Anis sir

Anis sir Education,New curriculum, Assessment method, Personal interest.

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
05/10/2023

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

24/09/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

21/09/2023

৮ম শ্রেণির গণিত ক্লাস

হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের বালিকা কাবাডি ও হ্যান্ডবল দল
19/09/2023

হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের বালিকা কাবাডি ও হ্যান্ডবল দল

18/09/2023

21/06/2023

Amazing activities by HSPS students.

16/06/2023

৬ষ্ঠ শ্রেণির "স্বাস্থ্য সুরক্ষা" মূল্যায়ন উৎসব।

09/06/2023

Assessment festival in Housing & Settlement Public School

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন (এস.এস.সি-২০২৩)
05/04/2023

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন (এস.এস.সি-২০২৩)

জীববিজ্ঞান বিষয়ের সৃজনশীল গ ও ঘ নং প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশন। সবল ও দূর্বল সকল শিক্ষার্থীদের জন্য সাজেশনটি অ....

21/03/2023

৭ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস।
অভিজ্ঞতা শিরোনাম -আকাইদ(ঈমানে মুফাসসাল)

18/03/2023

কত সুন্দর করে দলীয় কাজ করছে ৬ষ্ঠ(ক) শ্রেণির শিক্ষার্থীরা!!!!!

18/03/2023

হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের প্রাতঃকালীন সমাবেশ।

25/03/2022

এতদ্বারা হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের প্রেপ১ হতে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের সদয় জ্ঞাতার্থে সানন্দ চিত্তে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ৮ টায় শুরু হবে। ছাত্রছাত্রীদেরকে পরিপাটি স্কুল ইউনিফর্ম পরে অভিভাবকসহ সকাল ৮টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
অনুষ্ঠানসূচীঃ
১. উদ্বোধনী অনুষ্ঠান -সকাল ৯টা
২. ক্রীড়া প্রতিযোগিতা - সকাল -১০টা
৩. যেমন খুশি তেমন সাজো--সকাল ১১টা
৪. পুরষ্কার বিতরণ -
বিকাল -৪টা
৫. মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান -বিকাল ৫.৩০মি।
সবাইকে সাদর আমন্ত্রণ।

19/03/2022

এতদ্বারা নার্সারি হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২০ মার্চ রবিবার ও ২১ মার্চ সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাক-বাছাই ও চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শ্রেণিভিত্তিক অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের খেলার প্রয়োজনীয় সরঞ্জাম( স্কিপিং রোপ, চটের বস্তা)সহ মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
ইভেন্ট সমুহঃ
১. নার্সারি(বালক)-৫০মিটার দৌড়
নার্সারি (বালিকা)-৫০মিটার দৌড়

২. কেজি(বালক)-৫০মিটার দৌড়
কেজি (বালিকা)-৫০মিটার দৌড়

৩. প্রথম (বালক)-৫০মিটার দৌড়
প্রথম (বালিকা)-৫০মিটার দৌড়

৪. দ্বিতীয় (বালক)-৫০মিটার দৌড়
দ্বিতীয় (বালিকা)-৫০মিটার দৌড়

৫. তৃতীয় (বালক)-৫০মিটার দৌড়
তৃতীয় (বালিকা)-৫০মিটার দৌড়

৬. চতুর্থ (বালক)-মোরগ লড়াই
চতুর্থ (বালিকা)-দড়ি লাফ
(দড়ি শিক্ষার্থীকে আনতে হবে)

৭. পঞ্চম(বালক)-মোরগ লড়াই
পঞ্চম (বালিকা)-দড়ি লাফ
(দড়ি শিক্ষার্থীকে আনতে হবে)

৮. ষষ্ঠ (বালক)-১০০ মিটার দৌড় ও বস্তা দৌড়
ষষ্ঠ (বালিকা)-দড়ি লাফ ও ১০০মিটার দৌড়।
(দড়ি ও চটের বস্তা শিক্ষার্থীকে আনতে হবে)

৯. সপ্তম (বালক)-মোরগ লড়াই ও বস্তা দৌড়
সপ্তম (বালিকা)-দড়ি লাফ ও ১০০মিটার দৌড়।
(দড়ি ও চটের বস্তা শিক্ষার্থীকে আনতে হবে)

১০. অষ্টম (বালক)-১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ
৮ম (বালিকা)-দড়ি লাফ ও ১০০মিটার দৌড়।
(দড়ি শিক্ষার্থীকে আনতে হবে)

১১.নবম (বালক)-১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ
৯ম (বালিকা)-মিউজিকেল স্টিক ও ১০০মিটার দৌড়

১২. দশম (বালক)-১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ
১০ম (বালিকা)-মিউজিকেল স্টিক ও ১০০মিটার দৌড়

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার( ২০২২)
ইভেন্ট সমূহ: -

শ্রেণীভিত্তিক কবিতাগুলো নিম্মে দেওয়া হলো।

নার্সারি ও কেজি শ্রেণি
"নোটন নোটন পায়রাগুলি "১০লাইন।
কবিঃ রোকনুজ্জামান খান।

প্রথম ও দ্বিতীয় শ্রেণিঃ "কাঠবিড়ালি কাঠবিড়ালির "১০লাইন।
কাজী নজরুল ইসলাম।

৩য়--৫ম শ্রেণিঃ "কাজলা দিদি" ১৪লাইন।
যতীন্দ্র মোহন বাগচি।

৬ষ্ট--৮ম শ্রেণিঃ
শোন একটি মুজিবুর থেকে "গৌরীপ্রসন্ন মজুমদার(সম্পুর্ন)

নিধার্রিত বক্তৃতা ৯ম ও ১০ম শ্রেণিঃকোভিড 19 এর প্রভাব ও প্রতিকার।

সংগীত ঃপ্রাথমিক শাখা (ক) বিভাগ এবং
মাধ্যমিক শাখা( খ) বিভাগ
দেশাত্মবোধক গান।

নৃত্য ঃ-প্রাথমিক শাখা (ক) বিভাগ এবং মাধ্যমিক শাখা( খ) বিভাগ
উন্মুক্ত।

Address

K Block
Chittagong
4224

Alerts

Be the first to know and let us send you an email when Anis sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anis sir:

Share