ZbWKwL


We are making your choose with our best effort.

07/03/2024

দিনে দিনে আমরা অস্থিরতার এক পৃথিবীতে চলে এসেছি। To do list শেষ হবার নাম গন্ধ নেই। এই র‍্যাট রেসে আমাদের ব্যস্ততা কমে না। রাত আসে রাত যায়, দিন পার হয় চোখের পলকে। এরপর মনে পড়লো এই কথাটি:

'হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি কর ও ইবাদতে মন দাও; তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না কর; তবে- তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর হবে না।’ [ইবন মাজাহ : ৪১০৭]

03/03/2024

অনেক মানুষকেই বলতে শুনেছি যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। হয়তো তারা কিনতে পারে না। আমি পারি।

এইযে গরম এক কাপ কফি কিনে খেলাম; সাথে স্ট্রবেরি টর্টে; টাকা না থাকলে এটা আমি কীভাবে কিনতাম!
ছোটবেলায় একটা বই পড়ে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলাম। ভেবেছিলাম জীবনে আর কোনোদিন এই বইটা আমি পড়ব না। বলা বাহুল্য, সেই বইটা এখন আমার সামনে। অ্যামাজন আজকেই ডেলিভারি দিয়েছে। ঘর থেকে বের হবার সময় বইটা হাতে করে নিয়ে এসেছি। টাকায় হিসেব করলে বইটার দাম হাজার টাকার বেশি। টাকা ছাড়া এই বইটা আমি কীভাবে কিনতাম! এইযে ছোট ভাইকে মোবাইল কিনে দিলাম, আম্মুকে তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র; টাকা ছাড়া কীভাবে হতো!

আজ সারাদিন আমি বাইরে বাইরে ঘুরছি। এই মুহূর্তে বসে আছি আমার প্রিয় কফি শপে। হাতের বই শেষ হলেই ঘরে ফিরে যাব। আমি যেখানে বসে আছি সেখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। যাদের ঘর নেই, তারা এই ঠান্ডায় কম্বল জড়িয়ে রাস্তায় বসে ভিক্ষা করছে। কী নির্মম!

আমার মনেহয়, যাদের প্রচুর টাকা আছে কেবল তারাই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না। সম্ভবত সুখ কী সেটা সম্পর্কে এদের ধারণাই নেই।
আমার কাছে সুখ হচ্ছে, আমি যখন যা করতে চাই টাকা যেন সেটার মধ্যে বাঁধা না হয়ে দাঁড়ায় সেটা নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, জীবনে ভালোবাসার চেয়েও অর্থনৈতিক নিশ্চয়তা বড় জিনিস। আমি জানি, সবাই একমত হবে না। কিন্তু আমার কাছে তাই। পকেট খালি মানে হচ্ছে পুরো দুনিয়া খালি। সুতরাং, যার যেই লক্ষ্যই থাকুক না কেন, আগে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। নিজের, পরিবারের, বন্ধু এবং আত্মীয়ের অর্থনৈতিক প্রয়োজনে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে পারা গৌরবের; সুখের।

সুখ কেনা যায়। টাকা দিয়েই কেনা যায়৷ এইযে একটু পরে ফুল কিনে বাসায় ফিরে যাব। এটা যদি সুখ না হয়; তো সুখ কী!
©

23/02/2024

যেই মেয়েটা স্বাবলম্বী হওয়ার জন্য নতুন নতুন বেইকিং শিখে পেইজ খুলেছে, তার কাছে কাষ্টমার পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে একটা এক্সক্লুসিভ ডিজাইন দিয়ে বলবে এরকম একটা কেক বানিয়ে দাও।

সেলাই শিখে গলির মোড়ে টেইলারিংয়ের দোকান দিলে, কাষ্টটমার কোন মডেলের ডিজাইনার জামার ছবি এনে বলবে এরকম বানিয়ে দেন। নাপারলেই কাষ্টমার হারাবে।

ছাত্র অবস্থায় হাত খরচের জন্য একটা কোচিং সেন্টার খুলেন। ৫০০ টাকার ব্যাচে দিয়ে বাচ্চার গার্ডিয়ান আপনার কাছে আশা করবে ইন্ডিয়ান কোন সেলিব্রেটি টিচারের মতো পড়ানোর স্কিল।

অফিসে স্যালারি দিবে ১৫ হাজার। সেই ক্যান্ডিডেটের পাশ করা থাকতে হবে টপ কোন ভার্সিটি থেকে। সাব্জেক্ট হতে হবে বিবিএ/ইংলিশ/ ইকোনোমিক্স/ম্যাথ। সাথে অবশ্যই ভাল সিজিপিএ। ইংলিশ স্কিল, কম্পিউটার স্কিল হতে হবে ফার্স্ট ক্লাস লেভেলের। সেই জায়গাতেও দেখবেন ক্যান্ডিডেটের অভাব নাই।

বাচ্চাকে কড়া শাসনে রেখে ডিসিপ্লিন শিখিয়ে, আপনি তার জন্য কত কষ্ট করছেন এসব বুঝিয়ে মানুষ করে ফেলবেন? সেই দিন শেষ। আপনার থেকে অনেক গুন ভালো প্যারেন্টস সে youtube এ দেখে ফেলছে। আপনাকে এখন ওই সব বিদেশি বাপ মার মত ভাল হওয়া লাগবে। নাইলে বলবে আমাকে ভালবাসোনা।

গ্লোবালাইজেশনের এই সময়ে মোটামুটি কোন কিছু পারা দিয়ে আর কাজ চালানো সম্ভবনা। আগে প্রতিযোগিতা ছিলে একটা এলাকায়, অনেক বড় পরিসরে হলে দেশের মধ্যে। আর এখন প্রতিযোগিতা হচ্ছে বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে।
দিন দিন সবকিছু এত কঠিন হয়ে যাচ্ছে।
and here only the fittest will survive.
যাস্ট টিকে থাকাটাই এখন বিশাল চ্যালেঞ্জ!

20/02/2024

💥 : বিপদের সময় ধৈর্য ধরে লেগে থাকুন | ঠিক সময় ঠিক জিনিসটি আল্লাহতালা আপনার হাতে পৌঁছে দিবেন এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় |

💥 আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলান আপনাকে ধ্বংস করার জন্য না বরং আপনাকে বড় কিছু করার সুযোগ তৈরি করে দেন আপনাকে বিপদে ফেলার মাধ্যমে |

💥 সব সময় নিজেকে সৎ রাখার চেষ্টা করবেন এই একটি গুণ আপনাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে একদিন ইনশাআল্লাহ |

💥 মনে রাখবেন আল্লাহ তায়ালা যদি আপনাকে উপরে উঠায় পৃথিবীর মানুষ কেন, কোন শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না শুধু সময়ের খেলা মাত্র |

💥 জীবনের বড় একটি শিক্ষা বিনয় | বিনয় আপনাকে অনেক উপরে নিয়ে যাবে কখনো কল্পনাও করতে পারবেন না

💥 মানুষকে আপনার ক্ষমতার মধ্যে সাহায্য করবেন তার থেকে পাওয়ার জন্য নয় আপনার প্রাপ্য আপনি আপনার সৃষ্টিকর্তার কাছ থেকেই পেয়ে যাবেন

16/02/2024

এখনকার মেয়ের মা বাবারা নিজ ইচ্ছেতে মেয়েকে মডার্ন বানাতে চায়! কারণ সমাজে মডার্ন মেয়ের কদর বেশি 😑

আর ছেলের মা বাবারা ছেলে যাতে ভবিষ্যৎ তে হাতছাড়া না হয়ে যায় সেজন্যে মাদ্রাসায় পড়ায়!😐

কি লজিক! 🫤

বিশেষ দ্রষ্টব্য : সবাই এক রকম না।

15/12/2023

আমি এটা জানতাম না !! 😌

আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'

উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।

[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]

© আবুল হাসানাত কাসিম হাফিযাহুল্লাহ
Irfana Binte Hashem

12/11/2023

আমি কোরআনের ৯০ জায়গায় পেয়েছি
আল্লাহ বান্দার রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং রিজিকের দায়িত্ব নিয়েছেন।

কেবল এক জায়গায় পেয়েছি,
❝শয়তান তোমাদের কে অভাব অনটনের
ভয় দেখায়❞ [সূরা বাক্বারাহঃ২৬৮]

সত্যবাদিতায় আল্লাহ অতুলনীয়,
তাও আমরা তার নব্বই (৯০)টি ওয়াদার প্রতি
আস্থা রাখতে পারি না!
অথচ চরম মিথ্যুক যে শয়তান তার কথার উপর
গভীর বিশ্বাস রাখি!

-হাসান বসরি (রহ.)

I'm  25. I'm only 25 but life feels so heavy lately. This age really hits me so hard, and I'm not prepared because no on...
30/10/2023

I'm 25. I'm only 25 but life feels so heavy lately.

This age really hits me so hard, and I'm not prepared because no one told me how challenging and and uncomfortable this adult transition would be.

The most relaxing thing in the world...
17/10/2023

The most relaxing thing in the world...

related!! 😑🐼 Irfana Binte Hashem Irfat Ria
07/10/2023

related!! 😑🐼 Irfana Binte Hashem Irfat Ria

Address

Halishahar
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Umme Rishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umme Rishad:

Videos

Share

Category