প্রিয় রাজারঘাট-Prio Rajarghat

প্রিয় রাজারঘাট-Prio Rajarghat "অসত্য থেকে সত্যের দিকে অন্ধকার হতে আলোর পথে

27/05/2025

স্লোগান হোক
দূর্নীতিবাজদের চাকরিচ্যুত কর, রাষ্ট্রের চাকা সচল কর।

ইভটিজিং সাম্প্রতিক সময় ঘটনা প্রবাহ গুলোর সামাজিক অবক্ষয়ের মারাত্মক প্রতিচ্ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম,মসজিদ, মন্দির এবং ...
26/05/2025

ইভটিজিং সাম্প্রতিক সময় ঘটনা প্রবাহ গুলোর সামাজিক অবক্ষয়ের মারাত্মক প্রতিচ্ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম,মসজিদ, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব জায়গায় ইভটিজিং এর বিরুদ্ধে প্রচার করেও কমানো যাচ্ছে না। কারণ কি?? আমার অবজারভেশন হলো বিগত ২০ বছরের ঘটনা প্রবাহ থেকে সামাজিক এই মারাত্মক অবক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনৈতিক ছত্র ছায়ায় বেড়ে উঠা অনৈতিক সিষ্টেম।। এত শাসন এত আইন জারি কিন্তু কোন কিছুতেই থামছেনা এমন কাজ গুলো।। রাজনৈতিক ছত্র-ছায়ার বাইরে দ্বিতীয় সমস্যা হলো পারিবারিক শাসন ও ক্যায়ারিং সিষ্টেম না বুঝা। অভিভাবকগণ গ্রামের দোকানে বসে বসে গল্প করতে সময় পায় কিন্তু স্কুল মাদ্রাসায় এসে সন্তানের পড়াশোনার খবর নিতে পারেনা। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ খুব কম অভিভাবকদের থাকে যেখানে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের জানে রাখা উচিত কোন শিক্ষক কোন বিষয়টি পাঠদান করে। এমন এমন অভিভাবক আছে সে সন্তানের বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক বা অধ্যক্ষের সাথে কখনো কথাও বলেননি। বিদ্যালয়ে পাঠানোর পর আপনার সন্তান আইনষ্টান হয়ে যাবে এই ভাবনা থেকে বের হয়ে আসুন।
=====অভিভাবক হিসেবে আপনার করনীয়====
👉 অবশ্যই সপ্তাহে একবার বিদ্যালয়ে গিয়ে হাজিরা চেক করুন;
👉 অবশ্যই সন্তানকে নিয়ে এক সাথে জামায়াতে নামায পড়ার চেষ্টা করুন;
👉 অবশ্যই এন্ড্রয়েট মোবাইল ব্যবহার এইচএসসি পর্যন্ত নিষেধ করুন;
👉 অবশ্যই ভালো লেখকের বই পড়ার অভ্যাস গড়ে তোলার সুযোগ করে দিতে হবে,
👉 আর রাজনৈতিক ব্যপারটা ভালোভাবেই ভাবতে হবে অভিভাবক আপনি নাকি কোন রাজনৈতিক লিডার হবে।

05/04/2025

নিজের কার্টুন বানানো ছবি পোস্ট করে নাই এমন একজন মানুষকে দেখান।।

05/04/2025

*যাদের কর্ম শুধুই রাজনীতি,

তাদের পেশাই হলো দুর্নীতি.!

10/03/2025
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই একজন সাহসী দেশ প্রেমিক Uno Fatikchhari Chattogram  এর প্রতি।আপনার এই অভিযানে বাগান বাজারবাসী প্...
12/01/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই একজন সাহসী দেশ প্রেমিক
Uno Fatikchhari Chattogram এর প্রতি।
আপনার এই অভিযানে বাগান বাজারবাসী প্রাণ ফিরে পাবে।

বাগান বাজারের সর্বসাধারণের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই।

07/01/2025

ভিক্ষুক আর চাঁদাবাজের মধ্যে তফাৎ এতোটুকুই যে
চাঁদাবাজ জোর করে নেয় আর ভিক্ষুক চেয়ে নেয়।

Address

Chittagong

Telephone

+96597655246

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় রাজারঘাট-Prio Rajarghat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় রাজারঘাট-Prio Rajarghat:

Share