19/03/2022
এতদ্বারা নার্সারি হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২০ মার্চ রবিবার ও ২১ মার্চ সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাক-বাছাই ও চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শ্রেণিভিত্তিক অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের খেলার প্রয়োজনীয় সরঞ্জাম( স্কিপিং রোপ, চটের বস্তা)সহ মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
ইভেন্ট সমুহঃ
১. নার্সারি(বালক)-৫০মিটার দৌড়
নার্সারি (বালিকা)-৫০মিটার দৌড়
২. কেজি(বালক)-৫০মিটার দৌড়
কেজি (বালিকা)-৫০মিটার দৌড়
৩. প্রথম (বালক)-৫০মিটার দৌড়
প্রথম (বালিকা)-৫০মিটার দৌড়
৪. দ্বিতীয় (বালক)-৫০মিটার দৌড়
দ্বিতীয় (বালিকা)-৫০মিটার দৌড়
৫. তৃতীয় (বালক)-৫০মিটার দৌড়
তৃতীয় (বালিকা)-৫০মিটার দৌড়
৬. চতুর্থ (বালক)-মোরগ লড়াই
চতুর্থ (বালিকা)-দড়ি লাফ
(দড়ি শিক্ষার্থীকে আনতে হবে)
৭. পঞ্চম(বালক)-মোরগ লড়াই
পঞ্চম (বালিকা)-দড়ি লাফ
(দড়ি শিক্ষার্থীকে আনতে হবে)
৮. ষষ্ঠ (বালক)-১০০ মিটার দৌড় ও বস্তা দৌড়
ষষ্ঠ (বালিকা)-দড়ি লাফ ও ১০০মিটার দৌড়।
(দড়ি ও চটের বস্তা শিক্ষার্থীকে আনতে হবে)
৯. সপ্তম (বালক)-মোরগ লড়াই ও বস্তা দৌড়
সপ্তম (বালিকা)-দড়ি লাফ ও ১০০মিটার দৌড়।
(দড়ি ও চটের বস্তা শিক্ষার্থীকে আনতে হবে)
১০. অষ্টম (বালক)-১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ
৮ম (বালিকা)-দড়ি লাফ ও ১০০মিটার দৌড়।
(দড়ি শিক্ষার্থীকে আনতে হবে)
১১.নবম (বালক)-১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ
৯ম (বালিকা)-মিউজিকেল স্টিক ও ১০০মিটার দৌড়
১২. দশম (বালক)-১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ
১০ম (বালিকা)-মিউজিকেল স্টিক ও ১০০মিটার দৌড়
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার( ২০২২)
ইভেন্ট সমূহ: -
শ্রেণীভিত্তিক কবিতাগুলো নিম্মে দেওয়া হলো।
নার্সারি ও কেজি শ্রেণি
"নোটন নোটন পায়রাগুলি "১০লাইন।
কবিঃ রোকনুজ্জামান খান।
প্রথম ও দ্বিতীয় শ্রেণিঃ "কাঠবিড়ালি কাঠবিড়ালির "১০লাইন।
কাজী নজরুল ইসলাম।
৩য়--৫ম শ্রেণিঃ "কাজলা দিদি" ১৪লাইন।
যতীন্দ্র মোহন বাগচি।
৬ষ্ট--৮ম শ্রেণিঃ
শোন একটি মুজিবুর থেকে "গৌরীপ্রসন্ন মজুমদার(সম্পুর্ন)
নিধার্রিত বক্তৃতা ৯ম ও ১০ম শ্রেণিঃকোভিড 19 এর প্রভাব ও প্রতিকার।
সংগীত ঃপ্রাথমিক শাখা (ক) বিভাগ এবং
মাধ্যমিক শাখা( খ) বিভাগ
দেশাত্মবোধক গান।
নৃত্য ঃ-প্রাথমিক শাখা (ক) বিভাগ এবং মাধ্যমিক শাখা( খ) বিভাগ
উন্মুক্ত।